দুর্নীতির সূচকে ধারাবাহিকভাবে উপরের দিকে রয়েছে যে দেশ, সেদেশেই এক সৎ মানুষের সন্ধান দিয়েছে এক পত্রিকা৷ এমন নয় যে, সৎ তিনি একাই৷ অবশ্যই আরো অনেকে আছেন, তবে তিনি অনেকর কাছেই উদাহরণ৷
বিজ্ঞাপন
বলছি মোহাম্মদ মুনীর চৌধুরীর কথা৷ সাপ্তাহিক পত্রিকা তাঁকে আখ্যা দিয়েছে ‘সাহস আর সততা'-র প্রতীক হিসেবে৷ সরকারি এই কর্মকর্তা বর্তমানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সচিব৷
ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশে দুর্নীতির কারণ নিয়ে বিভিন্ন কথা৷ এই কর্মকর্তা মনে করেন, একসময় সরকারি কর্মকর্তাদের মধ্যে ভয় ছিল, জবাবদিহিতা ছিল৷ এখনও তা থাকলেও মানুষের মানসিকতায় পরিবর্তন এসেছে, যা তাদের দুর্নীতির দিকে আকৃষ্ট করছে৷
একজন সৎ সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান রয়েছে চোদ্দনম্বরে৷ দুর্নীতি দেশটির প্রায় সর্বত্র, এমন দাবি গণমাধ্যমের৷ এরকম এক পরিবেশে কিভাবে সততার প্রতীক হয়ে উঠছেন চৌধুরী? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘ব্যক্তিগত লোভ, লালসাকে দমন করে চলা৷ এটা এক বড় নৈতিক শক্তি৷ আমি কোনোভাবেই প্রলোভনে পা দেবো না৷''
নিজের জীবনকে কম ভোগ করে দেশ ও জাতিকে সেবা দেয়াকে গুরুত্ব দিচ্ছেন চৌধুরী৷ তাঁর মতে, বাংলাদেশে সরকারি কর্মকর্তা, কর্মচারীদের যে বেতন কাঠামো, তা দিয়ে দুর্নীতি না করে, ঘুস না খেয়েও স্বাভাবিক জীবনযাপন সম্ভব৷ এ জন্য প্রয়োজন মোহ থেকে দূরে থাকা৷ বিলাসিতা, প্রাচুর্য্য, অপচয়ের সুযোগ নেই এই বেতনে, মনে করেন তিনি৷
সেরা দশ দুর্নীতির দেশ, সবচেয়ে কম দুর্নীতির দেশ
এক সময়ের দুর্নীতির বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ এবার হয়েছে ১৩তম৷ চলুন দেখা যাক ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)-র প্রতিবেদনে এবার কোন কোন দেশ আছে দুর্নীতির সেরা দশে আর কোন দশটি দেশে এখন দুর্নীতি সবচেয়ে কম৷
ছবি: picture-alliance/dpa/M. Antonisse
৮ থেকে ১০ নম্বরে কঠিন লড়াই
টিআইবি-র এবারের প্রতিবেদন অনুযায়ী, সমান ১৮ পয়েন্ট করে পাওয়ায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দশটি দেশের তালিকায় ৮ নাম্বার থেকে ১০ নাম্বার পর্যন্ত স্থানে রয়েছে উজবেকিস্তান, লিবিয়া এবং ইরিত্রিয়া৷
ছবি: picture alliance/AP Photo
দুর্নীতির সপ্তম স্বর্গে তুর্কমেনিস্তান
উজবেকিস্তান, লিবিয়া এবং ইরিত্রিয়ার চেয়ে মাত্র এক পয়েন্ট কম হওয়ায় দুর্নীতিতে সেরা দশটি দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে তুর্কমেনিস্তান৷
ছবি: DW
ইরাকের দুরবস্থা
যুদ্ধ, হানাহানির মাঝে ইরাকে দুর্নীতিও চলছে পুরোদমে৷ তাই ১৬ পয়েন্ট নিয়ে তারা এখন দুর্নীতিতে সেরা দেশগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে৷
ছবি: Reuters
পঞ্চম স্থানে দক্ষিণ সুদান
ইরাকের পরেই রয়েছে সদ্য স্বাধীন দেশ দক্ষিণ সুদান৷ তারা পেয়েছে ১৫ পয়েন্ট৷
ছবি: Getty Images/AFP/T. Karumba
আফগানিস্তান দুর্নীতিরও স্থান
দুর্নীতিরও স্থান না হলে আফগানিস্তান কি আর ১২ পয়েন্ট নিয়ে বিশ্বের চতুর্থ সেরা দুর্নীতিগ্রস্ত দেশ হতো?
ছবি: Getty Images/AFP/S. Marai
দক্ষিণ সুদানের চেয়ে দুর্নীতিতে এগিয়ে সুদান
সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান শুধু মানচিত্রেই নয়, দুর্নীতিতেও কিছুটা ব্যবধান দেখাতে পেরেছে৷ দক্ষিণ সুদান যখন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে, সুদান তখন ১১ পয়েন্ট নিয়ে তৃতীয়৷ দুর্নীতিতে এগিয়ে থাকা তো আর ভালো কথা নয়!
ছবি: getty / C. Bouroncle
উত্তর কোরিয়া আর সোমালিয়া
সমাজতন্ত্র কায়েমের পথে হোঁচট খেয়ে প্রায় মুখ থুবড়ে পড়লেও দুর্নীতিতে খুব এগিয়েছে উত্তর কোরিয়া৷ আফ্রিকার দারিদ্র্য জর্জরিত দেশ সোমালিয়াও কম যায় না৷ ৮ পয়েন্ট করে নিয়ে এই দুই দেশই আছে প্রথম ও দ্বিতীয় স্থানে৷
ছবি: picture alliance/dpa/R. Sinmun
সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক
নারীর জন্য সবচেয়ে ভালো দেশ হওয়ার পর, এবার সবচেয়ে কম দুর্নীতির দেশও হয়েছে ডেনমার্ক৷ স্ক্যান্ডিনেভিয়ান এই দেশ পেয়েছে ৯২ পয়েন্ট৷
ছবি: Reuters/N. Ahlmann Olesen
দ্বিতীয় নিউজিল্যান্ড, তৃতীয় ফিনল্যান্ড
সবচেয়ে কম দুর্নীতির দেশগুলোর মাঝে নিউজিল্যান্ড ৯১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে আর ৮৯ পয়েন্ট পেয়ে ফিনল্যান্ড দ্বিতীয় স্থানে৷
ছবি: picture alliance / Robert Harding
চতুর্থ স্থানে সুইডেন
আরেক স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনও কম দুর্নীতিগ্রস্থ দেশগুলোর মাঝে খুব ভালো অবস্থানে৷ তাদের পয়েন্ট ৮৭, অবস্থান চতুর্থ৷
ছবি: DW/T. Mehretu
নরওয়ে আর সুইজারল্যান্ডে সমতা
৮৬ পয়েন্ট করে পেয়েছে নরওয়ে আর সুইজারল্যান্ড৷ ফলে দেশ দু’টি আছে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে৷
ছবি: EBU
একের হেরফেরে সাত থেকে দশ
সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দশ দেশের তালিকায় সপ্তম থেকে দশম স্থানে আছে যথাক্রমে সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, লুক্সেমবুর্গ এবং ক্যানাডা৷ সপ্তম থেকে দশম, অষ্টম, নবম ও দশমে মাত্র এক পয়েন্ট করে ব্যবধান৷ সিঙ্গাপুরের ৮৪, নেদারল্যান্ডসের ৮৩, লুক্সেমবুর্গের ৮২ এবং ক্যানাডার পয়েন্ট ৮১৷
ছবি: picture-alliance/dpa/M. Antonisse
12 ছবি1 | 12
বাংলাদেশে দুর্নীতি কমাতে সচেতনতা সৃষ্টির দিকেও গুরুত্ব দিতে চান এই সরকারি কর্মকর্তা৷ তিনি জানান, আইন প্রয়োগ করে বা আইনকে চাপিয়ে দিয়ে দুর্নীতি দমন করা যাবে না৷ ‘‘ব্যক্তি ইচ্ছা, ব্যক্তি আচরণ, পারিবারিক মূল্যবোধ এবং সবচেয়ে হলো নিজের ভেতরের আত্মসুদ্ধি, সেটা যখন আমরা আনতে পারবো, দুর্নীতি কমে যাবে'', বলেন তিনি৷
মুনীর চৌধুরীর কাছে আপনি কি কিছু জানতে চান? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷