1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইসিজে: রাশিয়ার বিরুদ্ধে ভোট ভারতীয় বিচারপতির

১৭ মার্চ ২০২২

আন্তর্জাতিক আদালতে ইউক্রেন নিয়ে রায়ের ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলেন ভারতীয় বিচারপতি।

হেগ-এ আইসিজে ভবন। ছবি: Yves Herman/REUTERS

ভারত এখনো ইউক্রেনে আগ্রাসন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোট দেয়নি। কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস(আইসিজে)-এ ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারি রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলেন।

রাশিয়াকে আইসিজে-তে টেনে এনেছে ইউক্রেন। তারা বলেছে, রাশিয়া অন্যায়ভাবে ইউক্রেন আক্রমণ করেছে। এখন রাশিয়া যেন অবিলম্বে তাদের সামরিক অভিযান বন্ধ করে।

আইসিজে-ও রায় দিয়েছে, রাশিয়াকে অবিলম্বে লড়াই বন্ধ করে ইউক্রেন থেকে চলে যেতে হবে। এমনিতে আইসিজে-র রায় মানা বাধ্যতামূলক। তবে রাশিয়া এই রায়ের পরও ইউক্রেন ছেড়ে যাওয়ার ব্যাপারে বিন্দুমাত্র উৎসাহ দেখায়নি। তারা আগের মতোই ইউক্রেনের বিভিন্ন শহরে বোমা ফেলছে, গোলা মারছে।

আইসিজে বলেছে, তারা ইউক্রেনে রাশিয়ার শক্তিপ্রদর্শন নিয়ে খুবই চিন্তিত। আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে এটা খুবই গুরুতর বিষয়।

আইসিজে-তে ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারি এই রায়ের ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন। বিচারপতি ভান্ডারি আইসিজে-তে ভারত সরকার ও বিভিন্ন মিশনের সমর্থনে নির্দিষ্ট সময়ের জন্য বিচারপতি নিযুক্ত হয়েছেন।

সরকারি সূত্র জানাচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়া তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং রাশিয়া-ইউক্রেন নিয়ে তার নিজস্ব বিশ্লেষণের ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান কিন্তু দলবীরের সিদ্ধান্তের সঙ্গে মেলে না। ভারত এই সংঘাতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। তারা দুই পক্ষকেই যুদ্ধবিরতিতে রাজি হতে অনুরোধ করেছে। জাতিসংঘে ভারত এনিয়ে দুইবার ভোটাভুটিতে বিরত থেকেছে। ভারত রাশিয়ার পক্ষে বা বিপক্ষে ভোট দেয়নি।

কিন্তু আইসিজে-তে ভারতীয় বিচারপতি ভোট দিয়েছেন এবং রাশিয়ার বিপক্ষে দিয়েছেন। মোট ১৩ জন বিচারপতি রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন, দুইজন পক্ষে।

আইসিজে-তে রাশিয়ার বক্তব্য ছিল, এই আবেদনের বিচার করার অধিকার তাদের নেই। কারণ, এই মামলা ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের আওতায় পড়ে না। আর রাশিয়া আত্মরক্ষার তাগিদে এই কাজ করেছে বলে দাবি।

জিএইচ/এসজি (এএফপি, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ