1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আইন ও স্বাধীনতার মধ্যে সামঞ্জস্যতা প্রয়োজন’

২৪ জানুয়ারি ২০১২

কপিরাইট রক্ষায় আইন তৈরি এবং বাক স্বাধীনতা - এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য রেখে নীতি তৈরি করতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

ইইউ'র বিচার বিষয়ক কমিশনার ফিফিআনে রেডিংছবি: AP

অনলাইন পাইরেসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান অভিযানের সময় এই আহ্বান জানালেন ইইউ'র বিচার বিষয়ক কমিশনার ফিফিআনে রেডিং৷

ইন্টারনেট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক একটি সম্মেলনে বক্তব্য রাখছিলেন রেডিং৷ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআই'এর অভিযানে প্রায় সাড়ে তিনশো ওয়েবসাইট বন্ধ করে দেয়ার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন রেডিং৷ পাইরেটেড মুভি দেখা ও গান শোনার ব্যবস্থার অভিযোগে ঐসব সাইট বন্ধ করে দেয়া হয়৷ অনলাইন পাইরেসি দমনে প্রায় ১৮ মাস আগে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র৷

এই অভিযানে সর্বশেষ বন্ধ করা হয় ‘মেগাআপলোড' নামের একটি ওয়েবসাইট৷ অনলাইনে মুভি দেখার জন্য বেশ জনপ্রিয় ছিল এই সাইটটি৷ ইতিমধ্যে এর নির্মাতা সহ চারজনকে আটকও করা হয়েছে৷

মেগাআপলোড'এর নির্মাতা কিম স্মিৎসছবি: dapd

মেগাআপলোড'এর নির্মাতা কিম স্মিৎস, যিনি কিম ডটকম নামেই বেশি পরিচিত, তাঁকে নিউজিল্যান্ডে আটক করা হয়৷ ৩৭ বছর বয়সি এই জার্মান-ফিনিশ নাগরিক নিউজিল্যান্ডেই থাকতেন৷ মেগাআপলোড বন্ধ করার পর ডটকমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়৷ অভিযোগ - তাঁর সাইটের কারণে কপিরাইট থেকে যাদের অর্থ পাওয়ার কথা সেটা তাঁরা পাচ্ছেন না৷ এর পরিমাণ প্রায় ৫০০ মিলিয়ন ডলার বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে৷ এছাড়া বিজ্ঞাপন ও ব্যবহার ফি থেকে আয় হয়েছে আরও ১৭৫ মিলিয়ন ডলার৷

তবে ডটকম এসব অভিযোগ অস্বীকার করে জামিনের আবেদন করেন৷ কিন্তু এখনো তাঁকে জামিন দেয়া হয়নি৷ এ ব্যাপারে সরকারি কৌঁসুলি বলছেন, জামিন পেলে ডটকম পালিয়ে যেতে পারেন৷ অতীতে তিনি নাকি করেছেনও সেটা৷ নিজ দেশ জার্মানিতে তাঁর বিরুদ্ধে মামলা হওয়ায় ডটকম পালিয়ে থাইল্যান্ড চলে গিয়েছিলেন৷

ফিরে আসি ইইউ কমিশনারের মন্তব্য প্রসঙ্গে৷ রেডিং বলেন, কোনো কিছুর সৃষ্টিকর্তাকে বাঁচাতে গিয়ে ইন্টারনেটের স্বাধীনতাকে কখনই বাধাগ্রস্ত করা যাবে না৷ তিনি বলেন, বাক স্বাধীনতা আর কপিরাইট একে অপরের শত্রু নয়, বরং তারা একে অপরের অংশীদার৷ ইউরোপ এই দুটোকেই সম্মান করে বলে জানান ইইউ কমিশনার৷ তিনি বলেন, ইউরোপ কখনোই ইন্টারনেটের ওপর আঘাত হানবে না, কেননা এটা ইউরোপীয় রীতি নয়৷

এদিকে অভিযান চালানোর পাশাপাশি পাইরেসি বন্ধ করতে দুটি আইনের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র৷ কিন্তু এগুলো বাস্তবায়িত হলে বাকস্বাধীনতা রুদ্ধ হতে পারে বলে মনে করছে উইকিপিডিয়া, গুগলের মতো জনপ্রিয় সাইটের কর্তৃপক্ষরা৷ এর প্রতিবাদে গত বুধবার ২৪ ঘন্টার জন্য উইকিপিডিয়া বন্ধ রাখা হয়েছিল৷ তাদের সমর্থনে বন্ধ ছিল আরও কয়েক হাজার ওয়েবসাইট৷

এই ঘটনায় টনক নড়ে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্যের৷ একসময় তারা আইন দুটির পক্ষে থাকলেও এখন তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন৷

তবে উইকিপিডিয়ার প্রতীকী প্রতিবাদের পরদিন মেগাআপলোড বন্ধ করে দেয়া এবং তারপর তার নির্মাতাকে আটকের ঘটনা আইন তৈরির ব্যাপারে মার্কিন সরকারের কঠোর অবস্থানেরই প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা৷ তাই উইকিপিডিয়া বলছে তাদের প্রতিবাদ চলবে৷ যতক্ষণ পর্যন্ত না মার্কিন সরকার আইন দুটি বাতিলের সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যেতে হবে বলে মনে করে এই অনলাইন বিশ্বকোষ৷

প্রতিবাদ: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ