1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাতের লেখার ভবিষ্যৎ

১ নভেম্বর ২০১৩

প্রযুক্তির উন্নতির কারণে মানুষের হাতে-কলমে লেখার অভ্যাসটা কমে যাচ্ছে, এমনকি স্কুলগুলোতেও৷ তাই হাতের লেখার দিকে এবার নজর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

Bild: Älteste äthiopische Bibelhandschrift - ist eine Silbenschrift; sie wird im Gegensatz zu den anderen semitischen Schriften von links nach rechts geschrieben. Titel: Die Forschungsstelle Äthiopistik der Universität Hamburg ist für die Aufgabe der Wahrung bedrohter äthiopischer Handschriften wie prädestiniert, weil sie seit langem Quellensicherung in Äthiopien betreibt und sich einen Namen gemacht hat in der Erforschung der Kulturgeschichte des Landes. 1968 wurde in Hamburg deutschlandweit der erste Lehrstuhl für Äthipistik eingerichtet.
ছবি: DW/ A.T.Hahn

বাংলাদেশে এমন একটা সময় ছিল, যখন পরীক্ষার খাতায় লেখা থাকত হাতের লেখার জন্য ৫ নম্বর৷ যুগ পাল্টেছে৷ এখন সবার ঘরে ঘরে ল্যাপটপ, হাতে মুঠোফোন বা ট্যাব৷ বিশ্ববিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট বা পরীক্ষার খাতাও এখন দেখা হয় অনলাইনে৷ তাই অভিভাবকরা এখন আর হাতের লেখার প্রতি তেমন একটা জোর দেন না৷ যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে একই চিত্র৷ তবে একেবারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্র থেকেই৷

ওয়াশিংটন থেকে এক ঘণ্টার দূরত্ব পেরোলে এলিকট শহরের ট্রিয়াডেলফিয়া রিজ এলিমেন্টারি স্কুল৷ সেখানে তৃতীয় শ্রেণির শিশুদের হাতের লেখা শেখাতে রীতিমত হিমশিম খাচ্ছেন শিক্ষকরা৷ আট বছর বয়সি ওরেন ও তার সহপাঠী সোফিয়া ছয় সপ্তাহের প্রচেষ্টায় পেন্সিল ধরা শিখেছে এবং প্রথম যে অক্ষরটি লিখেছে সেটি হলো আই৷

আইপ্যাডের ব্যবহার বাড়ছে সব শিশুদের মধ্যেইছবি: picture alliance/landov

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের ৪৫টির মধ্যে কিন্ডাগার্টেন থেকে হাইস্কুল পর্যন্ত জরিপ করে দেখা গেছে লেখার প্রতি এবং লেখা শেখানোর প্রতি আগ্রহ দিন দিন কমছে৷ লেখার চেয়ে টাইপিং শেখানোর প্রবণতা বেড়েছে স্কুলগুলোতে৷

ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার শিক্ষানীতির সহযোগী অধ্যাপক মর্গান পলিকফ জানালেন, যুক্তরাষ্ট্রে এখন খুব কম মানুষই হাতে লেখালিখি করেন৷ বার্তা সংস্থা এএফপিকে তিনি ইমেলে জানিয়েছেন, অন্য দেশে সবাই যদি হাতে লিখে সেখানে সেটা বন্ধ করা বোকামি হবে৷

লস অ্যাঞ্জেলেসের মেলরোজ এভিনিউ এলিমেন্টারি স্কুলের অধ্যক্ষ বার্নাদেত্তে লুকাস বললেন, সবাই এখন ই-মেল করে, মুঠোফোনে বার্তা পাঠায়, তাই হাতের লেখা এখন প্রাচীন কলার অংশ৷

তাদের স্কুল বোর্ড ২ কোটি ২০ লাখ টাকা খরচ করে প্রতিটি শিক্ষার্থীকে অ্যাপেল আইপ্যাড কিনে দিয়েছে৷ তবে বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একসময় হয়ত যুক্তরাষ্ট্রে এমন একটি প্রজন্ম গড়ে উঠবে যারা নিজের হাতে সই পর্যন্ত করতে পারবে না৷ নর্থ ক্যারোলাইনার আইনজীবী প্যাট হারলে জানালেন, হাতের লেখাটা এখনও বেশ জরুরি৷ তাই এটা শেখানোর প্রতি গুরুত্ব দেয়া উচিত৷

ক্যানাডায় ৭১৮ জন শিক্ষার্থীর উপর গবেষণা করে দেখা গেছে, দ্বিতীয় শ্রেণির যেসব শিক্ষার্থী হাতের লেখা শিখছে, তাদের বানান এবং গ্রাফিক মোটর দক্ষতাও বেশ ভালো হয়৷

এপিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ