1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইফোন ৫ বাজারে

২১ সেপ্টেম্বর ২০১২

আইফোনের নতুন সংস্করণ প্রকাশের ঘোষণা যেমন বড় খবর, তেমনি এটি বিক্রির দিনটিও গণমাধ্যমের জন্য বিশেষ দিন৷ হবে না কেন? দুনিয়ার বড় বড় শহরগুলোর অ্যাপল স্টোরে যে জমে গেছে বেজায় ভিড়৷

অ্যাপল আগেই জানিয়েছিল, ২১ সেপ্টেম্বর, শুক্রবার বাজারে ছাড়া হবে ‘আইফোন ৫'৷ সহজ করে বললে, সাধারণ মানুষ এই দিনটিতে ফোনটি হাতে পাবে৷
ছবি: dapd

‘আইগড' মানে স্টিভ জবসের চির বিদায়ের পর, অ্যাপলের ভবিষ্যত নিয়ে শঙ্কিত ছিলেন কেউ কেউ৷ যার দ্বারা সৃষ্টি, তাঁকে ছাড়া কিভাবে চলবে অ্যাপল? এই প্রশ্ন এখন আর বোধহয় করবেন না কেউ৷ কেননা, অ্যাপল আগের মতোই সাড়া জাগাচ্ছে গোটা বিশ্বে৷

এই দেখুন দিনকয়েক আগে, অ্যাপল তার স্মার্টফোনের নতুন সংস্করণ ‘আইফোন ৫' বাজারে ছাড়ার ঘোষণা দিল৷ শুরুতেই চমক৷ আগের সংস্করণের তুলনায় এটি আরো বেশি পাতলা এবং হালকা হয়েছে৷ তবে বয়সের সঙ্গে উচ্চতা একটু বেড়েছে৷ মানে আগেরটির চেয়ে এটির পর্দা আরো লম্বা৷ আর কারিগরী বিচারে আগের সংস্করণের তুলনায় নতুন আইফোনের ব্যাটারি জীবন দীর্ঘস্থায়ী করা হয়েছে৷ মোটের ওপর, ফোর-জি নেটওয়ার্কে আগের তুলনায় অনেক দ্রুত গতিতে চলবে এই ফোন৷

আগের সংস্করণের তুলনায় এটি আরো বেশি পাতলা এবং হালকা হয়েছেছবি: picture-alliance/dpa

অ্যাপল আগেই জানিয়েছিল, ২১ সেপ্টেম্বর, শুক্রবার বাজারে ছাড়া হবে ‘আইফোন ৫'৷ সহজ করে বললে, সাধারণ মানুষ এই দিনটিতে ফোনটি হাতে পাবে৷ হয়েছেও তাই৷ সময়ের বিবেচনায় এগিয়ে থাকায় অস্ট্রেলিয়ানরা সবার আগে হাতে পেয়েছে ‘আইফোন ৫'৷ সেখানে অ্যাপল স্টোরের সামনে বৃহস্পতিবার দুপুর থেকেই লাইন ধরে অপেক্ষা করেছে আইফোন ভক্তরা৷

বিশ্বের আরো অনেক দেশের পরিস্থিতিও একই রকম৷ অ্যাপল স্টোরের সামনে রাতভর অপেক্ষা, আর সকালে বহু কাঙ্খিত ফোন সেটটি সঙ্গে নিয়ে খুশি মনে ঘরে ফেরা৷ হংকংয়ের পরিস্থিতি অবশ্য আরো সরেস৷ সেখানকার কালোবাজারিরা চড়া দামে আইফোন কিনার চেষ্টা করছেন ‘নতুন ক্রেতাদের' কাছ থেকে৷ মানে রাতভর যারা দাঁড়িয়ে থেকে আইফোন কিনেছে, তাদের কাছ থেকে প্রায় দেড়গুণ দামে সেগুলো কিনে নিচ্ছে কালোবাজারিরা৷ কারণ পরবর্তীতে নাকি সেগুলো বিকাবে দ্বিগুণ দামে!

ইন্টারনেটেও আইফোন বিকাচ্ছে ব্যাপক হারে৷ অ্যাপল জানিয়েছে, অনলাইনে এখন পর্যন্ত বিশ লাখ আইফোনের অর্ডার পেয়েছে তারা৷ বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েকদিনের মধ্যে এই ফোনটির এক কোটি কপি বিক্রি হবে৷ আর চলতি বছর শেষ হওয়ার আগেই সবমিলিয়ে পাঁচ কোটি আইফোন বিক্রি করবে অ্যাপল৷

এআই/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ