1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আউশভিৎস: ১০ লাখ মানুষকে হত্যা যেখানে

২৭ জানুয়ারি ২০২০

আডল্ফ হিটলারের নাৎসি বাহিনী পোল্যান্ডের আউশভিৎসে একটি কনসেন্ট্রেশন ক্যাম্প গড়ে তুলেছিল৷ সেখানে দশ লাখের বেশি মানুষকে হত্যা করা হয়, যাঁদের বেশিরভাগই ইহুদি ছিলেন৷

Gedenken in Auschwitz zum 75. Jahrestag der Befreiung
ছবি: picture-alliance/ANP/R. de Waal

১৯৪৫ সালের ২৭ জানুয়ারি সোভিয়েত সেনাবাহিনী সেই কুখ্যাত ক্যাম্প আউশভিৎস মুক্ত করেছিল৷ সোমবার সেই ঘটনার ৮০ বছর পূর্তি পালিত হচ্ছে৷

এই উপলক্ষ্যে হলোকস্ট থেকে মুক্তি পাওয়া দুশো'র বেশি মানুষসহ ৫০টির বেশি দেশের প্রতিনিধিরা আউশভিৎসে জড়ো হচ্ছেন৷ 

গণহত্যার কারখানা

পোল্যান্ডের আউশভিৎসে প্রায় ৪০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে আউশভিৎস-বির্কেনাউ নিধন শিবির গড়ে তুলেছিল নাৎসিরা৷ পোল্যান্ডসহ যেসব দেশ নাৎসিদের দখলে ছিল সেসব দেশ ও জার্মানি থেকে নিরপরাধ মানুষদের সেখানে গবাদি পশুর মতো মালগাড়িতে করে নিয়ে যাওয়া হতো৷

সংখ্যায় ইহুদিরা বেশি হলেও অনেক রাজনৈতিক বন্দি, অসুস্থ, সমকামী ইত্যাদি মানুষকে নাৎসিদের রোষের শিকার হতে হয়েছিল৷ প্রথমেই তাদের মধ্য থেকে কর্মক্ষম মানুষদের আলাদা করা হতো৷ মা ও শিশু, বৃদ্ধ-বৃদ্ধা, অসুস্থ মানুষদের তাঁদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে গ্যাস চেম্বারে পাঠিয়ে দেওয়া হতো৷ নারকীয় সেই নিধনযজ্ঞের পর আউশভিৎসের মধ্যে অবস্থিত চারটি শ্মশানে লাশের গণদাহ করা হতো৷ নাৎসিদেরই সূত্র অনুযায়ী, দিনে প্রায় চার হাজার ৭০০ দেহ এভাবে পোড়ানো হতো৷ যাঁরা আরও কিছুদিন জীবিত থাকার সুযোগ পেতেন, তাঁদের কঠিন পরিশ্রম করতে হতো৷ এভাবে পরিশ্রম করতে গিয়ে তাঁরা অর্ধ-মৃত হয়ে যেতেন৷ আউশভিৎস ক্যাম্পের কাছে গড়ে ওঠা শিল্প কারখানায় বন্দিদের দাস হিসেবে কাজ করানো হতো৷

১৯৪৫ সালের ২৭ জানুয়ারি সোভিয়েত সৈন্যরা যখন আউশভিৎস মুক্ত করেন তখন সেখানে প্রায় পাঁচ হাজার মানুষ মৃত্যুর দিন গুনছিলেন৷

নাৎসিরা অনেকগুলো ক্যাম্প প্রতিষ্ঠা করলেও আউশভিৎসই নাৎসিদের অপরাধের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে৷

জেডএইচ/কেএম (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ