1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

১০ মে ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে ঢাকায় বিক্ষোভ
আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে গত দুইদিন ধরে শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, পরবর্তীতে ঢাকার শাহবাগে অবস্থান নিয়েছিল বিক্ষোভকারীরাছবি: Munir Uz Zaman/AFP

শনিবার (১০ মে) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এক সংক্ষিপ্ত লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি, তবে সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করা হয়নি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলের বিচারের কোনো বিধান ছিল না। দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

আসিফ নজরুল জানান, এই সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

দল হিসাবে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।

এ বিষয়ক পরিপত্র জারি পরবর্তী কর্মদিবসে জারি হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।

আন্দোলনকারীদের আরেকটি দাবি জুলাই ঘোষণাপত্র বিষয়ে আইন উপদেষ্টা বলেন, আগামি ৩০ কার্যদিবসের মধ্যে এই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

এর আগে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা' ঘোষণা দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শাহবাগের গণজমায়েত থেকে শনিবার রাত সাড়ে সাতটার দিকে হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন।

পরে রাত পৌনে নয়টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, যেহেতু আগের দেওয়া সময়সীমার মধ্যে সরকারের ঘোষণা আসেনি, তাই শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে এখন অবস্থান নেবেন তারা। জাহিদের এই ঘোষণার পরপর শাহবাগে অবস্থান করা জমায়েত যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগোতে থাকে। সেখানে পুলিশ তাদের আটকে দেয়।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ