আইপিএল নিলামের প্রথম ধাপে দল পাননি সাকিব, লিটন
২৩ ডিসেম্বর ২০২২কোচিতে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয় ২০২৩ আইপিএলের নিলাম৷ অলরাউন্ডারদের ক্যাটাগরিতে প্রথমেই ডাকা হয় সাকিবের নাম৷ কিন্তু কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি৷
এই নিয়ে টানা দুই নিলামে দল পেলেন না বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক৷ গত আসরে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে নাম লিখিয়ে দল পাননি তিনি৷ এবার ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি কমিয়েও আকর্ষণ করতে পারলেন না কাউকে৷
সাকিব ২০১১ সালের আইপিএলে প্রথমবার সুযোগ পান৷ সেবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি৷ এরপর ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের আসরে একই দলে ছিলেন সাকিব৷ ২০১২ ও ২০১৪ সালে পান শিরোপার স্বাদ৷
২০১৮ সালের টুর্নামেন্টের আগে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিবকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ৷ ওই দলে দুই আসর খেলার পর ২০২১ আসরে ফের কলকাতায় ফেরেন তিনি৷
উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে সবার আগেলিটনেরনাম উঠলেও কিন্তু ৫০ লাখ ভিত্তিমূল্যের ক্রিকেটারকে নেয়নি কোনো দল৷
এবারের নিলামে আকর্ষণের কেন্দ্রে পেস বোলিং অলরাউন্ডাররা৷ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১৮ কোটি ৫০ লাখে স্যাম কারানকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস৷ ক্যামেরন গ্রিনের জন্য ১৭ কোটি ৫০ লাখ খরচ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স৷ ১৬ কোটি ২৫ লাখে চেন্নাই সুপার কিংস পেয়েছে বেন স্টোকসকে৷
সাকিবছাড়া প্রথম ধাপে স্পিন অলরাউন্ডারদের মধ্যে শুধু সিকান্দার রাজার নাম উঠেছে৷ তাকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)