1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইসল্যান্ডের অনবদ্য প্রকৃতির মধ্যে অভিনব বাড়ি

২৫ জুলাই ২০১৮

ইউরোপের উত্তর-পশ্চিম প্রান্তের দেশ আইসল্যান্ডের অপরূপ প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে৷ সেখানেই পাকাপাকি বসবাস করেন জার্মানির এক মানুষ৷ অভিনব এক বাড়ি তৈরি করে তিনি প্রকৃতির সঙ্গে মেলবন্ধন ঘটিয়েছেন৷

Isaland Snaefellsjökull Vulkan und Gletscher
ছবি: Fotolia/frenk58

প্রকৃতির সঙ্গে মিলিয়ে বাড়ি

04:23

This browser does not support the video element.

প্রকৃতি ও স্থাপত্যের মেলবন্ধন

নিসর্গের সঙ্গে প্রায় মিশে যায় আইসল্যান্ডের ওয়েস্টফিয়র্ডস এলাকার এই বাড়ি৷ আঞ্চলিক স্থাপত্যশৈলি থেকে প্রেরণা পেয়েই সেটি নির্মাণ করা হয়েছে৷ জার্মানির বাভেরিয়া অঞ্চলের পেটার ভাইস এই বাড়ির মালিক৷

পেটার ভাইস ৩০ বছরেরও বেশি সময় ধরে আইসল্যান্ডে বসবাস করছেন৷ ওয়েস্টফিয়র্ডস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিনি কাজ করেন৷ ২০১২ সাল থেকে তিনি সস্ত্রীক এই বাড়িতে থাকেন৷ বাড়ির নক্সার সময়ে প্রকৃতির সঙ্গে সংযোগ তাঁদের জন্য গুরুত্বপূর্ণ ছিল৷ ভিতরে সাদা কাঠ ও চক রংয়ের দেওয়াল বাইরের প্রকৃতির সঙ্গে মেলবন্ধন ঘটায়৷ পেটার বলেন, ‘‘এখান থেকে অসাধারণ দৃশ্য দেখা যায়৷ বাড়িটা আসলে সেই দৃশ্যকে ঘিরেই তৈরি হয়েছে৷''

দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বাড়িটি দাঁড়িয়ে রয়েছে৷ দক্ষিণের বিশাল প্যানোরামা জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করে গোটা বাড়ি আলোকিত করে৷ বসার ঘর, কাজের ঘর, খাবার জায়গার প্রতিটি কোণে সেই আলো পৌঁছে যায়৷ পেটার ভাইস বলেন, ‘‘এটাই হলো দক্ষিণ দিক৷ অর্থাৎ এমনকি শীতকালেও বিস্তৃত এই উপত্যাকার কারণে সূর্যের আলো পাওয়া যায়৷ আইসল্যান্ডের অনেক অঞ্চলের মতো ওয়েস্টফিয়র্ডেও শীতকালে দু'মাস সরাসরি সূর্যের আলো পাওয়া যায় না৷ এখানে কিন্তু ১১ই ডিসেম্বর পর্যন্ত এবং তারপর ১লা জানুয়ারি থেকে সূর্যালোক আসে৷ তার মাঝের সময়ে মাত্র আধ মিনিট সূর্যের মুখ দেখা যায়৷''

ঋতুর সঙ্গে মানানসই

আইসল্যান্ডে শীতকাল মানে শুধু অন্ধকার নয়৷ প্রবল বাতাস ও বিশাল পরিমাণ বরফের কারণে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে৷ পেটার বলেন, ‘‘এই সব ছবিতে দেখতে পাচ্ছেন, সব জানালা পুরোপুরি বরফ ঢেকে গেছে৷ উপরে উঠে দুই মিটার বরফ কোদাল দিয়ে সরাতে হয়৷ তারপরই ঘরে একটু আলো ঢুকতে পারে৷''

আবহাওয়ার এমন পরিবর্তনের বিষয়টি মনে রেখে এমন সব উপকরণ দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে, যা সব পরিস্থিতিতে টিকে থাকতে পারে৷ মূল কাঠামো সিমেন্ট দিয়ে তৈরি৷ তার উপর লার্চ গাছের কাঠ ও অ্যালুমিনিয়াম৷ আর ছাদের উপর ঘাস রয়েছে৷

বাড়ির ১৫০ বর্গ মিটার এলাকা দুটি ভাগে বিভক্ত – মাঝে প্রবেশদ্বার৷ পেটার ভাইস বলেন, ‘‘এই ঘরটি শীতকালে সবচেয়ে বেশি ঠান্ডা হয়ে যায় আর গ্রীষ্মে সবচেয়ে গরম৷ গ্রীষ্মে এখানে যে উত্তাপ সৃষ্টি হয়, তা কাজে লাগানো সম্ভব৷ তা বাকি ঘরগুলিতে প্রবেশ করতে দেওয়া যায়, অথবা মাত্রাতিরিক্ত তাপমাত্রা এড়াতে দরজা বন্ধ করে তা আটকে দেওয়া যায়৷''

সূর্যোদয়ের দিকে শোবার ঘরগুলি অবস্থিত৷ একটি বিছানা পুরানো কাঠ পুনর্বব্যবহার করে তৈরি৷ তার অবশিষ্ট সাদা রং পাহাড়ের উপরে জমা সাদা বরফের মতো দেখতে৷

ঐতিহ্য ও আধুনিকতা

প্রতিটি ঘর থেকে সেই অপরূপ দৃশ্য দেখা যায়৷ এমনকি বাথরুম থেকেও বাইরে বের হওয়া সম্ভব৷ পেটার বিষয়টি বুঝিয়ে বলেন, ‘‘বাড়ির আকার ও শৈলি আইসল্যান্ডের চিরায়ত ঐতিহ্য মেনে তৈরি করা হয়েছে৷ সেখানকার কোনো স্কুলপড়ুয়া যেভাবে কোনো খামারবাড়ি আঁকে, বাড়িটি তেমন দেখতে৷ তবে যেভাবে ঢোকা আর বের হওয়া যায়, সেই বৈশিষ্ট্য ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাড়ির মতো৷'' 

এভাবে ঘরে-বাইরের মধ্যে সীমানা মিলেমিশে যায়৷ একদিকে সাজানো জীবনযাত্রা, অন্যদিকে জংলি প্রকৃতির মধ্যে ব্যবধান দূর হয়৷ পেটার ভাইস প্রকৃতির সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে থাকতে চান৷ আইসল্যান্ডের ঐতিহ্যবাহী বাড়িগুলিতেও মানুষ এভাবেই বসবাস করেন৷ তিনি বলেন, ‘‘এমন জায়গায় বাড়ি তৈরির অনুমতি পেয়ে, এখানে থাকার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি৷ যাঁরা পাশের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যান, তাঁদেরও যেন কিছু ফিরিয়ে দিতে পারছি৷ এই বাড়ির কোনোভাবে নিসর্গের সঙ্গে মানানসই হওয়া উচিত৷''

বাভেরিয়ার পেটার ভাইস ইউরোপের উত্তরপশ্চিম প্রান্তে আইসল্যান্ডের ওয়েস্টফিয়র্ডস অঞ্চলের এই সব খাড়া পাহাড়ে নিজস্ব এক নীড় খুঁজে পেয়েছেন৷

হালা ওলাফসডোটির/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ