1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ‘আউটসোর্সিং'

৬ ফেব্রুয়ারি ২০১২

বাংলাদেশের অনেক তরুণ ইদানিং ‘আউটসোর্সিং' করে বেশ ভাল আয় করছেন৷ তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার৷ এদের দেখে অনেকে এই কাজে আগ্রহী হয়ে উঠছেন৷ কিন্তু কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না৷ আবার কেউ কেউ মনে করছেন কাজটা বেশ কঠিন৷

প্রযুক্তির কল্যাণে পরিষেবার ক্ষেত্রে দূরত্ব কোনো সমস্যাই নয়ছবি: dapd

সাফল্যকথা

কুষ্টিয়ার ছেলে রাসেল৷ পড়েন ভেড়ামারা কলেজে৷ গত চার মাসে ঘরে বসে তিনি আয় করেছেন প্রায় দেড় লক্ষ টাকা৷ সেটা সম্ভব হয়েছে আউটসোর্সিং এর কারণে৷ গরিবের ঘরে জন্ম নেয়া রাসেলের হাতে এখন অনেক কাজ৷

যোগ্যতা

এই রাসেলের মত হতে কী যোগ্যতা প্রয়োজন? ফ্রিল্যান্সিং সাইট ‘ওডেস্ক' এর বাংলাদেশ অংশের সাবেক শীর্ষ কর্মকর্তা রূপম রাজ্জাক বলছেন, ‘‘বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের জন্য ইংরেজিতে ভাল হতে হবে৷ আর কম্পিউটার বিষয়ক কোনো একটা ব্যাপারে দক্ষ হতে হবে৷ সেটা হতে পারে প্রোগ্রামিং বা গ্রাফিক ডিজাইনিং ইত্যাদি৷''

‘আউটসোর্সিং'এর ক্ষেত্রে এগিয়ে যেতে পারে বাংলাদেশওছবি: dpa

শুধু কম্পিউটারের সাধারণ ব্যবহার জানলে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব? রাজ্জাক বলছেন, ‘‘এক্ষেত্রে ডাটা এন্ট্রি বা প্রবন্ধ লেখা এ ধরণের কাজ পাওয়া যেতে পারে৷ কোনো একটি বইয়ের পুরো লেখাটা এমএস ওয়ার্ড'এ টাইপ করে দেয়া ডাটা এন্ট্রির এক ধরণের কাজ৷ আবার বিভিন্ন ফাইল থেকে লেখা খুঁজে এক জায়গায় জড়ো করাটাও এক ধরণের ডাটা এন্ট্রির কাজ হতে পারে৷''

রাজ্জাক বলছেন, বাংলাদেশি ফ্রিল্যান্সাররা সাধারণত ওয়েব ও গ্রাফিক ডিজাইনিং'এর কাজ বেশি করে থাকে৷ এছাড়া ‘সাইট ইঞ্জিন অপটিমাইজেশন'এর কাজও করছে তারা৷

কয়েকটি ফ্রিল্যান্সিং সাইট

যারা ফ্রিল্যান্সিং'এ আসতে চান তারা ওডেস্ক (www.odesk.com), ফ্রিল্যান্সার (www.freelancer.com), ইল্যান্স (www.elance.com), গুরু (www.guru.com) এসব ওয়েবসাইটে যেতে পারেন৷ সেখানে বিস্তারিত তথ্য পাওয়া যাবে৷ রাজ্জাক বলেন, এসব সাইটে গিয়ে আগে নিজের প্রোফাইল তৈরি করতে হবে৷ প্রোফাইলে অতীতে করা কাজগুলো উল্লেখ করতে হবে৷ সেটা না থাকলে কাজের ‘ডেমো' তৈরি করতে হবে৷ অর্থাৎ আপনি যে কাজ পারেন সেটা ক্রেতাদের বোঝাতে হবে৷

দেশে বসে বিদেশের জন্য কাজ করার ক্ষেত্রে ভারত বেশ এগিয়ে রয়েছেছবি: AP

রাজ্জাক বলছেন, প্রতি ঘণ্টা কাজের জন্য আপনি কত টাকা চান প্রোফাইলে সেটা উল্লেখ করতে হয়৷ কাজ পাওয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ৷ তাই শুরুতেই বেশি টাকার উল্লেখ না করার পরামর্শ দিয়েছেন তিনি৷ রাজ্জাক বলেন, ‘‘সফলভাবে কাজ করলে ক্রেতারা আপনার সম্পর্কে ভাল মন্তব্য করবে৷ সেটা আপনার প্রোফাইলে দেখা যাবে৷ এভাবে কয়েকটা ভাল মন্তব্য যোগাড় করতে পারলে আপনি ভবিষ্যতে আপনার রেটটা বাড়াতে পারবেন৷''

টাকা পাওয়ার নিশ্চয়তা

রাজ্জাক বলছেন, ‘‘ওডেস্ক, ইল্যান্স এসব সাইট যে প্রযুক্তি ব্যবহার করে তাতে ঘন্টা-প্রতি কাজের ক্ষেত্রে টাকা পাবার নিশ্চয়তা রয়েছে৷''

আর ঘন্টা-প্রতি ছাড়া ‘ফিক্সড প্রাইস' অর্থাৎ নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট টাকা, এসব ক্ষেত্রেও অর্থ পাওয়া নিশ্চিত করা যায়৷ তবে এজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, ‘‘আপনি যে ফ্রিল্যান্সিং সাইটটা ব্যবহার করছেন টাকাটা তাদের কাছে রাখতে হবে৷''

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ