1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধে তিনজনের প্রাণহানি

৪ নভেম্বর ২০২১

নরসিংদীতে আলোকবালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্যপদে দাঁড়ানো দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ হয়েছে৷ এতে তিনজন নিহত হন৷

Bangladesch Wahlen Wahlkampf 2018 Awami Muslim League
ছবি: DW/M. Mostafigur Rahman

আরো ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পুলিশ ও স্থানীয়দের বরাতে জানিয়েছে, আগামী ১১ নভেম্বরের নির্বাচন সামনে রেখে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল৷

নিহতরা হলেন আলোকবালীর নেকজানপুর এলাকার কডু মিয়ার ছেলে আমির হোসেন (৫০), জলিল মিয়ার ছেলে আশরাফুল হক (২০) এবং আব্দুল হক মিয়ার স্ত্রী খোরশেদা বেগম খুশু (৫৫)৷

আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদের দুই প্রার্থী আবুল খায়ের ও রিপন মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ দুই পক্ষের লোকজন টেঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়৷

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন৷ পরে আহতদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়৷

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, তিনজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে৷ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

স্থানীয়রা জানান, নিহতরা সবাই আলোকবালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের কর্মী-সমর্থক৷ এবারও তিনি চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী৷

তবে সংঘর্ষের ঘটনা নিয়ে তার বক্তব্য জানা যায়নি৷

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ