1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার, নির্বাচন অসম্ভব: জয়

২৫ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফিরে আসা প্রসঙ্গে বলেন, ‘‘বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তার উপর৷''

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়
আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে প্রকৃত সংস্কার করা সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ছবি: DW

তবে দলীয় নেতা কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সজীব ওয়াজেদ বলেন, ‘‘আমি আমার দলের নেতাকর্মীদের নিরাপদে রাখতে চাই৷ তাই এই মুহূর্তে ইউনুস সরকারের অধীনে তাদের উপর চলা নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করছি৷''

সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এক সাক্ষাৎকারে রয়টার্সকে জানান, আগামী ১৮ মাসের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে৷ যদিও শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় মনে করেন ১৮ মাস অনেক দীর্ঘ সময়৷ একই সঙ্গে তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে প্রকৃত সংস্কার করা সম্ভব নয় বলে সতর্ক করেছেন৷

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রয়টার্সকে জয় বলেন, ‘‘আমি খুশি যে এখন অন্তত আমাদের একটি আনুমানিক সময়সীমা আছে৷ কিন্তু আমরা এর আগেও দেখেছি যেখানে অসাংবিধানিক, অনির্বাচিত সরকার সংস্কারের কথা বলে পরিস্থিতির আরও অবনতি করেছিল৷'' বাংলাদেশে এর আগে বিভিন্ন সময়ের সামরিক অভ্যুত্থানের কথাও উল্লেখ করেন তিনি৷

১৫ বছর শাসনের পর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর বাংলাদেশ পুলিশের কাঠামো ভেঙে পড়েছে৷ পরিবর্তিত পরিস্থিতিতে দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মুখ্য ভূমিকা পালন করছে৷ প্রতি সপ্তাহেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করে দেশের স্থিতিশিলতা বজায়ে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে আলোচনা করছেন বলে জানান সেনাপ্রধান৷

আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ ও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করার দাবি জানিয়েছিল৷ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস৷

বুধবার (২৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, সংস্কারের জন্য প্রস্তাবিত ছয়টি প্যানেল গঠিত হলে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে৷ নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা৷

সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনে আওয়ামী লীগকে আলোচনার বাইরে রাখার সমালোচনা করে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘‘সবচেয়ে বড় ও পুরাতন রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো ধরনের সংস্কার ও নির্বাচন করা অসম্ভব৷''

এসএইচ/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ