1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল লিগ আয়োজন অনিশ্চিত

২৯ জানুয়ারি ২০১৩

শুরু হবে বড় বড় তারকাদের নিয়ে দারুণ এক আয়োজন – এমন এক ঘোষণা এসেছিল গত বছর৷ বলা হয়েছিল আসরটি শুরু হবে তার ঠিক পরপরই, অর্থাৎ গত বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে৷ এখনও কিন্তু তার কোনো লক্ষণ নেই৷

ছবি: AP

এক বছর হতে চললো ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় আসর আইপিএল-এর আদলে ফুটবল টুর্নামেন্ট শুরু করার কোনো অগ্রগতিই হয়নি৷ অথচ গত বছরের জানুয়ারিতে কী ঢাকঢোল পিটিয়েই না শুরু করা হয়েছিল খোলোয়াড়দের নিলাম৷ তার আগে জানা গিয়েছিল, পাঁচটি ‘ফ্র্যাঞ্চাইজি' থাকবে টুর্নামেন্টে, সেখানে খেলতে আসবেন আর্জেন্টিনা দলের সাবেক তারকা স্ট্রাইকার হার্নান ক্রেসপো, ইটালির আলভারো ক্যানাভারোর মতো বড় মাপের ফুটবলাররা৷ কোনো আসরের নিলাম হয়ে যাওয়ার পর থেকেই হঠাৎ আয়োজক ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)-র একেবারে চুপ মেরে যাওয়ার কারণ বোঝা যাচ্ছিল না৷ অবশেষে আয়োজক সংস্থার মহাসচিব উৎপল গাঙ্গুলি জানালেন, অপরিহার্য কিছু সুযোগ-সুবিধার অভাবের কারণেই শুরু করা যাচ্ছে না ক্রিকেটের, আরো পরিষ্কার করে বললে আইপিএল-এর দাপটের কাছে অসহায় হয়ে পড়া ভারতীয় ফুটবলকে আবার জনপ্রিয় করে তোলার এই উদ্যোগ৷

ভারতে আইপিএল-এর আদলে ফুটবল লিগ আয়োজন অনিশ্চিত (ফাইল ফটো)ছবি: AP

ক্রিকেট ভারতে অনেকটা ধর্মের মতো৷ কথাটা প্রায়ই বলা এবং লেখা হয়ে থাকে এই যুক্তিতে যে, ভারতে মানুষ ক্রিকেটকে যতটা ভালোবাসে, জীবনে ক্রিকেটকে যতটা ধারণ করে, কোনো কোনো ক্ষেত্রে ধর্মও নাকি সেই তুলনায় পিছিয়ে৷ এ কথায় একটু বাড়াবাড়ি যদি থেকেও থাকে, তারপরও ‘‘ভারতে ক্রিকেটের জন্য হকি, ফুটবল, কাবাডির মতো অনেক খেলা ধুঁকে ধুঁকে বেঁচে আছে''– এমন বললে, এ কথাকে কেউ বাড়াবাড়ি বলতে পারবেন বলে মনে হয় না৷

ফুটবলের জন্য আইপিএল হয়েছে আরো বড় বিপদ৷ আজকাল ভারতের ফুটবল মাঠে তো দর্শক বলতে গেলে থাকেনই না৷ অবশ্য ফুটবল মাঠই বা আছে ক'টা? থাকলে কী আর ফুটবলকে টেনে তোলার এ প্রয়াসের এই পরিণতি হতো? যে পাঁচটি দল নিয়ে ভারতে ফুটবলের এক মহাযজ্ঞ শুরু হওয়ার কথা তার একটির পৃষ্ঠপোষক ‘গ্রে মাইন্ড'৷ সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা অনিলাভ চট্টোপাধ্যায় জানালেন, মূলত মাঠের অভাবের কারণেই নাকি আসরটি শুরু করা যাচ্ছে না৷ আর মাঠের অভাব কোথায় জানেন? এক সময় ভারতের ফুটবলকে নিয়ন্ত্রণ করতো যে রাজ্য, সেই পশ্চিমবঙ্গে! পশ্চিমবঙ্গের ছোট ছোট কিছু শহরে ভালো মাঠ এবং এমন আরো কিছু অপরিহার্য সুযোগ-সুবিধার অভাবের কারণেই নাকি ফুটবল সুপারস্টারদের নিয়ে শুরু করা যাচ্ছে না ফুটবলের বিশাল এই আয়োজন৷

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ