সাকিব আল হাসান শেষ পর্যন্ত আইপিএল থেকে সরে গেলেন৷ কলকাতা নাইট রাইডার্সের অনুরোধ আর আর্থিক লাভক্ষতির যোগ বিয়োগ শেষে বাঁহাতি এ অলরাউন্ডার দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে৷
বিজ্ঞাপন
কলকাতার একটি এজেন্ট জানায়, ভারতের টি২০ লিগ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ই-মেইলে নিশ্চিত করেন সাকিব৷
এ ব্যাপারে সাকিব আল হাসানের মোবাইলে কল করে আর হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হলেও উত্তর পাওয়া যায়নি৷ তবে জাতীয় দল নির্বাচক প্যানেলের একজন সদস্যকে সাকিব বলেছেন, বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় তাঁর কোনো আক্ষেপ নেই৷ শুধু ছোট্ট করে বলেছিলেন, ‘দিলে ভালো হতো, দেয়নি অসুবিধা নেই৷'
৩৬ বছর, বয়স বিবেচনায় সাকিবের শেষ আইপিএল হতে পারত এটি৷ এ কারণে লিগের প্রথম থেকে খেলতে চেয়েছিলেন তিনি৷ কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় অনাপত্তিপত্র দেয়নি বিসিবি৷ এ নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকেও বিশেষ অনুরোধ জানাননি সাকিব৷
সাকিব-লিটন দুজনকেই নিয়েছে কেকেআর৷ বিসিবির পরিকল্পনা অনুযায়ী ৮ এপ্রিলের পরে অনাপত্তিপত্র কার্যকর হবে দুজনের৷ ২৫ দিনের মতো আইপিএলে থাকতে পারতেন তারা৷ কারণ ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি হবে ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত৷ এর আগে ৫ মে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ৷ যার অর্থ ৩ মের মধ্যে সাকিব আর লিটনকে ইংল্যান্ডে যেতেই হবে৷ আর আইপিএল শেষ হবে ২৮ মে অর্থাৎ ৮ এপ্রিল থেকে ২ মে, আবার ১৫ মে থেকে ২৮ মে পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ ছিল সাকিবের৷ কিন্তু এভাবে ভেঙে ভেঙে বিদেশি ক্রিকেটার রাখতে চায় না কেকেআর৷
দলটির কর্মকর্তারা আশা করেছিলেন বাংলাদেশি এ দুই ক্রিকেটারকে আরও বেশি সময় পাওয়া যাবে৷ বিসিবির শক্ত অবস্থানের কারণে সেটা সম্ভব না হওয়ায় সাকিব-লিটনকে কেকেআর থেকে অনুরোধ করা হয়েছিল স্বেচ্ছায় সরে দাঁড়াতে৷ ফ্র্যাঞ্চাইজির প্রস্তাবে সাকিব রাজি হলেও লিটনের বিষয়টি ঝুলে রয়েছে৷ উইকেটরক্ষক এ ব্যাটার বিসিবি থেকে অনাপত্তিপত্রও নিয়ে রেখেছেন৷ টেস্ট শেষ করেই ভারতে বিমান ধরতে পারেন৷ লিটন-মুস্তাফিজ অনাপত্তিপত্র নিলেও সাকিব নেননি৷
মূলত আর্থিক লাভ-ক্ষতির পাশাপাশি শারীরিক ও মানসিক চাপের বিষয়টিও সিদ্ধান্ত নিতে সাকিবকে প্রভাবিত করেছে বলে জানান ক্রিকেটের এক কর্মকর্তা৷ আইপিএলে গেলে ছয় থেকে সাতটি ম্যাচে দলের সঙ্গে থাকা হতো সাকিবের৷ ম্যাচ না খেলে রিজার্ভ বেঞ্চে থাকলে যে টাকা পাবেন, তার চেয়ে বেশি পাবেন জাতীয় দল ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলে৷ বোনাস হিসেবে থাকছে চাপমুক্ত থাকতে পারা৷ নিয়মিত সময় দিতে পারবেন বিজ্ঞাপনী কাজেও৷
গতকাল টিম হোটেল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে সাকিব জানান, আইপিএলকে না করে দিয়েছেন তিনি৷ একটি সূত্র থেকে জানা গেছে, জালাল ইউনুসের কাছে আইপিএলে না যাওয়ার কারণও বলেছেন টেস্ট অধিনায়ক৷ যদিও ফোনে যোগাযোগ করা হলে জালাল ইউনুসকে পাওয়া যায়নি৷
সাকিব নিজের সিদ্ধান্তে অটল থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করে মোহামেডানের হয়ে লিগের ম্যাচ খেলবেন৷ মোহামেডান ক্রিকেট কমিটির সহসভাপতি এ জি এম সাব্বির বলেন, ‘সাকিব ৮ এপ্রিল ম্যাচ খেলবেন এটা নিশ্চিত৷ আইপিএলে না গেলে বাকি ম্যাচ খেলবেন৷'
সাধারণত আইপিএলের নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি চুক্তিবদ্ধ ক্রিকেটারকে এমনিতে বাদ দিতে পারে না৷ শুধু চোট বা ক্রিকেটার স্বেচ্ছায় সরে দাঁড়ালে বিকল্প নিতে পারবে তারা৷
এনএস/কেএম (সমকাল)
ভালো-মন্দে সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট-বলে সমানতালে পারফর্ম করে নিজেকে অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন৷ মাঝেমধ্যে জন্ম দিয়েছেন বিতর্ক, নিজের আচরণের জন্যও হয়েছেন নিন্দিত৷ সাকিবের ভালো-মন্দের খতিয়ানগুলো নিয়ে আমাদের এই ছবিঘর৷
ছবি: Getty Images/M. Melville
সেই যে শুরু
২০১০ সালে প্রথমবারের মতো বিতর্কে জড়ান সাকিব৷ ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করছিলেন তিনি৷ কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়া তার মনযোগে বিঘ্ন ঘটাচ্ছিল৷ হঠাৎ ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে যান সাকিব, ব্যাট উঁচিয়ে ওই দর্শককে হুমকিও দিতে দেখা যায় তাকে৷
ছবি: AP
ক্ষমা চাওয়া
২০১০ সালের ২৩ জনুয়ারি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি ছবি ছাপা হয়৷ ওই ছবিতে তৎকালীন বিসিবি সভাপতি আ হ মু মুস্তফা কামালের পায়ের কাছে নত হয়ে সাকিবকে তার হাত ধরে অনুনয়ের ভঙ্গিতে বসে থাকতে দেখা যায়৷ অনেকেই দাবি করেন, ওই দিন বোর্ড সভাপতির কাছে ক্ষমা চান সাকিব৷
ছবি: picture-alliance/T. Basnayaka
দর্শকের কলার ধরে বিতর্কে
২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিজয় দিবস টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে এক দর্শক অটোগ্রাফ চান সাকিবের কাছে৷ সাকিব তা দিতে অস্বীকৃতি জানালে মনোক্ষুন্ন দর্শক কটূক্তি করেন৷ তখন গ্যালারিতে গিয়ে ওই দর্শকের কলার চেপে ধরেন তিনি৷
ছবি: AP
অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষিদ্ধ
২০১৪ সালের চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে ছক্কা মারতে গিয়ে লং-অফে ধরা পড়েন সাকিব৷ আউট নিয়ে টিভি ধারাভাষ্যকারেরা আলোচনা করার সময় প্যাভিলিয়নে বসা সাকিব টিভি ক্যামেরায় ধরা পড়েন৷ ক্যামেরা দেখেই অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি৷ এই ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় তিন ম্যাচে নিষিদ্ধ করা হয় তাকে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
স্ত্রীর জন্য দর্শককে মারধর
২০১৪ সালের গত ১৬ জুন স্ত্রী শিশিরকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে পেটান সাকিব৷ ভারতের বিপক্ষে ওয়ান্ডে সিরিজ চলাকালে ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া বিসিবির করিডোরে স্ত্রীর কাছে এসে এই কাণ্ড ঘটানোয় শাস্তিও পেতে হয় তাকে৷
ছবি: DW/M. Mamun
জাতীয় দল ছাড়ার হুমকি!
বোর্ডের কাছ থেকে লিখিত অনুমতি না নিয়েই ২০১৪ সালের ২ জুলাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে দেশ ছাড়েন সাকিব৷ এনিয়ে কোচ তাকে প্রশ্ন করলে জাতীয় দল ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি৷ পরে বোর্ডের নির্দেশে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে পুরো ঘটনার জন্য দায় দেন ওই সময়কার কোচ হাথুরুসিংহেকে, এ নিয়ে শুরু হয় বিতর্ক৷
ছবি: Getty Images/AFP/G. Guercia
আম্পায়ারের সঙ্গে অসদাচারণ
২০১৫ সালের ২৬ নভেম্বর বিপিএলে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ম্যাচে কট বিহাইন্ডের আবেদন করেন সাকিব ও অন্যান্য ফিল্ডারা৷ আম্পায়ার তানভীর আহমেদ তাতে সাড়া না দিলে তার সঙ্গে অসদাচারণ করেন সাকিব৷ এজন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধও হতে হয় তাকে৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
দর্শকের সঙ্গে তর্ক
২০১৮ সালে আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিব আল হাসান এক ভক্তের সাথে তর্কে জড়িয়ে পড়েন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হলে নিজের ফেসবুকে এনিয়ে ব্যাখ্যাও দেন তিনি৷
ছবি: Reuters/D. Siddiqui
সবখানেই সেরা
ওয়ানেড, টেস্ট এবং টি টুয়েন্টি- আন্তর্জাতিক ক্রিকেটের এই তিন ফরম্যাটেই একসঙ্গে সেরা অলরাউন্ডারের আসন ধরে রাখেন সাকিব৷ খুব কম ক্রিকেটারই এই কীর্তি অর্জন করতে পেরেছেন৷
ছবি: Getty Images/A. Davidson
মুকুটবিহীন রাজা
গত বিশ্বকাপে মোট আট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ৷ দুই সেঞ্চুরিসহ সাকিব করেছেন ৬০৬ রান৷ এর মধ্যে সাত ইনিংসেই ৫০-এর বেশি রান করেছেন তিনি৷ এর আগে ২০০৩ বিশ্বকাপে ভারতের শচীন টেন্ডুলকার সাত ইনিংসে ৫০-এর বেশি রানের রেকর্ড গড়েছিলেন৷ এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন সাকিব, তাও আবার শচীনের থেকে তিন ম্যাচ কম খেলে! শেষ বিশ্বকাপে বল হাতে নিয়েছেন ১১ উইকেট৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
অনন্য, অদ্বিতীয় সাকিব
বাংলাদেশের হয়ে সাকিবের কীর্তিগুলো ক্রিকেট বিশ্বে তাকে কাছে অনন্য করে তুলেছে৷ সব ফরম্যাটেই বাংলাদেশের সেরা এই খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটের অর্জনগুলো সেরার সেরাদের তালিকায় নিয়ে গেছে৷