1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্যাবলেট পিসি

৭ সেপ্টেম্বর ২০১২

অ্যাপলের আইপ্যাডকে চ্যালেঞ্জ করতে এবার বাজারে আসলো কিন্ডল ফায়ার ট্যাবলেট পিসির নতুন সংস্করণ৷ অনলাইন জায়ান্ট কোম্পানি আমাজন কি হতে যাচ্ছে পরবর্তী অ্যাপল?

ARCHIV: Das Amazon-Tablet Kindle Fire wird auf einer Pressekonferenz in New York vorgestellt (Foto vom 28.09.11). (zu dapd-Text) Foto: Mark Lennihan/AP/dapd
USA Internet Amazon-Tablet Kindle Fireছবি: dapd

বৃহস্পতিবার আমাজন তাদের নতুন সংস্করণের কিন্ডল ট্যাবলেট কম্পিউটার ছাড়ার পর এই প্রশ্নটিই এখন শোনা যাচ্ছে৷ প্রযুক্তি বিশেষজ্ঞ রব এনডেরলে তো টুইটারে সেটাই বললেন, ‘‘আমার মনে হয় আমাজন ট্যাবলেট মার্কেটটা অ্যাপলের কাছ থেকে ছিনিয়ে নিলো৷'' তিনি আরও জানান, পড়া, খেলা আর গেমস এই তিন দিক থেকে এই ট্যাবলেট সবাইকে ছাড়িয়ে গেছে৷

নতুন কিন্ডল ফায়ার ট্যাবলেট কম্পিউটার নিয়ে এখন এভাবেই শোরগোল ফেলে দিয়েছে আমাজন৷ নতুন ট্যাবলেট কম্পিউটারে তারা যোগ করেছে হাই ডেফিনিশন ডিসপ্লে, যেটা স্পষ্টতই অ্যাপলের আইপ্যাডের জন্য একটি বড় চ্যালেঞ্জ৷ তিনটি আকারে পাওয়া যাবে এই ট্যাবলেটটি৷ সাত ইঞ্চি ডিসপ্লের দাম পড়বে ১৯৯ ডলার যেটি আসবে আগামী ১৪ সেপ্টেম্বর৷ তার চেয়েও বড় আকারের ও ১৬ গিগাবাইট মেমরির ট্যাবলেটটি আসবে ২০ নভেম্বর, আর এটির দাম পড়বে ২৯৯ ডলার৷ এটির চেয়েও আরেকটু বড় আকারে ছাড়া হবে আরেকটি কিন্ডল ফায়ার, যার দাম পড়বে ৪৯৯ ডলার, অর্থাৎ আইপ্যাডের সমান৷

অ্যাপলের আইপ্যাডকে চ্যালেঞ্জ করবে কিন্ডল ফায়ারছবি: Getty Images

নতুন সংস্করণের যে কিন্ডল ফায়ারটি দেখানো হয়েছে সেটির আকার ৮.৯ ইঞ্চি৷ আর চওড়ায় সেটা এক ইঞ্চির তিন ভাগের মাত্র এক ভাগ৷ আর ওজন আধা কেজির সামান্য বেশি৷ সব মিলিয়ে ট্যাবলেট কম্পিউটারের বাজারে বড় চমক হয়ে এসেছে আমাজনের কিন্ডল ফায়ারের নতুন সংস্করণ৷ আমাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস সাংবাদিকদের বলেছেন, কিন্ডল ফায়ার এইচডি কেবল সর্বাধুনিক হার্ডওয়্যারই নয়, এটি একটি সেবাও৷'' জেফ বেজোসের দাবি, যে কোন মূল্যে এযাবত কালের সর্বাধুনিক ট্যাবলেট কম্পিউটার এটি৷ এতে থাকা ওয়াইফাই সিস্টেম আইপ্যাডের চেয়ে শতকরা ৪১ ভাগ বেশি দ্রুত কাজ করে৷ ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা এতে খুব সহজেই ব্রাউজ করতে পারবেন, গেম খেলতে পারবেন৷ আর মুভি দেখার জন্যও এটি অন্য যে কোন ট্যাবলেটের চেয়ে সুবিধাজনক৷

আপাতত এটি মার্কিন মুলুকেই পাওয়া যাচ্ছে৷ তবে এই বছরের শেষের দিকে ইউরোপের কয়েকটি দেশে এটি বাজারে আসবে বলে জানানো হয়েছে৷

আরআই/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ