1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমি আহমদিদের পাশে'

ফেলিক্স তামসুট/এসি৬ ডিসেম্বর ২০১৫

আরব বসন্তের পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিদ্রোহের হাতিয়ারও বটে৷ তাই ‘আমি আহমদিদের পাশে' – এই হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় সংখ্যালঘু আহমদি সম্প্রদায়ের প্রতি সংহতি জানাচ্ছেন পাকিস্তানিরা, একটি দশদিনব্যাপী অভিযানে৷

Pakistan - Ausgebrannte Fabrik in Jehlum
ছবি: Getty Images/AFP

প্রায় সপ্তাহখানেক আগে একজন আহমদিকে গ্রেপ্তার করা হয় পাকিস্তানে৷ অভিযোগ – তিনি নাকি পবিত্র কোরানের কিছু কপি পুড়িয়েছেন৷ খবরটা ফাঁস হবার পর যে কারখানায় তিনি নিরাপত্তা প্রধান হিসেবে কাজ করতেন, ক্ষিপ্ত জনতা সেখানে ঢুকে আগুন ধরিয়ে দেয়৷ এর পরের দিন আগুন ধরানো হয় একটি আহমদি মসজিদেও৷

এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনকারীরা সোশ্যাল মিডিয়ায় তাঁদের অভিযান শুরু করেন: ‘আমি আহমদিদের পাশে', এই হ্যাশট্যাগ ব্যবহার করে৷ হ্যাশট্যাগটি এখন পাকিস্তানে ‘ট্রেন্ড' করেছে৷ এমনকি অভিযানের জন্য একটি ওয়েবসাইটও সৃষ্টি করা হয়েছে৷

পয়লা ডিসেম্বর, যেদিন অভিযান শুরু হয়, সেদিন সকলকে আহমদি সম্প্রদায়ের সমর্থনে টুইট করতে বলা হয়েছিল৷ অনেক অংশগ্রহণকারী আহমদিরা পবিত্র কোরানের যে মানবিকতাপূর্ণ ব্যাখ্যা করে, তার কথা উল্লেখ করেছেন৷ আহমদিদের মতে ধর্মের নামে যুদ্ধ করা চলে না৷

যে সব বিখ্যাত আহমদি দেশের জন্য অবদান রেখেছেন, পাকিস্তানিরা তাদেরও নাম করছেন – যেমন দেশের একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী৷

শীঘ্রই আহমদিদের প্রতি সমর্থন পাকিস্তানের বাইরেও ছড়িয়ে পড়ে৷ #আইস্ট্যান্ডউইথআহমদিজ# অভিযানের প্রতি সমর্থন আসতে থাকে ভারত, দুবাই, এমনকি অ্যামেরিকা থেকে৷

কিছু আহমদি নিজে অভিযানে অংশ নিয়েছেন, এই বিপুল সমর্থন ও সহানুভূতির জন্য ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে৷ একজন আহমদি নিপীড়নকারীদের প্রতি বার্তাও রেখেছেন৷

প্রসঙ্গত, ১৯৭৪ সালে পাকিস্তান সংসদ আহমদিদের অ-মুসলিম বলে ঘোষণা করে, পরে তা সংবিধানেও অন্তর্ভুক্ত করা হয়৷

সাম্প্রতিক প্যারিস সন্ত্রাসের পর আহমদিদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হজরত মির্জা মসরুর আহমদ এই সন্ত্রাসবাদী আক্রমণ ও অপরকে হত্যার অজুহাত হিসেবে ধর্মের ব্যবহারের নিন্দা করেন৷

#আইস্ট্যান্ডউইথআহমদিজ# অভিযান শেষ হবে ১০ই ডিসেম্বর৷ উদ্যোক্তাদের আশা, তার মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে, আহমদিদের উপর আক্রমণ বন্ধ হওয়া চাই ও তাঁরা যা-তে নিরাপদে, শান্তিতে বাস করতে পারে, তার ব্যবস্থা করা চাই৷

বন্ধু, আপনিও কি সংখ্যালঘু আহমদি সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে চান? তাহলে #IStandWithAhmadis ব্যবহার করে লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ