1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএল এর সম্মানী পাননি অনেক খেলোয়াড়

১ অক্টোবর ২০১১

ক্রিকেটে এখন সবচেয়ে লাভজনক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল৷ কিন্তু আইপিএল এর অনেক খেলোয়াড়ই তাদের প্রতিশ্রুত অর্থ পাচ্ছেন না দলগুলোর কাছ থেকে৷ তারা এই নিয়ে অভিযোগও করেছেন খেলোয়াড়দের সংগঠনের কাছে৷

Royal Challengers Bangalore captain Anil Kumble reaches to make his ground during the final of the Indian IPL cricket match against Deccan Chargers at the Wanderers stadium in Johannesburg, South Africa, Sunday May 24, 2009. (AP Photo/Themba Hadebe)
ফাইল ছবিছবি: AP

গত কয়েক বছর ধরে ইন্ডিয়ার টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট হয়ে উঠেছে সবচেয়ে জমজমাট ক্রিকেট আসর৷ পেশাদার ক্রিকেটে এত টাকার ছড়াছড়িও দেখা যায়নি এর আগে৷ তাই সব খেলোয়াড়ের এখন চোখ থাকে আইপিএল এর একটি দলের হয়ে খেলার৷ লিগের দলগুলো অনেক অর্থ দেওয়ার কথা বলে নামী দামী খেলোয়াড়দের ভিড়িয়ে থাকে৷ তবে অভিযোগ উঠেছে, এসব দলের সব খেলোয়াড়রা তাদের প্রতিশ্রুত অর্থ পাচ্ছেন না৷

বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা৷ এর প্রধান নির্বাহী টিম মে জানিয়েছেন, গত বছর আইপিএল শেষ হয়ে এখন চলতি মৌসুমের আইপিএল চলছে৷ কিন্তু অনেক খেলোয়াড় এখনও গত বছরের পারিশ্রমিক পান নি৷ মে বলেন, বেশ কিছু খেলোয়াড়ের পারিশ্রমিকের একটি অংশ ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডের কাছ থেকে পাওয়ার কথা৷ কিন্তু তারা এখনও সেটা না পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে৷ এই সব খেলোয়াড়ের মধ্যে অস্ট্রেলিয়ার সাইমন ক্যাটিচ এবং ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ানও রয়েছেন৷ এইসব খেলোয়াড় বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করার পরও তাদের পারিশ্রমিক পেতে ব্যর্থ হয়েছেন৷ এমনকি তারা যোগাযোগ করার পরও সংশ্লিষ্ট দল এমনকি ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোন জবাব পাননি, বলে জানান ফিকার প্রধান কর্মকর্তা টিম মে৷

এক সময় অস্ট্রেলিয়া জাতীয় দলের খেলোয়াড় টিম মে আরও জানান যে, গত মাসে তারা আইপিএল এর চেয়ারম্যান চিরায়ু আমিনের সঙ্গে যোগাযোগ করেছেন এই বিষয়ে৷ কিন্তু এখন পর্যন্ত তারা কিংবা খেলোয়াড়রা কোন জবাব পাননি৷ মে আশা প্রকাশ করে বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট শ্রীনিবাসন এবং আইপিএল এর নতুন চেয়াম্যান রাজিব শুক্লা এই বিষয়ে একটি ব্যবস্থা নেবেন৷

উল্লেখ্য, সাইমন ক্যাটিচ এবং রামনরেশ সারওয়ান ২০০৮ সালে পাঞ্জাব দলের হয়ে খেলার জন্য তিন বছরের চুক্তিপত্রে সই করেন৷ আইপিএল এর আগে টিটোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজ মানি দিতেও বিলম্ব করেছিল সংশ্লিষ্ট ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ