1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঐক্যের আহ্বান ওবামার

২৫ সেপ্টেম্বর ২০১৪

বারাক ওবামা গোটা বিশ্বের উদ্দেশ্যে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে সংগ্রামে যোগ দেবার ডাক দিয়েছেন৷ জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে অন্যান্য সংকটের ক্ষেত্রেও ঐক্যের আহ্বান জানান তিনি৷

UN Vollversammlung 24.09.2014 - Barack Obama
ছবি: Getty Images/A. Burton

ওবামার মতে, হিংসাত্মক জঙ্গিবাদের ক্যানসার মুসলিম বিশ্বের অনেক অংশে ধ্বংসলীলা চালিয়ে আসছে, যা মানবজাতির ভবিষ্যতের জন্য বড় হুমকি৷ এর ফলে একের পর এক সংকট সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন৷ ইসলামিক স্টেট (আইসিস বা আইএস) জঙ্গি সংগঠনকে ধ্বংস করতে অ্যামেরিকা তাই এক আন্তর্জাতিক জোট গড়ে তুলছে৷ বিশেষ করে আইএস যাতে বিভিন্ন দেশ থেকে সদস্য জোগাড় করতে না পারে, সে বিষয়ে সব সরকারকে সতর্ক করে দিচ্ছে মার্কিন প্রশাসন৷ সেই সঙ্গে বৃহত্তর মুসলিম সমাজকেও আইএস ও আল-কায়েদার মতবাদ প্রত্যাখ্যান করার ডাক দেওয়া হচ্ছে৷

আইএস-এর বিরুদ্ধে সামরিক অভিযানে অ্যামেরিকার পাশে এসে দাঁড়িয়েছে ফ্রান্স ও ব্রিটেন সহ পাঁচটি আরব রাষ্ট্রও৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন, যে ইরাক সরাসরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আইএস-বিরোধী অভিযানে সমর্থনের অনুরোধ করেছে৷ ফলে এই অভিযানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের ভিত্তি সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন৷ নিরাপত্তা পরিষদ এরই মধ্যে ঐক্যবদ্ধভাবে আইএস জঙ্গিদের ‘রিক্রুটমেন্ট'-এর বিরুদ্ধে একটি প্রস্তাব অনুমোদন করেছে৷ তাতে সব দেশের উদ্দেশ্যে এটা বন্ধ করার ডাক দেওয়া হয়েছে৷

জাতিসংঘের সাধারণ পরিষদে ওবামা বলেন, জঙ্গিবাদের ক্যানসার মানবজাতির ভবিষ্যতের জন্য বড় হুমকিছবি: Reuters/Brendan McDermid

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন নিউ ইয়র্কে উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গোটা বিশ্ব এমন মাত্রার হিংসা ও এতগুলি সমান্তরাল সংকট দেখেনি, যেমনটা এই মুহূর্তে দেখা যাচ্ছে৷ ইসলামিক স্টেট জঙ্গিদের কার্যকলাপের পাশাপাশি এবোলা ভাইরাসের প্রসার নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন৷ ইউক্রেন, গাজা, দক্ষিণ সুদান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সংকট সমাধানের লক্ষ্যেও তিনি ঐক্যের আহ্বান জানান৷

এদিকে আইএস-এর বিরুদ্ধে মার্কিন অভিযান সম্পর্কে আরও খবর পাওয়া যাচ্ছে৷ সিরিয়ায় আইসিস নিয়ন্ত্রিত তৈলকূপের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে কোয়ালিশন বাহিনী৷ তবে ক্ষয়ক্ষতি ও হতাহতদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি৷

এসবি/ডিজি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ