কেকেআরে সুযোগ পেলেন লিটন দাস, কিন্তু প্রথম ম্যাচে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
ব্যাট হাতে চার রান, একটা ক্যাচ মিস এবং দুইটি স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করা। এই হলো সংক্ষেপে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে লিটন দাসের অবদান।
কেকেআর এবার বাংলাদেশ থেকে দুইজন ক্রিকেটারকে নিয়েছিল। সাকিব আল হাসান এবং লিটন দাস। সাকিব আইপিএল খেলতে ভারতে আসেননি। লিটন এসেছেন। আসার আগে তার পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো।
কলকাতায় আসার পর কয়েকটা ম্যাচে সুযোগ পাননি লিটন। কিন্তু দিল্লির বিরুদ্ধে সুয়োগ পেয়েও চূড়ান্ত ব্যর্থ হলেন। এবার আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণ করার প্রথম সুযোগ হাতছাড়া করলেন তিনি।
পাঁচটি হারের পর জয়
বৃহস্পতিবার দিল্লির কাছে হেরেছে কেকেআর। পরপর পাঁচটি ম্যাচ হারার পর দিল্লি এবারের মরসুমে প্রথম জয় পেল।
কলকাতার ব্যাটারদের মধ্যে একমাত্র জেসন রয় ছাড়া কেউ রান পাননি। অধিনায়ক নীতীশ রানা, পাঁচ ছক্কা মেরে দলকে আগে জেতানো রিঙ্কু সিং, গত ম্যাচে শতরান করা ভেঙ্কটেশ নায়ার কেউই রান পাননি। আন্দ্রে রাসেল শেষ ওভারে কয়েকটি ছক্কা মারলেও তার রান করার গতি ছিল মন্থর।
আইপিএল: পরপর তিন ম্যাচে শেষ বলে ফয়সালা
জমে উঠেছে আইপিএল। পরপর তিনদিন শেষ বলে ম্যাচের ফয়সালা হলো। কে জিতবে বা হারবে, তা আগে থেকে বলা যাচ্ছে না।
ছবি: R. Parthibhan/AP Photo/picture alliance
ধোনি পারলেন না
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পারলেন না। ১৭ বলে ৩২ রান করেও তিনি দলকে জেতাতে ব্যর্থ। শেষ ওভারে চেন্নাইয়ের জেতার জন্য দরকার ছিল ২১ রান। ব্যাট করছিলেন ধোনি ও জাদেজা। জিততে গেলে শেষ বলে ছয় মারার দরকার ছিল। ধোনি পারেননি। তার আগে বেশ কয়েকটা ছয় মারলেও তার দুইশতম ম্যাচে শেষ বলে ছয় মারতে ব্যর্থ ধোনি।
ছবি: Ajit Solanki/AP Photo/picture alliance
সন্দীপ শর্মার শেষ ওভার
রাজস্থানের বোলার সন্দীপ শর্মার শেষ ওভারে বল করেন। শেষ দুইটি বল সন্দীপ ওয়াইড ইয়র্কার দেন। তাতে চার বা ছয় মারতে পারেননি ধোনি ও জাদেজা।
ছবি: R. Parthibhan/AP Photo/picture alliance
শেষ বলে ফয়সালা
এই নিয়ে পরপর তিনটি ম্যাচের ফয়সালা হলো শেষ বলে। গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ওভারে শেষ পাঁচ বলে ছয় মেরে টিমকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। শেষ বল পর্যন্ত বোঝা যাচ্ছিল না কে জিতবে, কলকাতা না গুজরাট? উত্তেজনায় কাঁপছিল ইডেন গার্ডেনস। সেই ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু। মুম্বই ও দিল্লির ম্যাচেও শেষ বলে ফয়সালা হয়েছে। রাজস্থান রয়্যালস ও চেন্নাইয়ের ম্যাচও শেষ বল পর্যন্ত গড়ালো। ছবিতে রাজস্থানের বোলার জাম্পা।
ছবি: R. Parthibhan/AP Photo/picture alliance
নায়ক রিঙ্কু
কলকাতা ও গুজরাট ম্যাচের নায়ক হয়ে যান রিঙ্কু। উত্তরপ্রদেশের অত্যন্ত গরিব পরিবারের সন্তান এই রিঙ্কু শেষ পাঁচ বলে পাঁচটি ছয় মেরে রাতারাতি নায়ক হয়ে গেছেন। তাকে নিয়ে এখন লেখালেখির শেষ নেই।
ছবি: Bikas Das/AP/picture alliance
মুম্বই জিতলো শেষ বলে
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ানসও শেষ বলে জিতেছে। আইপিএলের একেবারে শেষে থাকা এই দুই দলের খেলাতেও প্রবল উত্তেজনা ছিল। শেষ বলে ফয়সালা সেই উত্তেজনা আরো বাড়িয়ে দেয়।
ছবি: Manish Swarup/AP Photo/picture alliance
মুস্তাফিজুর খেললেন
দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেন মুস্তাফিজুর। চার ওভার বল করে ৩৮ রান দিয়ে এক উইকেট নিয়েছেন তিনি। মুস্তাফিজুরই প্রথম বাংলাদেশি ক্রিকেটার, যিনি ২০২৩-এর আইপিএলে মঠে নামলেন। লিটন দাসও কলকাতার হয়ে খেলতে ভারতে চলে এসেছেন।
ছবি: Manish Swarup/AP Photo/picture alliance
রাজস্থান-চেন্নাই খেলাতেও
রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের খেলাও ছিল চরম উত্তেজনায় ভরা। কখনো মনে হয়েছে, রাজস্থান জিতবে। কখনো মনে হয়েছে চেন্নাই। টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠান ধোনি। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৭৫ রান করে রাজস্থান। চেন্নাই ২০ ওভারে ছয় উিকেট হারিয়ে ১৭২ রান করে। ছবিতে চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা ছয় মারছেন।
ছবি: R. Parthibhan/AP Photo/picture alliance
এক নম্বরে রাজস্থান
চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর আইপিএলের পয়েন্টস তালিকায় এক নম্বরে এখন রাজস্থান। তারা ও লখনউ চারটি ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে। কিন্তু রানের গড়ে এগিয়ে রাজস্থান। কলকাতা তিন নম্বরে। গতবারের চ্য়াম্পিয়ন গুজরাট চার নম্বরে।
ছবি: R. Parthibhan/AP Photo/picture alliance
একটাও ম্যাচ জেতেনি দিল্লি
দিল্লি ক্যাপিটালস চারটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে। একটাও জেতেনি। দলের সঙ্গে রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায় আছেন, তাও কেন হারছে দিল্লি? মঙ্গলবার ম্যাচের পর পন্টিং ও সৌরভ একান্তে কিছুক্ষণ আলোচনা করেছেন।
ছবি: Manish Swarup/AP Photo/picture alliance
উত্তেজনায় ভরপুর
২০২৩ সালের আইপিএল জমে গেছে। প্রায় প্রতিটি ম্যাচে উত্তেজনা থাকছে। ২১২ রান করেও হারতে হয়েছে দিল্লিকে। একেক ম্যাচে একেকজন প্লেয়ার অসাধারণ পারফর্ম করছেন। একটি ম্যাচে না জিতলেও দিল্লির অধিনায়ক ওয়ার্নার সবচেয়ে বেশি রান করেছেন।