নিজের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনাকালে কোনও তাড়াহুড়ো নয়, বরং প্রতিষেধক বাজারে আসার জন্য অপেক্ষা করছেন। বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ''স্লো পিচে একরকম ব্যাটিং করতে হয়, ব্যাটিং সহায়ক পিচে ব্যাটিং এর ধরণ আলাদা হয়। করোনার সময় ধৈর্য রাখাটা জরুরি।'' চরম আক্রমণাত্মক অধিনায়ক এখন করোনার পিচে রক্ষণাত্মক ব্যাটিং করতে চান।
সৌরভ বলেছেন, ''আগামী কয়েক মাস পরিস্থিতি খারাপ হতে পারে। আমি প্রতিষেধকের জন্য অপেক্ষা করব। যতক্ষণ প্রতিষেধক না আসছে, ততক্ষণ পর্যন্ত সাবধানে চলতে হবে।''
সৌরভের সাক্ষাৎকার নিয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। আইপিএল নিয়ে তাঁর প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, ''আমার আশা এই বছরের শেষ বা সামনের বছরের গোড়ার মধ্যে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে।''
কম্পিউটারের মাউস, ক্যামেরা, স্কুলের ডেস্ক চেয়ার, নানা দিক দিয়েই বঞ্চিত ‘ন্যাটা’রা৷ কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে খেলাধুলায় হয়তো তারা একটু বেশিই সুবিধা পেয়ে থাকেন৷ আজকের ছবিঘর বিশ্বখ্যাত কিছু বাঁয়ের জাদুকরকে নিয়ে৷
ছবি: Getty Images/A. Davidsonসাকিবের কথা আর নতুন করে বলার কী আছে! একের পর এক সাফল্য আর রেকর্ড ভাঙা ম্যাচ খেলে নিজেকে অন্য কাতারে নিয়ে গেছেন শুধু বাংলাদেশের না, বিশ্বের সেরা এই অলরাউন্ডার৷ টি-টোয়েন্টি, ওডিআই ও টেস্ট— এই তিন ফরম্যাটেই একইসময়ে নাম্বার ওয়ান অলরাউন্ডার হওয়া প্রথম ও একমাত্র ক্রিকেটারের নাম সাকিব৷ ব্যাটে-বলে এমন টানা নৈপুন্য অনেকদিন দেখেনি ক্রিকেট বিশ্ব৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zamanজরিপ যেই করুক, সর্বকালের সেরা বোলারদের তালিকায় পাকিস্তানের ওয়াসিম আকরামের নাম সবার ওপরের দিকেই থাকবে৷ কিন্তু বাঁহাতি ফাস্ট বোলারদের সেরা বাছাইয়ে ওয়াসিম আকরামের বিকল্প নেই৷ বলে রাখা ভালো, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৫০০ উইকেটের সীমা পেরোনো প্রথম বোলার এই বাঁহাতি৷
ছবি: APশুধু সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন নয়, আধুনিক ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়ক হিসেবেও বিবেচনা করা হয় বাঙালি সৌরভকে৷ একদিনের আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ারে ১১ হাজারের বেশি রান করেছেন বঙ্গ বিভূষণ উপাধি পাওয়া এই ক্রিকেটার৷ বাঁহাতে ব্যাট করলেও বোলিং অবশ্য তিনি ডান হাতেই করতেন৷
ছবি: APচেকোস্লোভাকিয়ায় জন্ম নেয়া এই মার্কিন টেনিস তারকা লন টেনিস জগতের এক কিংবদন্তী৷ টানা ৩৩২ সপ্তাহ সিঙ্গেলসে এবং রেকর্ড ২৩৭ সপ্তাহ ডাবলসে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ছিলেন তিনি৷ শুধু তাই নয়, ২০০ সপ্তাহের বেশি দুই ফরম্যাটেই শীর্ষ স্থান ধরে রাখা একমাত্র টেনিস খেলোয়াড় এই বাঁহাতি তারকা৷
ছবি: Reuters/H. Mckayযুগোস্লাভিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে লন টেনিস খেলেছেন মনিকা সেলেস৷ ১৯৯০ সালে মাত্র ১৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেন জিতে রেকর্ড করেন মনিকা৷ ২০ বছর হওয়ার আগেই তার ঝুলিতে জমা হয় আটটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা৷ ১৯৯৩ সালে এক ম্যাচ চলাকালে তার ওপর নয় ইঞ্চি ধারালো ছুরি নিয়ে আক্রমণ করে বসেন এক ব্যক্তি৷ দুই বছর পর ফিরে এলেও আর আগের মতো উজ্জ্বল হয়ে উঠতে পারেননি মনিকা সেলেস৷
ছবি: picture-alliance/dpa/M. Campbellএখনও দুর্দান্ত ফর্মে খেলে চলেছেন বাঁহাতি এই টেনিস তারকা৷ এই মুহূর্তে পুরুষ এককে অবস্থান করছেন দ্বিতীয় স্থানে৷ এখন পর্যন্ত ১৮টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন নাদাল৷ এটিপি ট্যুর মাস্টার্সের ১০০০-এর ৩৫টি শিরোপা জিতে করেছেন রেকর্ড৷
ছবি: Reuters/K. Pfaffenbachমোহাম্মদ আলীর সম্পর্কে আর নতুন করে কীই বা বলা যেতে পারে? ভক্তরাই আদর করে তাকে ডাকতেন ‘দ্য গ্রেটেস্ট’৷ বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের সেরা বক্সার হিসেবে বিবেচনা করা হয় মোহাম্মদ আলীকে৷ হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নশিপ তিনবার পুনরুদ্ধার করা একমাত্র বক্সার তিনি৷ ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করে সেনাবাহিনীতে যোগ না দেয়ায় সাজা পেলেও, এ অবস্থান অনেকের কাছেই তাকে প্রতিষ্ঠা করেছেন সম্মানের আসনে৷
ছবি: picture alliance/UPIইতিহাসের সবচেয়ে দুর্ভাগা ফুটবলার মনে করা হয় আর্জেন্টাইন এ খেলোয়াড়কে৷ ভক্তদের কাছে ‘ভিনগ্রহের খেলোয়াড়’ হিসেবে পরিচিতি পাওয়া মেসি ক্লাবের পক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও তেমন কিছু এনে দিতে পারেননি নিজের দেশকে৷ স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলে লা লিগা, উয়েফাসহ বিভিন্ন আন্তর্জাতিক শিরোপা জিতেছেন৷ কিন্তু দেশের পক্ষে ২০০৮ সালে অলিম্পিকে সোনাই তাঁর ক্যরিয়ারের সর্বোচ্চ অর্জন৷
ছবি: Reuters/U. Marcelinoযেকোনো বিবেচনায় ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরাদের একজন মারাদোনা৷ ফিফার ঘোষণা করা বিংশ শতাব্দীর সেরা ফুটবলারের স্বীকৃতিতে মারাদোনার সঙ্গে অবশ্য ভাগ বসিয়েছিলেন আরেক কিংবদন্তি পেলেও৷ বাম পা দিয়ে দুর্দান্ত খেললেও হাতের ব্যবহারেও কম ছিলেন না এই লেজেন্ড৷ ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর বাঁহাত দিয়ে করা গোলটি এত বছর পরও জোগায় বিতর্কের রসদ৷
ছবি: picture-alliance/AFP ক্রিকেট বোর্ড আগেই বলেছে, তারা ভারতেই আইপিএল করতে চায়। নেহাত না করা গেলে তখন বিকল্পের দিকে তাকানো যেতে পারে। এখনও পর্যন্ত নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো কয়েকটি দেশ নিজেদের করোনামুক্ত বলে ঘোষণা করেছে। ভারতে করোনা নিয়ে সৌরভের এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তা হলে কি এই দেশগুলির দিকে তাকাতে পারে বোর্ড? আইপিএল কি ভারতে হবে না?
সৌরভকে নিয়ে আবার নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। আগামী বছরের মাঝামাঝি পশ্চিমবঙ্গে ভোট। তিনি কি পশ্চিমবঙ্গে বিজেপির মুখ হবেন? সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল, পশ্চিমবঙ্গের ভোটে দলের মুখ কে হবেন?মুচকি হেসে শাহের জবাব ছিল, ''মুখ এসে যাবে।'' তারপর জল্পনা আরও বেড়েছে। সম্প্রতি সৌরভ আবার নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন. সেটা নিয়েও জল্পনা শুরু হয়েছে। সৌরভ অবশ্য এই সব বিষয়ে একটা কথাও বলেননি বা এমন কোনও ইঙ্গিত দেননি, যাতে মনে হয়, তিনি রাজনীতিতে আসবেন।
রাজনীতির বাইরে সৌরভকে নিয়ে বড় প্রশ্ন হলো, তিনি কি আইসিসি-র চেয়ারম্যান হবেন? শশাঙ্ক মনোহরের টার্ম শেষ হওয়ার পর ওই পদে সৌরভের নাম শোনা যাচ্ছে।
স্বাভাবিকভাবে বিসিসিআই টিভির সাক্ষাৎকারে এই সব প্রশ্ন ছিল না। সেখানে বরং একটা তথ্য ফাঁস করেছেন সৌরভ। শচিন তেন্ডুলকর ওয়ান ডে বা টি২০ ম্যাচের প্রথম বল খেলতে চাইতেন না। সেই দায়িত্বটা এসে পড়ত সৌরভের ঘাড়ে। শচিনকে জিজ্ঞাসা করলেই বলতেন, যখন নন স্ট্রাইকিং এন্ডে থেকে রান পাচ্ছি, তখন এটাই ভালো। যখন রান পেতেন না, তখন বলতেন, চাপ কমাবার জন্য নন স্ট্রাইকিং এন্ডই ভালো। তাও সৌরভ কয়েকবার দ্রুত গিয়ে নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে পড়েছেন। তখন শচিনকে প্রথম বল খেলতেই হয়েছে।
জিএইচ/এসজি(বিসিসিআই টিভি)