দ্বিতীয় পর্বে আইপিএল হওয়ার কথা আরব আমিরাতে। কিন্তু খেলবেন না একাধিক তারকা ক্রিকেটার।
বিজ্ঞাপন
করোনার জন্য মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। আইপিএল কমিটি এবং ভারতীয় বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় দফায় অসমাপ্ত আইপিএল শেষ করা হবে আরব আমিরাতে। কিন্তু সেখানে পাওয়া যাবে না বহু খেলোয়াড়কে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে সাকিব এবং মুস্তাফিজুরকে আইপিএল-এর জন্য ছাড়া হবে না।
আইপিএলের নিলামে কোন ক্রিকেটারের কত দাম
২০২১ সালের আইপিএল নিলামেও ছিল টান টান উত্তেজনা। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সে।
ছবি: Getty Images/AFP/S. Sukumar
সবচেয়ে দামি
দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস যে নিলামে চমক দেবেন তা আগে ভাবা যায়নি। মরিসই সবচেয়ে দামি ক্রিকেটার হলেন। ১৬ কোটি ২৫ লাখ টাকা দিয়ে রাজস্থান রয়্যালস কিনল তাকে। তাদের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের দীর্ঘক্ষণ দরাদরি চলে। গত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন মরিস। ছবিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নেয়ার পর ক্রিস মরিসের উচ্ছ্বাস।
ছবি: Getty Images/AFP/L. Parnaby
সাকিব আবার নাইট রাইডার্সে
বাংলাদেশের সাকিব আল হাসান আবার কলকাতা নাইট রাইডার্সে খেলবেন। তিন কোটি ২০ লাখ টাকায় সাকিবকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
ছবি: Munir Uz zaman/AFP
রাজস্থান রয়্যালসে মুস্তাফিজুর
বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনল রাজস্থান রয়্যালস। এক কোটি টাকা দিয়ে ফিজকে কিনেছে তারা।
ছবি: Getty Images/A. Davidson
গ্লেন ম্যাক্সওয়েল বেঙ্গালুরুতে
গ্লেন ম্যাক্সওয়েলকে নিতে যে বেশ কয়েকটি দল ঝাঁপাবে, তা প্রত্যাশিত ছিল। বাস্তবে হলোও তাই। শেষ পর্যন্ত বেঙ্গালুরু তাঁকে ১৪ কোটি ২৫ লাখ টাকা দিয়ে কিনে নিল।
ছবি: Imago Images/Colorsport/A. Western
স্টিভ স্মিথের দাম উঠল না
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের দাম বেশি উঠল না। তাঁর বেস প্রাইস ছিল দুই কোটি। তাঁকে দুই কোটি ২০ লাখ টাকায় কিনে নিয়েছে দিল্লি।
ছবি: Getty Images/AFP/L. Parnaby
ভালো দাম পেলেন যাঁরা
ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলিকে চেন্নাই সুপার কিংস কিনেছে সাত কোটি টাকা দিয়ে। একটাও আইপিএল ম্যাচ না খেলা কৃষ্ণাপ্পা গৌতমকে চেন্নাই কিনেছে নয় কোটি ২৫ লাখ টাকা দিয়ে। এটা একটা রেকর্ড। কিংস ইলেভেন পাঞ্জাব আবার রিচার্ডসনকে কিনেছে ১৪ কোটি দিয়ে। কাইল জেমিসনকে বেঙ্গালুরু কিনেছে ১৪ কোটি টাকায়।
ছবি: Reuters/P. Childs
হরভজন কলকাতায়, পূজারা চেন্নাইতে
হরভজন সিং-কে কিনল কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি টাকা দিয়ে। আর ৫০ লাখে চেতেশ্বর পূজারাকে কিনল চেন্নাই। বেশ কয়েক বছর পর পূজারাকে আবার আইপিএলে দেখা যাবে।
ছবি: AP
যাঁরা দল পেলেন
পীযূষ চাওলা দল পেলেন। তাঁকে দুই কোটি ৪০ লাখে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। শচিনের ছেলে অর্জুন টেন্ডুলকরকেও ২০ লাখ টাকায় কিনেছে তারা। উমেশ যাদবকে দিল্লি কিনেছে এক কোটি টাকায়।
ছবি: AP
যাঁদের কিনল না কোনো দল
নিলামে অনেক ক্রিকেটারকেই কোনো দল কিনল না। যেমন, অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে অসাধারণ লড়াই করে হার বাঁচানো ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারীও দল পাননি। কুশল পেরেরা, শন মার্শ, ড্যারেন ব্রাভো, ম্যাথু ওয়েড সহ প্রচুর ক্রিকেটারকে নিয়ে কোনো দল উৎসাহ দেখায়নি। ছবিতে ফিঞ্চকে দেখা যাচ্ছে৷
ছবি: Getty Images/AFP/S. Khan
9 ছবি1 | 9
কলকাতা নাইট রাইডার্সের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। এর আগে কেকেআর এর আরো বেশ কিছু খেলোয়াড় জানিয়েছেন, দ্বিতীয় দফার আইপিএলে তারা আসতে পারবেন না। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, চলতি বছরেই টি২০ বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের একাধিক সফর আছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে কোনো ভাবেই সাকিব এবং মুস্তাফিজুরকে ছাড়া যাবে না। মুস্তাফিজুর খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে।
প্যাট কামিন্সও আইপিএল পরবর্তী দফায় খেলবেন না বলে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছেন। নাইট রাইডার্সের অধিনায়ক অইন মর্গ্যানেরও খেলতে আসার সম্ভাবনা নেই। ইংল্যান্ডের ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংশয় আছে। অস্ট্রেলিয়ার কতজনকে পাওয়া যাবে তা নিয়েও প্রশ্ন উঠেছে্। ফলে দ্বিতীয় পর্বে আইপিএল হলেও তা অত্যন্ত ম্যাড়ম্যাড়ে হবে বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। আরো একটি প্রশ্ন উঠছে। আইপিএল খেলার জন্য ক্রিকেটারদের যে টাকা দেওয়া হয়েছিল, দ্বিতীয় পর্বে খেলতে না পারলে তারা কি সেই টাকা পাবেন? এ বিষয়ে বোর্ড কিছু না জানালেও বিশেষজ্ঞদের বক্তব্য, টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
আগামী ১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে আইপিএল-এর দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা। সব ঠিক থাকলে ফাইনাল হতে পারে ১০ অক্টোবর।