1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইন একেকজনের ক্ষেত্রে একেক গতিতে চলে: তাবিথ

২৪ জুলাই ২০২০

বিএনপি নেতা ও সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন, বাংলাদেশে সবার ক্ষেত্রে এক গতিতে আইনের প্রয়োগ হয় না৷ ডয়চে ভেলে বাংলার ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়' অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন৷

ছবি: DW

তাবিথ আউয়াল স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম ও দুর্নীতির সাম্প্রতিক ঘটনাগুলোর উদাহরণ টেনে এবং শীর্ষ কর্মকর্তাদের বদলি এবং পদত্যাগের ঘটনাগুলো উল্লেখ করে বলেন, ‘‘তাদের বিচারের ব্যাপারে আইন খুব দ্রুতগতিতে এগুচ্ছে না৷''

‘‘এদের বদলি করা হয়েছে, বা তারা বাধ্য হয়েছেন পদত্যাগ করতে৷ তার মানে তারা অপরাধ করেছেন,'' বলেন বিএনপি নেতা তাবিথ৷ ‘‘তাদের ব্যাপারে কিন্তু আইন অনেক ধীরগতিতে চলে৷ সাংবাদিক কাজলের ব্যাপারে হোক, বা অন্য ডাক্তারদের ব্যাপারে হোক, যারা অভিযোগ করেন যে পিপিই ঠিকমতো পাননি, তাদের ব্যাপারে হোক আইন কিন্তু খুব দ্রুতগতিতে চলে,'' যোগ করেন তিনি৷

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান তাবিথের অভিযোগকে ‘রাজনৈতিক' বলে উল্লেখ করেন৷ তিনি বলেন, ‘‘সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে৷ যদি কর্মকর্তাদের কেউ অপরাধী হয়ে থাকেন, তাহলে বিচার হবে৷'' স্বাস্থ্য মন্ত্রণালয়কে তিনি ‘বয়েলিং পট' বলে উল্লেখ করেন৷

‘‘দেখুন, যা করতে হবে আইনের মধ্যেই করতে হবে৷ আবেগে বা লাফ দিয়ে করার প্রবণতা হয়, তাহলে হবে না৷ ঠান্ডা মাথায় আইন প্রয়োগ করতে হবে৷ সরকার তা করছে৷ ডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) নিজেই চলে যেতে চেয়েছেন৷ তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে হয়, তা সরকার করবে,'' বলেন মান্নান৷ 

সরকারের নানা পর্যায়ে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে তাবিথ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্র দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছে৷

‘‘যারা দুর্নীতি করেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই৷ তারা দুর্নীতিবাজ৷ যে সরকারই আসুক তারা চেষ্টা করে, তাদের সঙ্গে আঁতাত করে চলার জন্য৷ কিন্তু দুর্নীতি যারা করেন, তাদের প্রশ্রয় দেয় কারা? এককভাবে কেউ, না রাষ্ট্র? বর্তমানে দেখা যাচ্ছে, অনেক জায়গায় রাষ্ট্র কিন্তু তাদের প্রশ্রয় দিচ্ছে,'' বলেন তাবিথ৷ তার অভিযোগ, আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে দুর্নীতি করছে৷

জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকারের সবকিছু নিয়েই টিভি চ্যানেল, পত্রপত্রিকায় খোলাখুলি আলোচনা হয়৷ সরকারের কোনোকিছুই দৃষ্টির আড়ালে নয়৷ ‘‘আমি কি তাবিথের বিচার করবো, না তাবিথ আমার বিচার করবে? না জনগণ আমাদের বিচার করবে? সরকারের কোনো কিছু কি বাকি আছে, যা স্পটলাইটের আড়ালে?'' প্রশ্ন করেন মান্নান৷ 

অনুষ্ঠানে ঢাকার জলাবদ্ধতা ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার বিষয়গুলো উঠে আসে৷ এগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ