1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব অপরিবর্তিত

২৪ ডিসেম্বর ২০২২

বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নতুন কমিটিতেও সভাপতি থাকছেন শেখ হাসিনা৷ সাধারণ সম্পাদক পদে অপরিবর্তিত থাকছেন ওবায়দুল কাদের৷

বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নতুন কমিটিতেও সভাপতি থাকছেন শেখ হাসিনা৷ সাধারণ সম্পাদক পদে অপরিবর্তিত থাকছেন ওবায়দুল কাদের৷
আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরই থাকছেনছবি: PID Bangladesh government

এ নিয়ে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হলেন শেখ হাসিনা৷ আর ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হলেন টানা তৃতীয়বারের মতো৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে৷

শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দলটির ২২তম সম্মেলন উদ্বোধন করা হয়৷ পরে বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসে কাউন্সিল অধিবেশন৷

নির্বাচনী অধিবেশনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার৷

অন্যদিকে নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন ৷ ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন তা সমর্থন করেন৷

তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন৷ তিনি সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম কাউন্সিলরদের বিবেচনার জন্য উপস্থাপন করেন৷ সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে সাত হাজার কাউন্সিলর সমস্বরে এই প্রস্তাব সমর্থন করেন৷ অন্য পদগুলোয় নেতৃত্ব নির্বাচনের সর্বময় ক্ষমতা দলীয় প্রধানের হাতে৷ তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন৷ সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৮১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হবে৷

এফএস/জেডএ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

বিএনপি এমপিদের পদত্যাগে কার লাভ, কার ক্ষতি?

56:16

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ