1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএলে সব ম্যাচ হেরে মুম্বই শেষে

১৪ এপ্রিল ২০২২

চিত্তাকর্ষক হয়ে উঠেছে ২০২২-এর আইপিএল। পাঁচবার খেতাব জেতা মুম্বই পাঁচটি ম্যাচের একটিও জেতেনি। চেন্নাই একটিতে জিতেছে।

মুম্বই ইন্ডিয়ান্স এখনো পর্যন্ত একটা ম্যাচেও জেতেনি। ছবি: PUNIT PARANJPE/AFP

মুম্বই ইন্ডিয়ান্সের এতটা খারাপ অবস্থা আগে কখনো হয়নি। প্রথম চারটি টিমের মধ্যে থাকা দূরস্থান, তারা পাঁচটি ম্যাচ খেলেছে, পাঁচটিতেই হেরেছে।  বুধবারও পাঞ্জাব কিংসের কাছে হার মানতে হয়েছে রোহিত শর্মার মুম্বইকে। পাঁচবার আইপিএল জেতা মুম্বই কবে জয় পাবে, তা নিয়ে সমর্থকরা চিন্তায়। কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরুর কাছেও হেরেছে মুম্বই।

অথচ দলে ভারতের অধিনায়ক রোহিত শর্মার মতো প্লেয়ার আছে। ইশান কিশনকে বিপুল অর্থ দিয়ে কিনেছে মুম্বই। শিবম দুবে খুবই প্রতিশ্রুতিমান ক্রিকেটার। তার সঙ্গে পোলার্ড, বুমরা, জোফ্রা আর্চার আছেন। শচিন তেন্ডুলকর হলেন দলের মেন্টর। তিনি সব ম্যাচে থাকছেন তাই নয়, নেটে ব্যাটারদের ভুল ধরিয়ে দিচ্ছেন। সেই সঙ্গে জাহির খান, রবিন সিং, মাহেলা জয়বর্ধনে আছেন। স্টেডিয়ামে দেখা যাচ্ছে নীতা আম্বানিকেও। তা সত্ত্বেও একের পর এক ম্যাচ হারছে মুম্বই।

মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের অবস্থাও খারাপ। ধোনি এবার অধিনায়ক নন। নতুন অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে মাঝেমধ্যে মাঠে দেখে মনে যাচ্ছে, ধোনিই টিম চালাচ্ছেন। একমাত্র বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতেছে চেন্নাই। বাকি তিন ম্যাচ তারা হেরেছে।

চেন্নাই সুপার কিংস এখনো পর্যন্ত জিতেছে একটি ম্যাচে। ছবি: INDRANIL MUKHERJEE/AFP

কে কোথায় দাঁড়িয়ে

পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রাজস্থান রয়্যালস। চারটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ছয়। দ্বিতীয় স্থানে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ার এবার কেকেআরের অধিনায়ক। তার নেতৃত্বে পাঁচ ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে কেকেআর। পাঞ্জাব কিংস, বেঙ্গালুরু এবং নতুন দল লখনউ সুপার জায়েন্টসও পাঁচটি করে ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে। আরেকটি নতুন দল গুজরাট লায়নস চারটি ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে।

দিল্লি ক্যাপিটাল ও সানরাইজার্স হায়দরাবাদ চার ম্যাচে চার পয়েন্ট পেয়ে সাত ও আট নম্বর স্থানে আছে। নয়ে চেন্নাই এবং তালিকার শেষ টিম হলো মুম্বই।

মুস্তাফিজুর কেমন খেলছেন?

বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান খেলছেন দিল্লির হয়ে। কলকাতার বিরুদ্ধে ম্যাচে তিনি তার প্রথম দুই ওভারে পাঁচ রান দিয়েছেন। ওই ম্যাচে কোনো উইকেট না পেলেও, তার বোলিংয়ে রান নিতে না পেরে চাপে পড়ে যায় কলকাতা। মুস্তাফিজুরের ওই দিনের বোলিং খুবই প্রশংসা পেয়েছে।

বেশি রান

রাজস্থান রয়্যালসের জস বাটলার এখনো পর্যন্ত ২১৮ রান রান করে সর্বোচ্চ রান-সংগ্রহকারীর তালিকায় এক নম্বরে। দুইয়ে আছেন চেন্নাইয়ের শিবম দুবে। তিনি করেছেন ২০৭ রান। পাঞ্জাবের শিখর ধাওয়ান করেছেন ১৯৭ রান। চার নম্বরে আছেন চেন্নাইয়ের রবিন উথাপ্পা।

বেশি উইকেট

এখনো পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী হলেন রাজস্থানের যজুবেন্দ্র চাহল। তিনি ১১টি উইকেট নিয়েছেন। ঠিক পিছনেই আছেন কলকাতার উমেশ যাদব, যিনি ১০টি উইকেট নিয়েছেন। দিল্লির কুলদীপ যাদব এবং বেঙ্গালুরুর হাসারঙ্গাও দশ উইকেট নিয়েছেন। তবে তারা বেশি রান দিয়েছেন।

জিএইচ/এসজি (আইপিএল ওয়েবসাইট, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ