1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইফোনে ইনস্টাগ্রাম চালাচ্ছে বনমানুষ!

৩০ এপ্রিল ২০১৯

শুধু মানুষই পৃথিবীর সব বুদ্ধি রাখে, বাকি সব প্রাণী বুদ্ধু? এ ধারণা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসুন৷ এই ভাইরাল ভিডিওটি দেখুন৷ কিভাবে একটি বনমানুষ ঠিক মানুষের মতোই স্ক্রল করে করে দেখে নিচ্ছে একের পর এক পোস্ট৷

Indonesien Orang-Utans im Bukit Tigapuluh Nationalpark
ছবি: I. Sieg

‘প্ল্যানেট অব দ্য এপস' সিনেমাটির কথা মনে আছে? একটি গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হচ্ছে বনমানুষের দল৷ যুদ্ধ থেকে শুরু করে সব কাজেই  মানুষের চেয়েও পারদর্শীতারা৷

এবার সেই বনমানুষরাই কি পৃথিবীতে চলে এসেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একটি বনমানুষ হাতে আইফোন নিয়ে খুব মনোযোগ দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখছে৷

মানুষের মতোই বুড়ো আঙুল ব্যবহার করে একের পর এক পোস্ট দেখে যাচ্ছে সে৷ কখনো কখনো পছন্দের ভিডিও আর ছবিতে দিচ্ছে ‘লাভ' রিঅ্যাকশনও৷

২৫ এপ্রিল টুইটারে ৫৬ সেকেন্ডের ভিডিওটি আপলোড করেন জে ডি ডুরকিন নামের এক ব্যক্তি৷ মাত্র পাঁচ দিনেই ভিডিওটি দেখা হয়েছে ৩০ লাখেরও বেশি বার৷ পোস্টটি প্রায় ১৪ হাজার রিটুইট হয়েছে৷

বেশিরভাগ মন্তব্যকারীই এই অবস্থাকে ‘প্ল্যানেট অব দ্য এপস' সিনেমার সঙ্গেই তুলনা করেছেন৷ কেউ কেউ আবার বলছেন, মানবজাতির ধ্বংসের এটাই শুরু৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ