1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধে তিনজনের প্রাণহানি

৪ নভেম্বর ২০২১

নরসিংদীতে আলোকবালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্যপদে দাঁড়ানো দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ হয়েছে৷ এতে তিনজন নিহত হন৷

Bangladesch Wahlen Wahlkampf 2018 Awami Muslim League
ছবি: DW/M. Mostafigur Rahman

আরো ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পুলিশ ও স্থানীয়দের বরাতে জানিয়েছে, আগামী ১১ নভেম্বরের নির্বাচন সামনে রেখে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল৷

নিহতরা হলেন আলোকবালীর নেকজানপুর এলাকার কডু মিয়ার ছেলে আমির হোসেন (৫০), জলিল মিয়ার ছেলে আশরাফুল হক (২০) এবং আব্দুল হক মিয়ার স্ত্রী খোরশেদা বেগম খুশু (৫৫)৷

আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদের দুই প্রার্থী আবুল খায়ের ও রিপন মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ দুই পক্ষের লোকজন টেঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়৷

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন৷ পরে আহতদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়৷

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, তিনজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে৷ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

স্থানীয়রা জানান, নিহতরা সবাই আলোকবালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের কর্মী-সমর্থক৷ এবারও তিনি চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী৷

তবে সংঘর্ষের ঘটনা নিয়ে তার বক্তব্য জানা যায়নি৷

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ