1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইন-শৃঙ্খলার অভাবেই কি পশ্চিমবঙ্গে সহিংসতা?

৭ মে ২০২২

ধর্ষণ, খুন থেকে সংঘর্ষ৷ সম্প্রতি একের পর এক ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ৷ বঙ্গ বিজেপি রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছে বারবার৷ যদিও খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় নেতৃত্বকে বার্তা দিয়েছেন, তা সম্ভব নয়৷

Indien - Westbengalen - Demo
ছবি: Payel Samanta/DW

পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা বরাবরই সরব৷ সাম্প্রতিক সময়ের একাধিক ঘটনায় সেই রব আরো উচ্চগ্রামে পৌঁছেছে৷ রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যা, হাঁসখালিতে কিশোরীকে ধর্ষণের পর মৃত্যু সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে৷ এ ছাড়াও বেশ কয়েকটি খুন ও ধর্ষণ পরপর ঘটে যাওয়ায় এ নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত৷ একাধিক ঘটনার নেপথ্যে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের নাম উঠে আসায় রাজ্য সরকারকে বরখাস্ত করার দাবি উঠেছে৷

জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে, ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজ্যে খুন, ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা অনেকটাই বেড়েছো৷ যদিও প্রশাসন পাল্টা দাবি করছে, সার্বিকভাবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল৷ কয়েকটি ঘটনার ক্ষেত্রে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে৷ কিন্তু ভাইরাল ভিডিওর দৌলতে সম্প্রতি একাধিক খুনের ছবি ধরা পড়ায় শিউরে উঠছে সাধারণ মানুষ৷

বগটুইয়ে তৃণমূল নেতা ভাদু শেখ, পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের খুনের দৃশ্যের থেকেও ভয়াবহ ছবি উঠে এসেছে মুর্শিদাবাদের বহরমপুর থেকে৷ এ নিয়ে আইন-শৃঙ্খলার প্রশ্নটি তোলা হচ্ছে আরো জোরালোভাবে৷

বহরমপুরে কম্পিউটার সায়েন্সের মেধাবী ছাত্রের বিরুদ্ধে প্রেমিকাকে খুনের অভিযোগ৷ ভিডিওতে দেখা যায়, ছাত্র সুশান্ত চৌধুরী প্রকাশ্যে ছুরি হাতে উন্মত্ত ভাবে কোপাচ্ছে নিজের প্রেমিকাকে৷ খুনের সময় কয়েকজনের সঙ্গে কথাও বলছে সে৷ এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত৷ এর বিরুদ্ধে মোমবাতি মিছিল করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷ প্রতিবাদ মিছিল করে এআইডিএসও৷ অধীরের মন্তব্য, ‘‘রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোথায় এসে পৌঁছলে এভাবে প্রকাশ্যে খুন করা সম্ভব!’’

‘ভোগবাদী সমাজব্যবস্থা এর জন্য দায়ী’

This browser does not support the audio element.

ভোট পরবর্তী হিংসায় বহু কর্মী খুন হয়েছেন বরে অভিযোগ বিজেপির৷ শুক্রবার কলকাতার কাশীপুরে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগে হয়ে গিয়েছে তুলকালাম৷ এই সময় রাজ্যে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রিপোর্ট তলব করেছেন রাজ্যের কাছে৷ রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ফের রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছেন বঙ্গে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও আগে একই দাবি জানিয়েছেন কেন্দ্রের কাছে৷ তবে সূত্রের খবর, শুক্রবার বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকে অমিত শাহ এই দাবি খারিজই করে দিয়েছেন৷ তাঁর বার্তা, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে সরাতে হবে তৃণমূলকে৷ পর্যবেক্ষকদের মতে, গত বছর বিপুল ভোটে বিধানসভা নির্বাচনে জিতে আসা তৃণমূলকে সরানোর ঝুঁকি নিতে চায় না কেন্দ্র৷

এদিকে খুন-ধর্ষণকে শুধু আইন-শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখতে রাজি নন অনেক বিশেষজ্ঞই৷ নদিয়ার পলাশিপাড়ায় একই পরিবারের তিন জনকে নৃশংসভাবে খুনের ঘটনায় উঠে আসছে প্রেমের সম্পর্কের কথা৷ আবার কোথাও ধর্ষণের অভিযোগ উঠেছে নাবালকের বিরুদ্ধে৷ শুধু পুলিশি ব্যবস্থা জোরদার করে কি এর মোকাবিলা সম্ভব? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রধান সুহৃতা সাহা ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের চারপাশে হিংসার ছড়াছড়ি৷ প্রকাশ্যে হিংসার উদযাপন করা হচ্ছে৷ এমনকি গণমাধ্যমে যেভাবে হিংসা ক্রমাগত দেখানো হচ্ছে, তাতে মানুষের মনে যে স্টিগমা ছিল, তা দূরে সরে যাচ্ছে৷ হিংসা এখন মানুষের জীবনে প্রতিদিনের মতো স্বাভাবিক৷’’

খুনের পরও সুশান্ত লাথি মেরেছে প্রেমিকা সুতপার শরীরে৷ কেন এই ঘৃণা? ওই ছাত্রীর বিয়ে অন্যত্র ঠিক হয়েছিল৷ সাহিত্যিক-সম্পাদক জয়ন্ত দে বলেন, ‘‘ভোগবাদী সমাজব্যবস্থা এ জন্য দায়ী৷ মানুষ শুধু পেতেই চায়৷ নিজে না পেলে কেউ যেন না পায়, সেটাই চায়৷ বহরমপুরের ঘটনা তারই পরিণতি৷ শুধু আমাদের দেশে নয়, এটা পৃথিবী জুড়ে চলছে৷’’

এ জন্য যুব সমাজকে দায়ী করতে রাজি নন লেখক চন্দ্রিল ভট্টাচার্য৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘গতি এসেছে আমাদের জীবনে, ভালর সঙ্গে কিছু খারাপ জিনিসও এসেছে৷ অভিভাবকদের দায়িত্ব হলো ভাল জিনিসটির সঙ্গে সন্তানদের অভ্যস্ত করে তোলা৷ তাঁরা সেই দায়িত্ব পালন করতে না পারলে এমন ঘটনা ঘটবে৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ