আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা অন্যায্য, আত্মঘাতী : শেখ হাসিনা
২৯ অক্টোবর ২০২৫
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা৷ কথা বলেছেন, আওয়ামী লীগ, নির্বাচন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা, নিজের বাংলাদেশে ফেরাসহ অনেক বিষয়ে৷
লিখিতভাবে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, ‘‘আওয়ামী লীগসহ সকল প্রধান দলের সরাসরি অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না৷'' ছবি: Bangladesh Prime Minister's Office/AFP via Getty Images
বিজ্ঞাপন
ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা৷ আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সকে দেয়া লিখিত সাক্ষাৎকারে আওয়ামী লীগ, নির্বাচন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা, নিজের বাংলাদেশে ফেরাসহ অনেক বিষয়েই কথা বলেছেন তিনি৷
এএফপি এবং রয়টার্স – দুই আন্তর্জাতিক সংবাদ সংস্থারই দাবি তাদের লিখিত প্রশ্নের উত্তর দিয়েই ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম সরাসরি কথা বলেছেন শেখা হাসিনা৷
এএফপিকে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগসহ সকল প্রধান দলের সরাসরি অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না৷’’
তবে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি৷ তার মতে, ‘‘আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্য নয়, এটি আত্মঘাতীও৷’’ রয়টার্সকে পরবর্তী নির্বাচন এবং সরকার সম্পর্কেও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি৷ শেখ হাসিনা বলেন, ‘‘পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনি বৈধতা থাকতে হবে৷ আওয়ামী লীগকে লক্ষ লক্ষ মানুষ সমর্থন করে৷ তাই এখন যা পরিস্থিতি, তাতে তারা ভোট দেবে না৷ একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না৷’’
আওয়ামী লীগের সমর্থকরা অন্য দলকে ভোট দিতে পারেন – এমন সম্ভাবনা নাকচ করে দিয়ে দলটির সভানেত্রী বলেন, ‘‘আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য কোনো দলকে সমর্থন করতে বলছি না৷’’ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নিজের দলের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘‘এখনো আশা করি, সাধারণ বুদ্ধি-বিবেচনার জয় হবে এবং আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে৷’’
রয়টার্সকে তার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলা সম্পর্কে তিনি বলেন, ‘‘এসব কার্যক্রম রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নাটক৷’’ শেখ হাসিনা মনে করেন, মামলা করেছে ক্যাঙ্গারু আদালত, ‘‘যেখানে দোষী সাব্যস্ত করার রায় পূর্বনির্ধারিত৷ আমাকে বেশিরভাগ সময়ই আগাম নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের অর্থপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে৷’’
আওয়ামী লীগের নেতৃত্বে তিনি বা তার পরিবারের কেউ থাকবেন কিনা জানতে চাওয়ায় রয়টার্সকে শেখ হাসিনার জবাব, ‘‘বিষয়টা আসলে আমার বা আমার পরিবারের নয়৷’’
তবে কয়েকদিন আগে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় একই সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দল চাইলে তিনি দায়িত্ব নিতে পারেন৷
শেখ হাসিনা মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ বাইরের কোনো দেশ নির্ধারণ করতে পারে না৷ এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘‘আমরা সকলেই যে ভবিষ্যৎ চাই, সেই ভবিষ্যৎ অর্জন করতে হলে, বাংলাদেশে সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে হবে৷ কোনো একক ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না৷’’
ক্ষমতাচ্যুত হবার পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা৷ দেশে ফেরার বিষয়ে রয়টার্সকে তিনি বলেন, ‘‘বৈধ সরকার হলে, সংবিধান সমুন্নত হলে এবং আইন-শৃঙ্খলা সত্যিকার অর্থে বিরাজ করলে আমি অবশ্যই ফিরে যেতে চাই৷’’
রয়টার্স জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখপাত্রদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়েছে, কিন্তু কারো সাড়া পাওয়া যায়নি৷ এএফপিকে যা বলেছেন শেখ হাসিনা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে এএফপিকে শেখ হাসিনা বলেন, ‘‘আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া (নির্বাচনের প্রস্তুতি নিয়ে) তিনি দেশে ভবিষ্যতের বিভাজনের বীজ বপন করছেন৷’’
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেত্রী মনে করেন, ‘‘(নির্বাচনে) বাংলাদেশিদের প্রাপ্য পছন্দের সুযোগ দিতে ইউনূসকে অবশ্যই আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে৷'' তিনি আরো মনে করেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশে রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে৷
তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে চলমান বিচারপ্রক্রিয়াকে ‘আইনশাস্ত্রীয় রসিকতা’ হিসেবে আখ্যায়িত করেন শেখ হাসিনা৷ মামলার রায় ‘পূর্বনির্ধারিত' বলেও মন্তব্য করেন তিনি৷
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় ১,৪০০র মতো মানুষ নিহত হন৷ এ প্রসঙ্গে তার দাবি, তিনি ‘‘ভয়াবহ সেই দিনগুলিতে হারিয়ে যাওয়া সমস্ত প্রাণের জন্য শোক প্রকাশ করেছেন৷’’
এসিবি/জেডএইচ (রয়টার্স, এএফপি)
হাসিনা সরকারের পতনের পর বড় যত ঘটনা
প্রশাসন, বিচার বিভাগ থেকে শুরু করে নানা পর্যায়ে বেশ কিছু বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার সরকারের পতনের গড়া এ সরকার আরো কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে।
ছবি: DW
জাতীয় সংসদ বিলুপ্ত
৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের উপ-প্রেসসচিব মো. শিপলু জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images
খালেদা জিয়ার মুক্তি
৬ আগস্টই সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০২০ সাল থেকে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত থাকলেও গণআন্দোলনে সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পেলেন।
ছবি: Rajib Dhar/AP/dpa/picture alliance
নতুন পুলিশ প্রধান
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে ৬ আগস্ট নতুন আইজিপি হিসেবে মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেয়া হয়। পরের দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয় মো. মাইনুল হাসানকে। এরপর থেকে ডিএমপির যুগ্ম কমিশনার ও উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের পদে ব্যাপক রদবদল করা হয়েছে।
ছবি: Mortuza Rashed/DW
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
৭ আগস্ট অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ পদত্যাগ করেন। ১২ আগস্ট পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৬৭ আইন কর্মকর্তার পদত্যাগের তথ্য জানিয়েছে বাংলাদেশের গণমাধ্যম। ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে। এরপর ১৩ আগস্ট অতিরিক্ত ৩ অ্যাটর্নি জেনারেল ও ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দেয়া হয়।
ছবি: Samir Kumar Dey
অন্তর্বর্তী সরকার গঠন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ঘোষণা করেন রাষ্ট্রপতি। ইউনূসসহ মোট ১৭ উপদেষ্টা ৮ আগস্ট শপথ গ্রহণ করেন। ১৬ আগস্ট আরো চার উপদেষ্টা শপথ নেয়ায় উপদেষ্টাদের মোট সংখ্যা দাঁড়ায় ২১ এ। এদের মধ্যে বিভিন্ন এনজিওর কর্মকর্তারা ছাড়াও রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, অর্থনীতিবিদ, শিক্ষক, আমলা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি।
ছবি: MUNIR UZ ZAMAN/AFP
জামায়াতের উপস্থিতি নিয়ে অস্পষ্টতা
সরকারের পতনের কয়েকদিন আগে নিষিদ্ধ করা জামায়াতে ইসলামী এখন প্রকাশ্যে৷ দলটির নেতারা রাষ্ট্রীয় অনুষ্ঠানেও দাওয়াত পাচ্ছেন৷ জামায়াত বলছে, সরকারের পতনের পর ওই আদেশের আর বাস্তবে কোনো কার্যকারিতা নেই৷ নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘বিষয়টি সরকার ও তার নির্বাহী বিভাগের সিদ্ধান্তের ব্যাপার৷'' কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের এক সপ্তাহ পরও নির্বাহী আদেশটি প্রত্যাহার করা হয়নি।
ছবি: Sheikh Ferdous
প্রধান বিচারপতিসহ ৬ বিচারপতির পদত্যাগ
১০ আগস্ট ফুলকোর্ট সভা ডাকার পর তা বাতিল করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। দুপুরের পর থেকে একে একে পদত্যাগ করেন বিচারপতিরা।
ছবি: Suvra Kanti Das/abaca/picture alliance
নতুন প্রধান বিচারপতি নিয়োগ
১০ আগস্ট রাতেই হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। ১২ আগস্ট হাইকোর্ট বিভাগের আরো চার বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ দেয়া হয়।
ছবি: picture-alliance/AP Photo/A.M. Ahad
১৫ আগস্টের ছুটি বাতিল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে 'ব্যাপক ঐকমত্যের' ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ছবি: DW
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর
শেখ হাসিনা সরকারের পতনের পাঁচ দিন পর ১০ আগস্ট পদত্যাগ করেন গভর্নর আবদুর রউফ তালুকদার। তার জায়গায় নতুন গভর্নর হিসাবে ১৩ আগস্ট নিয়োগ দেয়া হয়েছে আহসান এইচ মনসুরকে। সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্দিষ্ট থাকায় ৭২ বছর বয়সি আহসান এইচ মনসুরকে নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন করে গভর্নর পদের বয়সসীমা তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকার।
ছবি: DW
সাবেক মন্ত্রী, উপদেষ্টা গ্রেপ্তার
১৩ আগস্ট গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ১৫ আগস্ট বিলুপ্ত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও গ্রেপ্তার করা হয়।
ছবি: DW
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা
১৪ আগস্ট শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তানিম। ৫ আগস্ট সাভারে গুলিবিদ্ধ এবং ৭ আগস্ট মারা যাওয়া নবম শ্রেণির শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এ অভিযোগ দায়ের করেন। বাকি অভিযুক্তদের মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা রয়েছেন।
ছবি: Munir uz Zaman/AFP/Getty Images
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার
১৫ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর ১৬ আগস্ট তাকে ৮ দিনের রিমান্ডে দিয়েছে। এর আগে ১৩ আগস্ট সেনাবাহিনী থেকে জিয়াউলকে অব্যাহতি দেয়া হয়। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন তিনি।