1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

১৯ জুলাই ২০২৩

সরকার পতনের একদফা দাবি আদায়ের কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে পদযাত্রা ও পথসভা করে বিএনপি এবং তাদের অঙ্গসংগঠন।

ফাইল ফটো
ফাইল ফটোছবি: Shahriar Younus

মূল পদযাত্রাটি উত্তরার আব্দুল্লাহপুর থেকে শুরু যাত্রাবাড়ীতে যেয়ে শেষ হয়। 

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘ছেড়ে দেওয়ার দিন শেষ। আর কাউকে ছাড় দেয়া যাবে না।‘ 

পদযাত্রার প্রথম দিনে বিএনপি নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন আওয়ামী লীগের হামলার প্রতিবাদে তিনি মন্তব্য করেন, ‘এই অত্যাচারের সমুচিত জবাব আমরা দেবো ইনশাল্লাহ।'

তিনি অভিযোগ করেন শান্তি মিছিলের নামে আওয়ামী লীগ রাজপথে অশান্তি তৈরি করেছে। খবর ডেইলি স্টার ও প্রথম আলো৷

চটগ্রামে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের কিছু মাস্তান, আওয়ামী পুলিশ আমাদের কর্মীদের উপর হামলা করে লক্ষীপুরে আমাদের এক ভাইকে হত্যা করেছে।'

বিএনপির এই কেন্দ্রীয় নেতা হুশিয়ারি  করে বলেন, ‘কেউ আমাদের উপর আক্রমণ না করলে আমরা সহিংসতার দিকে যাব না। সহিংস হওয়ার কোন কারণ নেই।'

কুমিল্লা মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত পদযাত্রায় অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন ‘শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরবো। হামলা, মামলা করে এবার বিএনপিকে থামানো যাবে না।'

অপরদিকে রাজধানী ঢাকার আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা' শুরু আগে  আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, ‘বিএনপি আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে।' 

একই কর্মসূচিতে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মন্তব্য করেন, আগামী নির্বাচন বানচাল করতে বিএনপি পদযাত্রা সহ নানা কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। 

দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পিরোজপুর-ফেনীতে নামোল্লেখ  করে ১৬৮ জন ও কিশোরগঞ্জে ৮৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অজ্ঞাতনামে আরও ২৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  

রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় ১২০০ নেতাকর্মীকে আসামি করে দুইটি মামলা দায়ের করেছে পুলিশ। 

লক্ষ্মীপুরে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানিয়েছেন পুলিশের পক্ষে দুটি মামলার প্রস্তুতি চলছে ।

চরম ভোগান্তিতে নগরবাসী

বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা নিয়ে চলা কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা অচল হয়ে পড়ে। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজধানীর প্রধান প্রধান সড়ক বন্ধ থাকায় নগরজুড়ে যান চলাচল স্থবির হয়ে যায়। টানা দুইদিনের রাজনৈতিক কর্মসুচিতে তীব্র যানজটের কবলে পড়ে রাজধানীবাসী। 

এসএইচ/কেএম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ