1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

৬ অক্টোবর ২০১২

বুন্ডেসলিগার চলতি মৌসুমে আউগসবুর্গ একমাত্র দল যারা তাদের প্রথম ছয়টি খেলার কোনটিতেই জয় পায়নি৷ তবে তাদের সেই ব্যর্থতার ধারায় ছেদ ঘটিয়ে ভের্ডার ব্রেমেনের বিরুদ্ধে দুই গোলের ব্যবধানে জয় পেল আউগসবুর্গ৷

ছবি: dapd

বুন্ডেসলিগার সপ্তম দিনের খেলায় আউগসবুর্গ মাঠে নামে মাত্র দুই গোল ও দুই পয়েন্ট নিয়ে৷ তবে নিজেদের মাঠে খেলা শুরুর মাত্র দুই মিনিটেই প্রথম গোল করে আউগসবুর্গকে এগিয়ে দেন টোবিয়াস ভের্নার৷ পাউল ফেরহায়েগ-এর তুলে দেওয়া বলটি বেশ চমৎকারভাবে কাজে লাগান ভের্নার৷ তবে ১৭ মিনিট পর চলতি মৌসুমে তাঁর তৃতীয় গোল করে ভের্ডার ব্রেমেনকে সমপর্যায়ে নিয়ে যান বেলজিয়ান তারকা কেভিন ডে ব্রুয়নে৷ প্রায় ৪০ মিটার দূর থেকে ফ্রি কিক করেন ব্রুয়নে৷ প্রতিপক্ষের শক্ত ব্যুহ ভেদ করে বাউন্স করে বলটি গিয়ে আউগসবুর্গের জাল ছুঁয়ে দেয়৷

অবশ্য এতেই দমে যাননি পয়েন্ট তালিকায় একেবারে নিচের দিকে থাকা আউগসবুর্গের লড়াকুরা৷ ৩২ মিনিটে জিম্বাবুয়ের মিডফিল্ডার নলেজ মুসোনার তুলে দেওয়া বল খুব কাছ থেকে জালে জড়িয়ে দেন শ্টেফান হাইন৷ হাইনের গোলটি আউগসবুর্গের খেলোয়াড়দের উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়৷ নতুন উদ্যমে তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ঝাঁপিয়ে পড়ে৷ কিন্তু ভের্ডার ব্রেমেনের শক্ত প্রতিরোধের মুখে বেশ দীর্ঘ সময় আর লক্ষ্যভেদ করতে পারেনি স্বাগতিকরা৷

খেলার একটি দৃশ্যছবি: picture-alliance/dpa

দ্বিতীয়ার্ধে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় আউগসবুর্গ৷ শেষ পর্যন্ত ৭২ মিনিটে ২৫ মিটার দূর থেকে ফ্রি কিক করে তৃতীয় গোলটি করেন ডানিয়েল বায়ার৷ চলতি মৌসুমে ২৮ বছর বয়সি বায়ারের এটিই প্রথম গোল৷ ফল দাঁড়ায় ৩-১ গোলে আউগসবুর্গের জয়৷ এর ফলে সাতটি খেলা শেষে তাদের মোট পয়েন্ট পাঁচ৷ অবশ্য ভের্ডার ব্রেমেনের চেয়ে এখনও তারা দুই পয়েন্ট কম নিয়ে অবস্থান করছে ১৫তম স্থানে৷

সপ্তাহান্তের প্রথম দিন হোফেনহাইম, ভোল্ফসবুর্গ, নুরেমব্যার্গ, ফরটুনা ডুসেলডর্ফ এবং হামবুর্গ এর বিরুদ্ধে লড়ছে যথাক্রমে বায়ার্ন মিউনিখ, শালকে, ফ্রাইবুর্গ, মাইন্স এবং গ্রয়থ্যার ফ্যুর্থ৷ আর রবিবার রয়েছে বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ বনাম আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, শ্টুটগার্ট বনাম বায়ার লেভারকুজেন এবং হানোফার বনাম বোরুসিয়া ডর্টমুন্ডের খেলা৷

এএইচ / জেডএইচ (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ