স্টেডিয়ামে কৃষক আন্দোলন ঢুকে পড়তে পারে, তাই পাঞ্জাবে খেলা রাখতে চাইছে না আইপিএল কমিটি।
বিজ্ঞাপন
আসন্ন আইপিএল নিয়ে নতুন বিতর্ক দানা বাঁধলো। পাঞ্জাবের মোহালি স্টেডিয়ামে খেলা হবে কি না, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আইপিএল কমিটি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেখানে খেলা রাখতে চাইছে না। কারণ, কৃষক আন্দোলনের প্রভাব আইপিএলেরস্টেডিয়ামেও ঢুকে পড়তে পারে বলে ভয় পাচ্ছেন কর্তারা।
দিল্লি সীমানায় কৃষক আন্দোলন শুক্রবার একশ দিনে পড়েছে। কৃষকরা জানিয়ে দিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত সীমানা ছেড়ে তারা উঠবেন না। এই আন্দোলনের নেতৃত্বে আছে পাঞ্জাবের একাধিক কৃষক সংগঠন। পাঞ্জাবের বড় অংশের মানুষও এই আন্দোলনকে সমর্থন করছেন। এই পরিস্থিতিতে পাঞ্জাবের মোহালি ক্রিকেট গ্রাউন্ডে খেলা ফেললে সেখানে দর্শকরা কৃষক বিক্ষোভের সমর্থনে প্রচার চালাতে পারেন বলে আইপিএল কমিটি এবং বিসিসিআই মনে করছে। ফলে পাঞ্জাবে খেলা না রাখার সিদ্ধান্ত হতে পারে। কর্মকর্তাদের বক্তব্য, স্টেডিয়ামে আন্দোলন হলে ক্রিকেট থেকে সংবাদমাধ্যম এবং অন্য দর্শকদের ফোকাস ঘুরে যাবে। তারা তা হতে দিতে চান না।
আইপিএলের নিলামে কোন ক্রিকেটারের কত দাম
২০২১ সালের আইপিএল নিলামেও ছিল টান টান উত্তেজনা। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সে।
ছবি: Getty Images/AFP/S. Sukumar
সবচেয়ে দামি
দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস যে নিলামে চমক দেবেন তা আগে ভাবা যায়নি। মরিসই সবচেয়ে দামি ক্রিকেটার হলেন। ১৬ কোটি ২৫ লাখ টাকা দিয়ে রাজস্থান রয়্যালস কিনল তাকে। তাদের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের দীর্ঘক্ষণ দরাদরি চলে। গত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন মরিস। ছবিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নেয়ার পর ক্রিস মরিসের উচ্ছ্বাস।
ছবি: Getty Images/AFP/L. Parnaby
সাকিব আবার নাইট রাইডার্সে
বাংলাদেশের সাকিব আল হাসান আবার কলকাতা নাইট রাইডার্সে খেলবেন। তিন কোটি ২০ লাখ টাকায় সাকিবকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
ছবি: Munir Uz zaman/AFP
রাজস্থান রয়্যালসে মুস্তাফিজুর
বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনল রাজস্থান রয়্যালস। এক কোটি টাকা দিয়ে ফিজকে কিনেছে তারা।
ছবি: Getty Images/A. Davidson
গ্লেন ম্যাক্সওয়েল বেঙ্গালুরুতে
গ্লেন ম্যাক্সওয়েলকে নিতে যে বেশ কয়েকটি দল ঝাঁপাবে, তা প্রত্যাশিত ছিল। বাস্তবে হলোও তাই। শেষ পর্যন্ত বেঙ্গালুরু তাঁকে ১৪ কোটি ২৫ লাখ টাকা দিয়ে কিনে নিল।
ছবি: Imago Images/Colorsport/A. Western
স্টিভ স্মিথের দাম উঠল না
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের দাম বেশি উঠল না। তাঁর বেস প্রাইস ছিল দুই কোটি। তাঁকে দুই কোটি ২০ লাখ টাকায় কিনে নিয়েছে দিল্লি।
ছবি: Getty Images/AFP/L. Parnaby
ভালো দাম পেলেন যাঁরা
ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলিকে চেন্নাই সুপার কিংস কিনেছে সাত কোটি টাকা দিয়ে। একটাও আইপিএল ম্যাচ না খেলা কৃষ্ণাপ্পা গৌতমকে চেন্নাই কিনেছে নয় কোটি ২৫ লাখ টাকা দিয়ে। এটা একটা রেকর্ড। কিংস ইলেভেন পাঞ্জাব আবার রিচার্ডসনকে কিনেছে ১৪ কোটি দিয়ে। কাইল জেমিসনকে বেঙ্গালুরু কিনেছে ১৪ কোটি টাকায়।
ছবি: Reuters/P. Childs
হরভজন কলকাতায়, পূজারা চেন্নাইতে
হরভজন সিং-কে কিনল কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি টাকা দিয়ে। আর ৫০ লাখে চেতেশ্বর পূজারাকে কিনল চেন্নাই। বেশ কয়েক বছর পর পূজারাকে আবার আইপিএলে দেখা যাবে।
ছবি: AP
যাঁরা দল পেলেন
পীযূষ চাওলা দল পেলেন। তাঁকে দুই কোটি ৪০ লাখে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। শচিনের ছেলে অর্জুন টেন্ডুলকরকেও ২০ লাখ টাকায় কিনেছে তারা। উমেশ যাদবকে দিল্লি কিনেছে এক কোটি টাকায়।
ছবি: AP
যাঁদের কিনল না কোনো দল
নিলামে অনেক ক্রিকেটারকেই কোনো দল কিনল না। যেমন, অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে অসাধারণ লড়াই করে হার বাঁচানো ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারীও দল পাননি। কুশল পেরেরা, শন মার্শ, ড্যারেন ব্রাভো, ম্যাথু ওয়েড সহ প্রচুর ক্রিকেটারকে নিয়ে কোনো দল উৎসাহ দেখায়নি। ছবিতে ফিঞ্চকে দেখা যাচ্ছে৷
ছবি: Getty Images/AFP/S. Khan
9 ছবি1 | 9
মুম্বইয়ে খেলার বিষয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। মহারাষ্ট্রে গত কয়েক সপ্তাহে করোনার সংক্রমণ লাফিয়ে বেড়েছে। পরিস্থিতি এমনই যে নতুন করে কয়েকটি জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। মুম্বইয়েও লকডাউন হতে পারে বলে স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এই পরিস্থিতিতে মুম্বইয়ে খেলা ফেলতে চাইছে না আইপিএল কমিটি।
একাধিক রাজ্যে ভোটের কথাও মাথায় রাখতে হচ্ছে। সব মিলিয়ে স্টেডিয়াম ঠিক করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তাদের। এ দিকে পাঞ্জাব প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। তিনি বলেছেন, যে অজুহাতে মোহালিতে খেলা দিতে চাইছেন না কর্তৃপক্ষ, তা হাস্যকর। কিংস ইলেভেন পাঞ্জাবের কর্মকর্তারাও এ বিষয়ে মুখ খুলেছেন। তারাও পাঞ্জাবে খেলা দেওয়ার পক্ষে সওয়াল করেছেন।
হায়দ্রাবাদেও আইপিএল ম্যাচ দেয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। স্থানীয় মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, হায়দ্রাবাদে কোনো আইপিএল ম্যাচ দেয়া হবে না। তারপর পুরমন্ত্রী কে টি রাম রাও বলেছেন, হায়দ্রাবাদ যেন কোনোভাবে বঞ্চিত না হয়। এখানে করোনা পরিস্থিতির খুব ভালোভাবে মোকাবিলা করা হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের সমর্থকরাও খেলা দেখতে চাইছেন। তবে হায়দ্রাবাদে খেলা হবে কি না, তা চূড়ান্ত সূচি প্রকাশ হওয়ার পরেই জানা যাবে।