1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএলের দ্বিতীয় পর্বে নেই সাকিব, মুস্তাফিজুর

১ জুন ২০২১

দ্বিতীয় পর্বে আইপিএল হওয়ার কথা আরব আমিরাতে। কিন্তু খেলবেন না একাধিক তারকা ক্রিকেটার।

সাকিব আল হাসান
ছবি: Farjana Khan Godhuly/AFP/Getty Images

করোনার জন্য মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। আইপিএল কমিটি এবং ভারতীয় বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় দফায় অসমাপ্ত আইপিএল শেষ করা হবে আরব আমিরাতে। কিন্তু সেখানে পাওয়া যাবে না বহু খেলোয়াড়কে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে সাকিব এবং মুস্তাফিজুরকে আইপিএল-এর জন্য ছাড়া হবে না।

কলকাতা নাইট রাইডার্সের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। এর আগে কেকেআর এর আরো বেশ কিছু খেলোয়াড় জানিয়েছেন, দ্বিতীয় দফার আইপিএলে তারা আসতে পারবেন না। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, চলতি বছরেই টি২০ বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের একাধিক সফর আছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে কোনো ভাবেই সাকিব এবং মুস্তাফিজুরকে ছাড়া যাবে না। মুস্তাফিজুর খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে।

প্যাট কামিন্সও আইপিএল পরবর্তী দফায় খেলবেন না বলে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছেন। নাইট রাইডার্সের অধিনায়ক অইন মর্গ্যানেরও খেলতে আসার সম্ভাবনা নেই। ইংল্যান্ডের ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংশয় আছে। অস্ট্রেলিয়ার কতজনকে পাওয়া যাবে তা নিয়েও প্রশ্ন উঠেছে্। ফলে দ্বিতীয় পর্বে আইপিএল হলেও তা অত্যন্ত ম্যাড়ম্যাড়ে হবে বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। আরো একটি প্রশ্ন উঠছে। আইপিএল খেলার জন্য ক্রিকেটারদের যে টাকা দেওয়া হয়েছিল, দ্বিতীয় পর্বে খেলতে না পারলে তারা কি সেই টাকা পাবেন? এ বিষয়ে বোর্ড কিছু না জানালেও বিশেষজ্ঞদের বক্তব্য, টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়।

আগামী ১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে আইপিএল-এর দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা। সব ঠিক থাকলে ফাইনাল হতে পারে ১০ অক্টোবর।

এসজি/জিএইচ (পিটিআই, আনন্দবাজার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ