1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামীলীগ বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ

১২ জুলাই ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি রাজধানী ঢাকায় আজ ১২ জুলাই পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে। দুই দলের সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় এক ধরনের স্থবিরতা বিরাজ করছে।

সমাবেশে যোগ দিতে যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা
সমাবেশে যোগ দিতে যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরাছবি: Samir Kumar Dey/DW

রাজধানীর নয়াপল্টনে বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। সমাবেশ থেকে সরকারের পতনের একদফা ঘোষণা দেওয়ার কথা রয়েছে দলটির।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামীলীগ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণগেটে শান্তি সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। সন্ত্রাস এবং নৈরাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ সরূপ এক শান্তি সমাবেশের ঘোষণা দিয়ে রাজপথে অবস্থান করবে আওয়ামী লীগ ।

সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় প্রবেশ মুখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।রাজধানীতে পরিবহণ চলাচল স্বাভাবিকের চেয়ে কম রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য এক সদস্য অভিযোগ জানান যে, বিএনপির সমাবেশের কারণে সাভারের বলিয়ারপুর থেকে ঢাকাগামী রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে ঢাকা আরিচা মহাসড়কে। সাভার থেকে পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছে মানুষ।

বিএনপির এই সমাবেশকে ঘিরে পুলিশ রয়েছে সতর্কবস্থায়। বিজয়নগর, ফকিরাপুলসহ সমাবেশের আশপাশের বাড়ানো রয়েছে পুলিশের সংখ্যা। মোড়ে দেখা গেছে জলকামান।

২৩টি অভিন্ন শর্তে উভয় দলকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এসএইচ/কেএম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ