1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগ নেতার হত্যাকাণ্ড

১৫ জানুয়ারি ২০১১

আগারগাঁও’য়ে আওয়ামী লীগ নেতার হত্যাকাণ্ড ও তার ফলশ্রুতি ছিল শুক্রবারের মূল খবর৷ তবে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর চাষাবাদের ডাক এবং খোদ রাজধানীতে এক অমানুষিক অপরাধ চক্রের কাহিনীও সবার নজর কেড়েছে৷

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতির কথা স্বীকার করেছেনছবি: Samir Kumar Dey

ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ্য দিবালোকে আততায়ীর গুলিতে নিহত হলেন৷ ফজলুল হক ফজলুর জীবন মাত্র চল্লিশ বছরেই শেষ হল৷ ছ'জন অজ্ঞাত আততায়ী মোটর সাইকেলে করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে, জানাচ্ছে জনকণ্ঠ এবং অন্যান্য পত্রিকা৷ এ'দিন আবার ছিল ফজলুলের বাবা সিরাজুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী - তিনিও ঐ একই ওয়ার্ডে আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন৷ এই প্রসঙ্গে জনকণ্ঠের প্রতিবেদক সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন ফজলুর মৃতদেহ দেখতে এসে প্রথমবারের মতো স্বীকার করেছেন যে, আইনশৃঙ্খলার কিছুটা অবনতি হয়েছে৷ অপরদিকে তিনি বলেছেন, সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ও আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এ' হত্যাকাণ্ড ঘটানো হয়েছে৷ এ'টা ভোরের কাগজের খবর৷

আবাদ করলে ফলতো সোনা

প্রধানমন্ত্রী জমি খালি না রেখে, তা'তে চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন৷ উদ্দেশ্য, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন৷ শুক্রবার গাজীপুরে একটি হাসপাতাল ও নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এ'কথা বলেন৷ কোনো জায়গা পতিত না রেখে, প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিবরণ৷ প্রধানমন্ত্রীর বক্তৃতার বয়ান বিস্তারিতভাবে দিয়েছে ভোরের কাগজ এবং অন্যান্য পত্রিকা: ‘‘আমরা নিজেরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না হতে পারলে, বাইরে থেকে খাদ্য আমদানি করে চাহিদা মেটানো সম্ভব নয়,'' বলেছেন প্রধানমন্ত্রী৷

অমানুষিক

শিশুদের বিকলাঙ্গ করে ভিক্ষাবৃত্তিতে দিতো, নারীদের ধরে এনে যৌনকর্মে বাধ্য করতো, এমন এক অপরাধী ধরা পড়েছে৷ একাধিক পত্রিকায় ঐ ওমর ফারুককে নিয়ে প্রতিবেদন আছে৷ ২৮ বছর বয়সের এই যুবক বস্তুত কামারাঙ্গীচরের সুলতানগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, জানাচ্ছে প্রথম আলো৷ শুক্রবার ভোরে ব়্যাবের অভিযানে রাজধানীতে তাকে গ্রেপ্তার করা হয়৷ ফারুক ইতিমধ্যেই তার নানা অপকর্মের কথা স্বীকার করেছে৷ প্রথম আলোর বিবরণে আছে, ফারুক ও তার সহযোগীরা গত সেপ্টেম্বরে কামারাঙ্গীচরের একটি সাত বছরের শিশুর পুরুষাঙ্গ, গলা ও বুক ধারালো ব্লেড দিয়ে কেটে তাকে গুরুতরভাবে জখম করে৷ ‘‘দীর্ঘদিন ধরে খোদ রাজধানীতেই এ ধরণের নৃশংস কাজ চালিয়ে আসছিল ওমর ফারুক,'' লিখেছে সমকাল৷

গ্রন্থনা: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ