1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আওয়ামী লীগ বিচার বিভাগে হস্তক্ষেপ করেনি’

২৫ জুন ২০১১

বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কারাদণ্ডের রায় নিয়ে সরব গণমাধ্যম৷ ক্ষমতাসীন দলের এক মন্ত্রীর মতে, এটি রাজনীতিকদের জন্য সতর্কবার্তা৷ অন্যদিকে, বিরোধী দলের দাবি, এই সাজার আইনগত ভিত্তি নেই৷

Syed Ashraful Islam is the local government minister of Bangladesh Government.
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামছবি: Samir Kumar Dey

‘রাজনীতিকদের জন্য সতর্কবার্তা'

অর্থপাচার মামলায় আরাফাত রহমান কোকো'র সাজা নিয়ে সরব গণমাধ্যম৷ দৈনিক প্রথম আলো লিখেছে, ‘এটা সুখকর নয়, রাজনীতিকদের জন্য সতর্কবার্তা: আশরাফ'৷ স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘‘দুর্নীতির দায়ে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সন্তানের শাস্তি হওয়া কারও জন্যই সুখকর নয়''৷ একই বিষয়ে দৈনিক সমকালের শিরোনাম, ‘কোকোর সাজা, আওয়ামী লীগ বিচার বিভাগে হস্তক্ষেপ করেনি : আশরাফ'৷ কোকোর মামলার বিষয়ে ক্ষমতাসীন দল আদালতকে প্রভাবিত করেছে - এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন সৈয়দ আশরাফ৷ বরং তাঁর দাবি, ‘‘আওয়ামী লীগ এ নিয়ে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের কোনো চেষ্টাই করেনি''৷

‘আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি'

কোকোর সাজার আইনগত কোন ভিত্তি নেই বলে দাবি বিএনপি'র৷ দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, ‘‘আসামীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি৷ মামলাটি সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী অবৈধ''৷ দৈনিক যুগান্তরসহ একাধিক পত্রিকা জানিয়েছে এই খবর৷ এছাড়া, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘আপিল করতে কোকোকে দেশে আসতে হবে: শফিক'৷ আইনমন্ত্রী শফিক আহমেদ শুক্রবার জানিয়েছেন, ‘‘এই রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে কোকোকে অবশ্যই দেশে আসতে হবে''৷

নারী নির্যাতন

দৈনি ইত্তেফাক এর শিরোনাম, ‘শাশুড়ি গায়ে কেরোসিন ঢালে, স্বামী দেয় আগুন'৷ নোয়াখালির এক গৃহবধুর শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে পাষণ্ড স্বামী৷ বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতনের শিকার হালিমা ইয়াসমিন রুমা৷ এই বিষয়ে মামলা দায়েরের পর সাতদিন পেরিয়ে গেলেও এখনো আটক হয়নি আসামী৷ এছাড়া রুমানা হত্যা চেষ্টায় স্বামী হাসান সাইদকে আরো একদিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ৷ গত পাঁচ জুন সাইদের নির্মম নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর৷ এতে তাঁর একটি চোখ নষ্ট হয়ে গেছে, অপর চোখের অবস্থাও মোটেই ভালো নয়৷ দৈনিক প্রথম আলো জানিয়েছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ