1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএলে কত টাকা পান আম্পায়াররা?

৫ এপ্রিল ২০২৩

আইপিএল খেলে ক্রিকেটাররা যে বিপুল অর্থ পান তাই নয়, ম্যাচ পরিচালনা করে আম্পায়াররাও কম রোজগার করেন না।

ছবি: R. Parthibhan/AP/picture alliance

আইপিএলের একটা ম্যাচ পরিচালনা করে এলিট গ্রুপে থাকা আম্পায়াররা এবার পাচ্ছেন এক লাখ ৯৮ হাজার টাকা। শুধু তাই নয়, তারা ১২ হাজার পাঁচশ টাকা করে ডেইলি অ্যালাওয়েন্স পান। এর মধ্যে তাদের যাতায়াত ও থাকার খরচ ধরা আছে। আইপিএলের ২০টি ম্য়াচ খেলালে তারা ৪০ লাখ টাকা রোজগার করতে পারেন।

আইপিএলে আম্পায়ারদের দুইভাগে ভাগ করা হয়েছে। এলিট আম্পায়ার। যাদের অভিজ্ঞতা প্রচুর। এছাড়া আছে ডেভলাপিং প্য়ানেল। এই প্যানেলে সেই সব আম্পায়ার থাকেন, যাদের অভিজ্ঞতা নেই বা খুব কম আছে।  ডেভলাপিং গ্রুপে থাকা আম্পায়াররা প্রতিটি ম্যাচ খেলিয়ে ৫৯ হাজার টাকা পান।

২০২৩-এর আইপিএলে এলিট  ও ডেভলাপিং গ্রুপের আম্পায়ারদের টাকা বাড়ানো হয়েছে।

এবার আইপিএলে আছেন তিনজন বিদেশি আম্পায়ার। ছবি: R. Parthibhan/AP/picture alliance

কতজন আম্পায়ার?

এবার আইপিএল কেলাবেন ১২জন ভারতীয় ও তিনজন বিদেশি আম্পায়ার। এই আম্পায়াররা শুধু যে ম্যাচ ফি পান তাই নয়, তারা স্পনসরারদের কাছ থেকে বোনাসও পান। গতবার প্রত্য়েক আম্পায়ার সাত লাখ ৩৩ হাজার টাকা বোনাসও পেয়েছিলেন। এবারও একই স্পনসর থাকায় তারা অন্তত একই পরিমাণ অর্থ বোনাস হিসাবে পাবেন বলে ধরা হচ্ছে।

জিএইচ/এসজি(স্পোর্টেস্ট ডট কম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ