আওয়ামী লীগ হিরো আলমের কাছেও অসহায়: মির্জা ফখরুল
৪ ফেব্রুয়ারি ২০২৩
তিনি বলেন, আজকে হিরো আলম হিরো হয়ে গেছে৷ সে হিরো হয়েছে একটি মাত্র কারণে৷ সে প্রমাণ করেছে যে, আওয়ামী লীগ হিরো আলমের কাছেও কতোটা অসহায়৷
বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঢাকা বিভাগীয় বিএনপির সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন৷
মির্জা ফখরুল আরো বলেন, ‘‘আমাদের এই যাত্রা জাতি হিসেবে নিজেদের টিকিয়ে রাখার যাত্রা৷ এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের মানুষ আরেকবার প্রমাণ করেছে যে তারা ফ্যাসিস্ট, গণতন্ত্র বিরোধী, গণবিরোধী , গণবিচ্ছিন্ন সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে৷’’
এসময় তিনি আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন৷
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
আরআর/এডিকে(ডেইলি স্টার বাংলা)