1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইসল্যান্ডের টমেটো রেস্টুরেন্ট

২০ জুলাই ২০১৭

সবজি চাষের ‘গ্রিনহাউসের' ভিতরে এক  রেস্টুরেন্ট৷ আইসল্যান্ডের রাইকহোল্টের ফ্রিডহাইমার রেস্টুরেন্টে সব কিছুই টমেটোকে ঘিরে৷ টমেটোর পোলাও থেকে শুরু করে টমেটোর কেক, এমনকি ‘ব্লাডি মেরি' নামের টমেটো জুস দেওয়া ককটেল – সব টমেটোর!

DW euromaxx 20.06.2017
ছবি: NDR

সবচেয়ে বেশি চাহিদা হল টমেটো সুপের৷ শেফ ইয়ন সিগফুসন নিজে এই টমেটো সুপ তৈরি করে থাকেন৷ এক প্লেট টমেটো সুপের দাম হলো ২০ ইউরো – তবে সাথে রেস্টুরেন্টের নিজস্ব বেক করা পাঁউরুটি পাওয়া যায়৷

সিগফুসন জানালেন, ‘‘এটা হলো আমাদের পঞ্চম বর্ষ৷ শুরু করেছিলাম বছরে হাজার পাঁচেক অতিথি দিয়ে৷ গতবছর এসেছিলেন এক লাখ চল্লিশ হাজার গেস্ট৷ এ-বছর এক লাখ সত্তর হাজার থেকে ১ লাখ ৮০ হাজার খদ্দের আসবেন বলে আশা করছি৷ রেস্টুরেন্টভালোই চলেছে, আমরাও কাজের চাপে হাঁসফাঁস করছি না৷ সঠিক প্রস্তুতিই হলো আসল কথা৷''

ঘোড়ায় চড়া থেকে টমেটোর চাষ

যে ২০ জন কর্মী খাবার পরিবেশন করেন, তাদের মধ্যে আছেন ইয়ানিস শ্ভেংকে৷ বিজনেস ম্যানেজমেন্ট পড়া এই জার্মান নারী মোটা মাইনের চাকরি ছেড়ে আইসল্যান্ডে এসে বাসা বেঁধেছেন৷ তিনি রেস্টুরেন্টের অতিথিদের হটহাউসগুলো ঘুরিয়ে দেখান ও বুঝিয়ে দেন, আইসল্যান্ডের শীতল আবহাওয়ায় টমেটোর চাষ কীভাবে সম্ভব৷ ইয়ানিস বললেন, ‘‘এখানকার যে আবহাওয়া আর যে পরিবেশ, তার সুযোগ নিতে হবে৷

আইসল্যান্ডের টমেটো রেস্টুরেন্ট

02:38

This browser does not support the video element.

এখানকার প্রকৃতি, মাটির নীচে তাপ, উষ্ণ প্রস্রবণ, আবার ঠান্ডা জল বা রৌদ্রকিরণ, পরিবেশবান্ধব জ্বালানি, আমরা এ সব ব্যবহার করি৷ এগুলো হলো আইসল্যান্ডের বিশেষত্ব৷''

গ্রিনহাউসগুলিতে কৃত্রিমভাবে যে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া সৃষ্টি করা হয়েছে, তার কল্যাণে দিনে মোট এক টন টমেটো ফসল তোলা সম্ভব – যা কিনা গোটা দ্বীপের টমেটোর চাহিদার পাঁচ ভাগের এক ভাগ৷ ইয়ানিস শোনালেন, ‘‘আমার গাছপালার মধ্যে থাকতে ভালো লাগে৷ আমি ঘোড়া ভালোবাসি, ঘোড়ায় চড়তে ভালোবাসি – আমি যখন প্রথম আইসল্যান্ডে আসি, তখন তার কারণই ছিল ঘোড়ায় চড়া৷ টুরিস্ট হিসেবে এসেছিলাম, তারপর অনেকে বন্ধু হয়ে পড়ে৷ বার বার এখানে বেড়াতে এসেছি, শেষমেষ এই চাকরিটাও পেয়েছি৷''

কাজেরও কোনো অভাব নেই – বিশেষ করে আইসল্যান্ডের ফ্রিডহাইমার টমেটো রেস্টুরেন্টে৷

উডো বিস/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ