1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আই পেইন্ট: অন্যরকম চিত্রকর্ম

২০ সেপ্টেম্বর ২০১৬

ডাচ চিত্রশিল্পী টাইমে টেরমাট অসাধারণ প্রতিভার অধিকারী৷ তিনি ভিন্নরকম একটি ভিডিওচিত্র নির্মাণ করেছেন যার নাম ‘আই পেইন্ট'৷ ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে কয়েক কোটি বার৷

Video Still Maler Thijme Termaat
ছবি: DW

বর্তমান যুগ ডিজিটাল৷ তাই আপনি যত অসাধারণ শিল্পীই হন, একটু ব্যতিক্রমী না হলে যেন আপনার কাজের সঠিক মূল্যায়ন হয় না৷ সে কারণেই টেরমাট অন্য এক পন্থা বেছে নিয়েছেন তার শিল্পীস্বত্তাকে সবার মাঝে পৌঁছে দিতে৷ আড়াই বছর ধরে একনাগারে ছবি এঁকেছেন তিনি৷

আর ঐ ছবিগুলোর পাশাপাশি ক্যামেরায় দেড় হাজার ‘টাইম ল্যাপস' ছবি তুলেছেন কখনো নিজে মডেল হয়ে , কখনো অন্য মডেলদের নিয়ে৷ এরপর সব ছবিকে ভিন্নভাবে জুড়ে দিয়ে একটি ভিডিও নির্মাণ করেছেন৷ তার এত কষ্ট আর পরিশ্রম বৃথা যায়নি৷ ইউটিউবে এখন পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ১৭ লাখ বার৷ ওয়েবসাইটে দেখা হয়েছে ২ কোটি ৮০ লাখ বার৷

২৯ বছরের এই শিল্পী তার চমৎকার কাজগুলোর সঙ্গে ক্যামেরা ও ইন্টারনেটের সাহায্যে চমৎকার এক ভিডিও নির্মাণ করেছেন, যা কতটা বাস্তব বা অবাস্তব তা বোঝা কঠিন৷ এই দৃষ্টিভ্রম বা ইলিউশন বুঝতে হলে আপনাকে ভিডিওটি দেখতে হবে৷ তবে ভিডিওটি একবার দেখে অনেকেই বুঝতে পারেনি, বার বার দেখেছেন৷

ফলে শিল্পীদের জন্য এটি একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে বলে জানিয়েছেন টেরমাট৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ