1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইফোন চোর সীগাল!

২৩ অক্টোবর ২০১৭

ফেসবুক, ইন্সটাগ্রাম আর স্ন্যাপচ্যাট কি আমাদের সবকিছুর ছবি বা ভিডিও করতে উৎসাহ জোগাচ্ছে? খাবার, গোসল এমনকি প্রিয়জনের সান্নিধ্য - সবকিছুর ছবিই এখন নানা হ্যাশট্যাগে এখন জায়গা করে নেয় ইন্টারনেটে৷

ছবি: Getty Images/AFP/F. Monteforte

ইন্টারনেটে কোনোকিছু প্রকাশ করার স্বাধীনতা আপনার রয়েছে৷ কিন্তু তাই বলে প্রায় সবকিছু! এই ভিডিওতে দেখুন, সমুদ্রের পাড়ে ব্যায়াম করছিলেন দু'জন৷ দৌড়ে সিড়ি বেয়ে উপরে উঠবেন, আবার নামবেন৷ এরকম ভিডিও কোটি কোটি আছে ইন্টারেনেটে৷

তবুও তাদের সেটা বানাতে হবে৷ ভিডিও বানাতে তাই নিজেদের আইফোনটিকে দাঁড় করিয়ে রেখে তারা ছুটলেন সিড়ির দিকে৷ কিন্তু হঠাৎই ঘটনাস্থলে হাজির এক সীগাল৷ লাজুক পায়ে হাঁটতে হাঁটতে আইফোনের কাছে গেল সেটি৷ এবং একপর্যায়ে আইফোনটি ঠোঁটে নিয়ে ছুটতে শুরু করলো৷

মালিকেনের ভাগ্য ভালো বলতে হবে৷ তিনি বিষয়টি টের পাওয়ার পর ছুটতে শুরু করেন সীগালের পেছনে৷ একপর্যায়ে সীগালটি ক্ষান্ত দেয়৷ ফোন ফেলে রেখে ভেগে যায়৷ ইউটিউবে এই ভিডিওটি শেয়ার করেছেন সেই নারী, অর্থাৎ আইফোনের মালিক৷ কিন্তু কথা হচ্ছে, এরকম অহেতুক ভিডিও তৈরি আর কত?

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ