1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগের মুখপত্র ‘উত্তরণ’ এর মোড়ক উন্মোচন

২৭ ডিসেম্বর ২০১০

স্বাধীনতা বিরোধীদের গাড়িতে যাতে আর কোনদিন জাতীয় পতাকা না ওঠে সেই ভূমিকা পালনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা৷

Bangladesh, main, alliance, leader, Prime, Minister, Sheikh, Hasina, Dhaka, Bangladesh, আওয়ামী লীগ, মুখপত্র, ‘উত্তরণ,’ মোড়ক, উন্মোচন, প্রধানমন্ত্রী, শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: AP

আওয়ামী লীগের মুখপত্র ‘উত্তরণ' এর প্রথম সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘‘সরকারের সমালোচনা করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে সব দিক বিবেচনায় নিতে হবে৷ একটু পান থেকে চুন খসলেই, ‘গেল গেল সব গেল' বলে শোরগোল তুলে স্বাধীনতা বিরাধীদের হাতে অস্ত্র তুলে দেয়া যাবে না৷ সংবাদ মাধ্যম এখন যে স্বাধীনতা ভোগ করছে স্বাধীনতা বিরোধী এবং গণতন্ত্র বিরোধীরা সুযোগ পেলে টুটি টিপে ধরবে৷ তাদের সুযোগ সৃষ্টি করে দেয়া যাবে না৷''

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের গাড়িতে যেন আর কোনদিন জাতীয় পতাকা না ওড়ে৷ আর যেন কোনদিন কোন যুদ্ধাপরাধী দম্ভ করতে না পারে সে ব্যাপরে ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের৷ সংবাদ মাধ্যমের সমালোচনা যদি স্বাধীনতা বিরোধীদের উৎসাহিত করে তাহলে তা সবার জন্যই ক্ষতিকর৷ যদি যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করে তাহলে তা সবার জন্যই অনাকাঙ্খিত৷

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের শত্রু অনেক৷ তাই আওয়ামী লীগের পথচলা এবং প্রকৃত তথ্য তুলে ধরতে দলীয় মুখপত্রের প্রয়োজন অনস্বীকার্য৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ