আইপিএলের বদলে জাতীয় দলে খেলায় পুরস্কৃত সাকিব, তাসকিন, লিটন
৩ জুলাই ২০২৩
ভারতের লোভনীয় ক্রিকেট লীগ আইপিএল-এ যোগ না দিয়ে জাতীয় দলের সঙ্গে থাকায় তিনি সিনিয়র ক্রিকেটারকে ৬৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷
বিজ্ঞাপন
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এই বিষয়ে বলেন, ‘‘এটা আমাদের পক্ষ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র৷'' সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং লিটন দাসের মধ্যে পুরস্কারের অর্থ তিনভাগে ভাগ করে দেয়া হবে৷
জালাল অবশ্য জানিয়েছেন যে, খেলোয়াড়রা এরকম কিছু দাবি করেনি৷ তবে বোর্ড মনে করেছে যে, প্রতিশ্রুতির জন্য পুরোটা না হলেও আংশিকভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত, জানান তিনি৷
১৯৯৭ সালে ওডিআই স্ট্যাটাস ও ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ৷ ছবিঘরে গত ২৫ বছরে বাংলাদেশের ক্রিকেটের স্মরণীয় ১০ ঘটনার উল্লেখ থাকছে৷
ছবি: AFP/M. Spatari
বিশ্বকে জানান দেয়া
আইসিসি ট্রফি হাতে আকরাম খান৷ এর মাধ্যমে বিশ্বকে নিজেদের কথা জানান দিয়েছিল বাংলাদেশ৷ ১৯৯৭ সালের ১৩ এপ্রিল কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠে ফাইনালে কেনিয়াকে হারিয়ে এই শিরোপা জিতেছিল টাইগাররা৷ সেমিফাইনালে জয়ের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ নিশ্চিত করেছিল বাংলাদেশ৷ তারপরও ফাইনালে জিততে মরিয়া ছিলেন আকরামরা৷ এই জয়ে পুরো দেশ উৎসবে মেতে উঠেছিল৷ ১৯৯৭ সালেই ওডিআই স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ৷
ছবি: picture-alliance/AP Photo/Bernama
প্রথম ওডিআই জয়
১৯৯৮ সালের ১৭ মে ভারতে অনুষ্ঠিত কোকাকোলা ত্রিদেশীয় সিরিজের খেলায় কেনিয়াকে ছয় উইকেটে হারিয়েছিল বাংলাদেশ৷ এটিই ছিল টাইগারদের প্রথম ওডিআই জয়৷ ২২ ম্যাচ পর এই জয় পায় বাংলাদেশ৷ কেনিয়ার ২৩৬ রানের জবাবে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ৷ ব্যাট হাতে ৭৭ রান আর বোলিংয়ে তিন উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন রফিক৷ ছবিতে ২০০৬ সালে বাংলাদেশ-কেনিয়া ম্যাচের দৃশ্য দেখা যাচ্ছে৷
ছবি: Farjana K. Godhuly/AFP
প্রথম বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়
১৯৯৯ সালে প্রথমবারের মতো একদিনের বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ৷ তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছিলেন আকরাম খানরা৷ বাংলাদেশের ২২৩ রানের জবাব দিতে গিয়ে ১৬১ রানে থেমে গিয়েছিল পাকিস্তানের ইনিংস৷ ২৭ রানের পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন৷
ছবি: Getty Images/AFP/M. Hayhow
টেস্ট স্ট্যাটাস ও প্রথম টেস্টে প্রথম শতক
২০০০ সালে টেস্ট খেলার অনুমতি পেয়েছিল বাংলাদেশ৷ এরপর নভেম্বরে ঢাকায় ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিল টাইগাররা৷ ভারত টেস্টটি ৯ উইকেটে জিতেছিল৷ বাংলাদেশের প্রথম ইনিংসে আমিনুল ইসলাম বুলবুল করেছিলেন ১৪৫ রান৷ ছবিতে বুলবুলকে শতক উদযাপন করতে দেখা যাচ্ছে৷
ছবি: JEWEL SAMAD/AFP
প্রথম টেস্ট জয়
৩৫তম টেস্টে গিয়ে প্রথম জয় পায় বাংলাদেশ৷ ২০০৫ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত ঐ টেস্টে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়েছিল টাইগাররা৷ প্রথম ইনিংসে ৪৮৮ রান করেছিল বাংলাদেশ৷ হাবিবুল বাশার ৯৪, রাজিন সালেহ ৮৯ ও রফিক ৬৯ রান করেছিলেন৷ জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৩১২ রান করেছিল৷ দ্বিতীয় ইনিংসে টাইগাররা ২০৪ রান তুলে ইনিংস ঘোষণা করে৷ জবাবে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস৷
ছবি: Getty Images/AFP/F. K. Godhuly
প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন
২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করেছিল বাংলাদেশ৷ গ্রুপ পর্বের ছয়টি খেলার মধ্যে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছিলেন টাইগাররা৷ অবশ্য তাতে পরের রাউন্ডে যাওয়া সম্ভব হয়নি৷ ছবিতে ঢাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে টাইগার অধিনায়ক সাকিবকে দেখা যাচ্ছে৷
ছবি: Prakash Singh/AFP
প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ওঠা ও হারা
২০১২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ৷ প্রথমবারের মতো ঐ প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল টাইগাররা৷ প্রতিপক্ষ ছিল পাকিস্তান৷ ম্যাচটি মাত্র দুই রানে হেরে গেয়েছিল বাংলাদেশ৷ এরপর কান্নায় ভেঙে পড়েছিলেন সাকিব, মুশফিকরা৷ ছবিতে ম্যাচ শেষে পাকিস্তানিদের জয় উদযাপন করতে দেখা যাচ্ছে৷
ছবি: MUNIR UZ ZAMAN/AFP
সেরা বিশ্বকাপ
২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে (কোয়ার্টার ফাইনাল) উঠেছিল বাংলাদেশ৷ গ্রুপ পর্বে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়েছিল টাইগাররা৷ রিয়াদের ১০৩ রানের সুবাদে বাংলাদেশ করেছিল ২৭৫ রান৷ ছবিতে ইংলিশ ব্যাটসম্যান জেমস টেলরকে আউট করার পর টাইগারদের উল্লাস করতে দেখা যাচ্ছে৷ নকআউট পর্বে ভারতের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ৷
ছবি: Saeed Khan/AFP
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়
২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ৷ সেটিই ছিল প্রথমবারের মতো আইসিসির বিশ্ব আসরে বাংলাদেশের কোনো শিরোপা জয়৷ ফাইনালে ভারতের যুবাদের হারিয়েছিলেন আকবর আলীরা৷
ছবি: AFP/M. Spatari
মেয়েদের প্রথম এশিয়া কাপ জয়
২০১৮ সালে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ৷ ভারতকে ফাইনালে তিন উইকেটে হারিয়েছিলেন সালমারা৷ ভারত প্রথমে ব্যাট করে ১১২ রান তুলেছিল৷ এরপর শেষ বলে জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ৷ ছবিতে এ বছরের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের দেখা যাচ্ছে৷
ছবি: Michael Bradly/AFP
10 ছবি1 | 10
তিনি বলেন, ‘‘আমরা বিশ্বাস করি যে জাতীয় দলের হয়ে খেলাটা শর্ত ছাড়াই হওয়া উচিত৷ তবে আমাদের বোর্ড প্রত্যেকটি ঘটনা আলাদা-আলাদাভাবে বিবেচনা করে এবং খেলোয়াড়দের ভালোটা দেখাও আমাদের কাছে অগ্রাধিকার পায়৷''
সাকিব আল হাসান এবছর আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স-এ খেলার সুযোগ পেলেও জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে অংশ নিতে নিজেকে সেখান থেকে প্রত্যাহার করে নেন৷
ঢাকায় গত এপ্রিলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শেষ না হওয়া অবধি বিসিবিও সাকিব এবং লিটনকে সেখানে খেলতে যেতে অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল৷
লিটন সেই টেস্টের পর নাইট রাইডার্সের হয়ে আইপিএল-এ প্রথমবার খেলতে গেলেও এক ম্যাচ পর ঘরে ফিরে আসেন৷
তাসকিন আইপিএল-এর নিলামে কোনো দল না পেলেও জালাল জানিয়েছেন যে তাকে পরবর্তীতে আহত এক খেলোয়াড়ের পরিবর্তে লিগে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল৷
শুধু মুস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি হিসেবে চলতি বছরের আইপিএল সিজনে খেলেছেন৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে দুটো ম্যাচে অংশ নেয়ার সুযোগ পান তিনি৷