বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি-র চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। বললেন, ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দেবেন।
বিজ্ঞাপন
বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসি-র চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।
জয় শাহ জানিয়েছেন, আইসিসি-র চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর তার প্রথম কাজ হবে ক্রিকেটকে আরো বেশি করে গোটা বিশ্বে ছড়িয়ে দেয়া। বিশেষ করে ২০২৮-এর অলিম্পিকে ক্রিকেটকে ঢোকানো হয়েছে, তারপর তা আরো ছড়িয়ে দেয়া তার দায়িত্বের মধ্যে পড়ে বলে জয় শাহ জানিয়েছেন।
জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও নিউজ১৮ জানিয়েছে, আইসিসি-তে বর্তমানে ১৬ জন সদস্য আছে। মনোনয়নপত্র পেশ করার সময় ১৫টি দেশ জয় শাহকে সমর্থন করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) সেসময় 'নীরব দর্শক' ছিল।
নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেছেন, ''আমি আইসিসি-র সদস্য দেশগুলির সঙ্গে একযোগে কাজ করে ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দেয়ার চেষ্টা করব। এখন অনেকগুলি ফর্ম্যাটে ক্রিকেট খেলা হয়। সেখানে ভারসাম্য বজায় রাখাটা জরুরি। আমি আরো বেশি করে প্রযুক্তি ব্যবহারকে উৎসাহ দিতে চাই। আমরা চাই, ক্রিকেটকে সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় খেলা হিসাবে সামনে নিয়ে আসতে।''
ক্রিকেটে যে নিয়মগুলো এবার বদলে গেল
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আইসিসি-র কমিটি ক্রিকেটে বেশ কয়েকটি নিয়ম বদল করলো। ছবিঘরে থাকলো নিয়মবদলের কথা।
ছবি: Arun Sankar/AFP/Getty Images
হেলমেট পরতেই হবে
কোনো পেসার বল করলে ব্যাটারকে হেলমেট পরতেই হবে। আগে হেলমেট না পরলেও চলতো। কিন্তু এবার তা বাধ্যতামূলক করা হলো। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে আইসিসি জানিয়েছে।
ছবি: Punit Paranjpe/AFP
উইকেটরক্ষকদেরও হেলমেট
উইকেটরক্ষকেরা যখন স্টাম্পের একেবারে কাছে দাঁড়িয়ে উইকেটরক্ষা করবেন, তখনো তাদের বাধ্যতামূলকভাবে হেলমেট পরতে হবে। ব্যাটারের খুব কাছে দাঁড়ানো ফিল্ডারকেও হেলমেট পরে ফিল্ড করতে হবে।
ছবি: SAJJAD HUSSAIN/AFP/Getty Images
কেন এই সিদ্ধান্ত?
পুরুষদের জন্য আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ''আমরা প্লেয়ারদের সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমাদের মনে হয়েছে, প্লেয়ারদের জন্য একেবারে কাছে ফিল্ডিং করার সময় হেলমেট বাধ্যতামূলক করা দরকার।''
ছবি: Grant Pitcher/Gallo Images
সফট সিগন্যাল আর নয়
এখন আম্পায়াররা কোনো সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানোর সময় সফট সিগন্যাল দেন। অর্থাৎ, তারা আগে জানিয়ে দেন, কেউ রান আউট বা অন্য কোনো আউট হয়েছেন কি না, তারপর তা তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। এখন থেকে সরাসরি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠাতে হবে। নিজেদের সিদ্ধান্ত জানাবার দরকার নেই।
ছবি: ISHARA S. KODIKARA/AFP
সৌরভের বক্তব্য
সৌরভ বলেছেন, গত কয়েকবছর ধরে সফট সিগন্যাল নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। কমিটি অনেক সময় নিয়ে তর্ক-বিতর্ক করেছে। তারপর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, সফট সিগন্যাল দেয়ার কোনো দরকার নেই। যখন কোনো ক্যাচ ঠিকভাবে ধরা হয়েছে কি না, তা ঠিক করার ভার তৃতীয় আম্পায়ারকে দেয়া হয়, তখন মাঠের আম্পায়াররা সফট সিগন্যাল দিলে বিভ্রান্তি তৈরি হয়।
ছবি: Getty Images/AFP/P. Paranjpe
ফ্রি হিটে রান
ফ্রি হিটের সময় বল স্টাম্পে লেগে বোল্ড হওয়ার পরেও রান নেয়া যাবে এবং তা দলের স্কোরের সঙ্গে যুক্ত হবে। উপরের ছবিটি বিরাট কোহলির। পাকিস্তানের বিরুদ্ধে ফ্রি হিটে বোল্ড হয়েছিলেন তিনি।
ছবি: Martin Keep/AFP
১ জুন থেকে
নতুন নিয়ম চালু হবে আগামী ১ জুন থেকে। ওইদিন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড চারদিনের টেস্ট খেলতে নামছে।
জয় শাহ বলেছেন, ''আমরা নতুন চিন্তাভাবনাকে, নতুন প্রযুক্তিগত উদ্ভাবনকে সঙ্গে নিয়ে চলতে চাই, যাতে সারা বিশ্বে ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠতে পারে। ২০২৮-এর অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমি আশাবাদী।''
আইসিসি চেয়ারম্যানের আর্থিক সুবিধা
লাইভ মিন্ট জানিয়েছে, বিসিসিআই সচিব হিসাবে জয় শাহ কোনো বেতন পেতেন না। কারণ, বিসিসিআইয়ের সচিব, সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ পদ হলো সম্মানিক। এই পদে কোনো বেতন পাওয়া যায় না। তবে তারা ভাতা পান, কাজে গেলে থাকা-খাওয়ার পুরো খরচ বোর্ড দেয়।
মাই-খেল-কে উদ্ধৃত করে লাইভমিন্ট জানিয়েছে, বিসিসিআই সচিব আন্তর্জাতিক বৈঠকে গেলে দিনে এক হাজার ডলার পান। দেশের ভিতরে বোর্ডের বৈঠকে যোগ দিতে গেলে বিজনেস ক্লাসের টিকিট ও দিনে ৪০ হাজার টাকা ও লাক্সারি হোটেলে থাকার খরচ পান। বোর্ডের অন্য কাজে গেলে ৩০ হাজার টাকা পান।
আইসিসি-র পদে যারা থাকেন, তারাও কোনো বেতন পান না। তবে তারাও ভাতা ও অন্য খরচ পান। তবে সেই ভাতার পরিমাণ কত, তা আইসিসি জানায়নি।