ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হতে পারে সাকিব আল হাসানকে৷ আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে তাঁকে ডেকে পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷
বিজ্ঞাপন
আইপিএল থেকে সাকিব আল হাসানকে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে অংশ নেয়ার জন্য তাঁকে চিঠি পাঠানো হচ্ছে বলে সোমবার জানিয়েছে তারা৷ বর্তমানে এই অলরাউন্ডার আইপিএলে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে খেলছেন৷
বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেন, ‘‘আমাদের ক্যাম্প শুরু হতে যাচ্ছে৷ আমি সাকিবকে ফেরত আসার জন্য শিগগিরই চিঠি পাঠাতে বলেছি৷ দেখা যাক এ বিষয়ে সে কী প্রতিক্রিয়া জানায়৷''
চলতি আইপিএলে অবশ্য সাকিবকে ড্রেসিং রুমে বসেই সময় কাটাতে হচ্ছে৷ এখন পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি৷ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচে সাকিব ৩ দশমিক ৪ ওভার বল করে ৪২ রানে ১ উইকেট নিয়েছেন৷ এর আগে জানুয়ারিতে বিপিএল-এর ফাইনালে ইনজুরিতে পড়েন তিনি৷ সুস্থ হওয়ার পর সেটিই ছিল তাঁর একমাত্র ম্যাচ৷
বিশ্বকাপের আগে ইনজুরি আক্রান্ত বাংলাদেশ
বিশ্বকাপের আর দেড় মাসেরও কম বাকি৷ কিন্তু একের পর এক ইনজুরিতে পড়ছেন জাতীয় দলের ক্রিকেটাররা৷ সবশেষ সেই তালিকার যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান৷ তবে বিশ্বকাপের আগে সবার সুস্থ হওয়ার ব্যাপারে আশাবাদী চিকিৎসক ও নির্বাচকরা৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
পায়ের ইনজুরিতে কাটার মাস্টার
ইনজুরিতে পড়তে পারেন এমন শঙ্কায় বিশ্বকাপের আগে তাঁকে আইপিএলে খেলতে দেয়ার ঝুঁকি নেয়নি বিসিবি৷ নিজেকে ফিট রাখার জন্য ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন৷ গত সপ্তাহে প্রস্তুতির সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি৷ তবে বিশ্বকাপের আগেই সুস্থ্ হয়ে যাবেন বলে আশাবাদ জানিয়েছেন ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী৷
ছবি: Getty Images/AFP/M. U. Zaman
ফিরেছেন মাহমুদুল্লাহ
নিউজিল্যান্ড সফরে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ৷ ১৫ দিনের বিশ্রামের পর কিছুটা সেরে উঠেছেন তিনি৷ গত সপ্তাহে পরীক্ষামূলক প্রস্তুতিতেও অংশ নিয়েছেন৷ বাংলাদেশ দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিশ্বকাপে অংশ নিতে পারবেন কিনা তা পুনর্বাসন প্রক্রিয়ার উপরই নির্ভর করবে৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
অপেক্ষায় রুবেল
ঢাকা প্রিমিয়ার লিগ খেলে ‘সাইড স্ট্রেইন’ ইনজুরিতে পড়েছেন রুবেল হোসেন৷ এখনো ইনজুরি কাটিয়ে উঠতে না পারলেও বিশ্বকাপে তাঁর খেলার বিষয়ে আশাবাদী বিসিবি চিকিৎসক৷ ‘‘আশা করছি আমরা দুই-একদিনের মধ্যেই তাঁর প্রশিক্ষণপর্ব শুরু করতে পারব’’, জানিয়েছেন দেবাশীষ চৌধুরী৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
ইনজুরির কবলে ‘মিস্টার ডিপেনডেবল’
নিউজিল্যান্ড সফরে গিয়ে ইনজুরি আক্রান্ত হয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম৷ এ কারণে দুটি টেস্টে অংশ নিতে পারেননি৷ তবে আশার কথা, গত সপ্তাহ থেকে আলাদা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন তিনি৷ সব কিছু ঠিক থাকলে ইংল্যান্ডের মাঠে দেখা যেতে পারে মিস্টার ডিপেনডেবলকে৷
ছবি: Noman Mohammad
তাসকিনকে নিয়ে অনিশ্চয়তা
জানুয়ারিতে বিপিএল-এ ছিলেন দুর্দান্ত ফর্মে৷ ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে সবার দৃষ্টি কাড়েন৷ কিন্তু তখনই তাসকিন পড়লেন ‘লিগামেন্ট’ ইনজুরিতে৷ দুই মাসের বিশ্রাম শেষে গত সপ্তাহে মাঠে ফিরেছেন৷ কিন্তু বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ার মতো ফিটনেস ফিরে পাবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে৷
ছবি: Getty Images/Q. Rooney
নতুন ইনজুরিতে মিরাজ
গত সপ্তাহে প্রিমিয়ার লীগে নতুন করে ইনজুরিতে পড়েছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ৷ তবে আঙুলের সেই চোট গুরুতর নয় বলে জানান চিকিৎসকরা৷ দুই দিনের বিশ্রাম শেষে সোমবার মাঠে ফেরেন তিনি৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
কড়া নাড়ছে বিশ্বকাপ
৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে ইনজুরিতে আক্রান্ত সবাই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী৷ ‘যে সময় আছে এবং যেভাবে উন্নতি হচ্ছে, তাতে কেউ ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করবে না,’’ বলেন তিনি৷ ৫ মে থেকে আয়ারল্যান্ডের ট্রাই নেশন কাপেই নিয়মিত সব খেলোয়াড়কে পাওয়া যাবে বলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও আশা প্রকাশ করেছেন৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
7 ছবি1 | 7
অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, আফগানিস্থানের রশিদ খান ও মোহাম্মদ নবীর মতো তারকাদের নিয়ে এবার দল গড়েছে হায়দ্রাবাদ৷ এত তারকার ভিড়ে সাকিব সামনে আর কোনো ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে ক্রিকেট বোর্ডের৷
পর্যাপ্ত ম্যাচ খেলতে না পারায় সাকিব নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত রাখতে ব্যক্তিগত কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে ভারতে নিয়ে গেছেন৷
এদিকে ২২ এপ্রিল থেকে জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে৷ তারপর মে মাসের শুরুতে বাংলাদেশ দলের ইংল্যান্ডের উদ্দেশ্য তাদের রওনা হওয়ার কথা৷ ৫ থেকে ১৭ মে আয়ারল্যান্ডে চলবে ত্রিদেশীয় টুর্নামেন্ট৷ ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের বাংলাদেশ মিশন শুরু হচ্ছে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে৷