1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইসিসি’র অভিযোগের মুখে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং

২৩ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বকাপ ক্রিকেটে বুধবার খেলা হয়েছে কেনিয়া ও পাকিস্তানের মধ্যে৷ শ্রীলঙ্কার হাম্মানটোটায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদী৷ মাঠে নেমে ক্রিকেটে তাঁদের সুনাম এই ম্যাচেও ধরে রাখলো পাকিস্তান৷

রিকি পন্টিংছবি: AP

এর আগে কেনিয়ার বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ খেলে পাকিস্তান৷ যার মধ্যে কোনোটিতে জিততে পারেনি কেনিয়া৷

আবার বাংলাদেশের ব্যাটসম্যান অলোক কাপালী বলেছেন, ‘‘সবাই ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে মাতামাতি করছে৷ কিন্তু কেউ পাকিস্তানের নাম নিচ্ছেনা৷ কিন্তু আমি বলবো, পাকিস্তানও শিরোপা জিততে পারে৷ সেই ক্ষমতা আছে পাকিস্তানের৷''

অন্যদিকে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অভিযোগের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি অস্ট্রেলিয়ান ড্রেসিং রুমের টিভি ভেঙে ফেলেছেন৷ অবশ্য পরে নাকি রিকি পন্টিং এর জন্য ক্ষমাও চেয়েছেন৷ ঘটনাটি ঘটেছিলো গত সোমবার৷ সেদিন ভারতের আহমেদাবাদে চলছিলো অস্ট্রেলিয়ার সঙ্গে জিম্বাবোয়ের খেলা৷ আর সেই খেলায় রান আউট হওয়ার পর এই অধিনায়ক ড্রেসিং রুমে ঢুকে দেখতে পান টিভিতে রান আউটের দৃশ্যটি আবারও দেখানো হচ্ছে৷ তখনই তাঁর সব রাগ দুঃখ গিয়ে পড়ে টিভি বেচারার উপর৷

এদিকে বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ২৫ ক্রিকেট বাজিকরের বিষয়ে সতর্ক বাংলাদেশ সরকার৷ তারা যেন বাংলাদেশে ঢুকতে না পারে , সেজন্য নজরদারি বাড়ানো হচ্ছে বিমানবন্দরগুলোতে৷ আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে ২৫ জন বাজিকরের একটি তালিকা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে৷ মন্ত্রনালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, বাজিকররা যেন কোনো ক্রিকেট দলের কারো সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পারে কিংবা কোনো দল সম্পর্কে আগাম বিশেষ কোনো তথ্য পেতে না পারে, সে বিষয়েও সতর্ক সরকার৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ