1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগ আর বিএনপি’র দল ভাঙার অভিযোগ

১৬ সেপ্টেম্বর ২০১১

বাংলাদেশের প্রধান দু’টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই প্রতিপক্ষ দলকে ভাঙার চেষ্টা করছে এমন অভিযোগ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়৷ মুখ খুললেন দুই সিনিয়র নেতা৷

Sheikh Hasina headshot, as Bangladesh main opposition leader and former Prime Minister, Bangladesh Nationalist Party, or BNP, Chairperson Khaleda Zia gestures at a press conference in Dhaka, Bangladesh, Tuesday Oct. 2, 2001. Former Prime Minister Khaleda Zia's coalition, which includes three Islamic fundamentalist parties, appeared headed for a landslide win in Bangladesh's parliamentary elections, according to unofficial vote counts Tuesday. (AP Photo/Amit Bhargava)
আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই প্রতিপক্ষ দলকে ভাঙার চেষ্টা করছেছবি: AP/DW

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, বিএনপি'র অনেক নেতাই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন৷ আর বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের দাবি, নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে আসা নেতাদের ফুসলিয়ে তাদের দলে ভাঙন ধরানো যাবে না৷

আওয়ামী লীগ ও বিএনপি - বাংলাদেশের এই প্রধান দু'টি রাজনৈতিক দল ভাঙার চেষ্টার অভিযোগ বেশ পুরনো৷ বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জোরেশোরেই এমন অভিযোগ উঠেছিল৷ যার ফলে উভয় দলের অনেক সিনিয়র নেতা ছিটকে পড়েছেন৷ সম্প্রতি সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিক্সের ফাঁস করা গোপন মার্কিন তারবার্তার কিছু তথ্য থেকে উঠে এসেছে বাংলাদেশে দল ভাঙার চমকপ্রদ কিছু কাহিনী৷ আর তা নিয়েই বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়৷

কয়েকদিন আগে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তাদের দল ভাঙার চেষ্টা করছেন৷ আর আওয়ামী লীগ নেতারা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিএনপি বরং রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে তাদের সিনিয়র নেতাদের ওপর আস্থা রাখতে পারছে না৷ এমন আলোচনা-সমালোচনার ঝড় যখন তুঙ্গে তখন মুখ খুললেন দুই দলের দুই সিনিয়র নেতা৷

উইকিলিক্সের ফাঁস করা গোপন মার্কিন তারবার্তার কিছু তথ্য থেকে উঠে এসেছে বাংলাদেশে দল ভাঙার চমকপ্রদ কাহিনীছবি: picture alliance/dpa

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, বিএনপি'র অনেক নেতাই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন৷ তারা বলছেন, আগে তারা চৌর্যতান্ত্রিক সরকারের কর্মী হয়ে যে কাজ করেছেন তার জন্য অনুতপ্ত৷ তাই তাদের কথাগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে৷ আর বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের দাবি, আগুনে পুড়ে যেভাবে খাঁটি হয়, তেমনি নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে আসা নেতাদের ফুসলিয়ে দলে ভাঙন ধরানো যাবে এটা তিনি বিশ্বাস করেন না৷

মহিউদ্দিন খান আলমগীর বলেন, সংসদে যারা সরকারের সমালোচনা করছে তারা বিএনপি'র সঙ্গে যাবে এমন যারা মনে করছে তারা বেকুবের বেহেস্তে বসবাস করছেন৷ আর মোশারফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দলের সিনিয়র নেতাদের যে দূরত্বের সৃষ্টি হয়েছে তা মন্ত্রিসভা দেখলেই বোঝা যায়৷ এমন পরিস্থিতে আওয়ামী লীগের কেউ কেউ তাদের সঙ্গে যোগাযোগ করতেই পারে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ