আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনলেন সাকিব
১৮ নভেম্বর ২০২৩
বিজ্ঞাপন
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিবের পক্ষে তার ব্যক্তিগত সহকারী ফর্মগুলো সংগ্রহ করেন।
বাংলাদেশের গণমাধ্যম দ্য ডেইলি স্টার জানিয়েছে মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের জন্য ফর্মগুলো সংগ্রহ করেছেন সাকিব।
সাকিবের ঢাকা–১০ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহের বিষয়টি ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির জন্য গঠিত কমিটির একজন সদস্য।
মাগুরা-১ ও মাগুরা-২ আসনে সাকিবের মনোনয়ন ফর্ম সংগ্রহের কাগজপত্র হাতে পাওয়ার কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি।
আরকেসি/এডিকে (দ্য ডেইলি স্টার)