1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগ সরকারের কাছে জিয়া হত্যার বিচার চান রুমিন ফারহানা

২৫ মার্চ ২০২২

ক্ষমতায় থাকাকালে বিএনপি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার বিচার না করে ভুল করেছে বলে মনে করেন দলটির সংসদ সদস্য ব্যরিস্টার রুমিন ফারহানা৷ আওয়ামী লীগ কেন বিচার করে দৃষ্টান্ত স্থাপন করছে না এমন প্রশ্ন তার৷

ক্ষমতায় থাকাকালে বিএনপি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার বিচার না করে ভুল করেছে বলে মনে করেন দলটির সংসদ সদস্য ব্যরিস্টার রুমিন ফারহানা৷ আওয়ামী লীগ কেন বিচার করে দৃষ্টান্ত স্থাপন করছে না এমন প্রশ্ন তার৷
ছবি: DW

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশোতে আওয়ামী লীগ সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাতের কথার জবাবে এই প্রসঙ্গটি আনেন রুমিন ফারহানা৷ অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন৷ বলেন, ‘‘এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার হয় না, বিচার চাইতে হয়৷ সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি বিচারটি প্রধানমন্ত্রীর কাছে চাওয়া হয়৷ তার মানে ধরেই নেয়া হয় বাংলাদেশে বিচার করবার মালিক একমাত্র একজনই আছেন এবং তিনি চাইলেই বিচার হবে আর তিনি না চাইলে বিচার হবে না৷অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক রাষ্ট্রে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের যার যার কাজ যে তার তার করার কথা তার আশপাশেও আমরা নাই৷'' 

জবাবে আওয়ামী লীগে সংসদ সদস্য হাবিবে মিল্লাত বলেন, ‘‘বিচার অবশ্যই হওয়া দরকার৷ তবে আমার সবচেয়ে দুঃখ লাগে যে জিয়াউর রহমান মারা গেলেন সেই জিয়াউর রহমানের দল ৯১ থেকে ৯৬ সালে ক্ষমতায় ছিল এবং পরবর্তীতেও ক্ষমতায় ছিল সেই সময়ও তারা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারটি করেনি এবং সেভাবেই বিচারটি শেষ করে দিয়েছেন৷ শুধু মার্শাল লতে কিছু লোককে ফাঁসি দেয়া হয়েছিল৷'' তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে যত বিচার হয়েছে অতীতে আর হয়নি৷

প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগ সরকারকেই জিয়া হত্যার বিচার করার আহ্বান জানান৷ তিনি বলেন, ‘‘ওনারা যখন এত বিচার করছেন তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যার বিচার ওনারা কেন করছেন না? এটা তো একটা ক্রিমিনাল অফেন্স, হত্যা মামলা ৩০২ একটা ক্রিমিন্যাল অফেন্স (ফৌজদারি অপরাধ) এবং এই অফেন্সের (অপরাধের) জন্য কারো রাজনৈতিক পরিচয়, মতাদর্শের দিকে দেখা উচিত না৷ বিচার তার স্বাভাবিক গতিতে চলবে এবং আওয়ামী লীগ যেহেতু দাবি করে সকল বিচার তাদের সময়ই হয় তাহলে কেন এই অতি আলোচিত হত্যাকাণ্ডের বিচারটি তারা করল না৷ বিএনপিতো ক্ষমতার বাইরে আজ ১৫ বছর৷ তার আগে যখন তারা বিচার করেনি, তারা ভুল করেছে৷ আওয়ামী লীগ কেন সেই বিচারটি করছে না এবং করে কেন তারা সেই দৃষ্টান্ত উপস্থাপন করছে না?''

এই সংসদ সদস্যের মতে, আওয়ামী লীগ যদি সত্যিকারভাবে আইনের শাসন, ন্যয় বিচার প্রতিষ্ঠা করতে চায়, তাহলে জিয়া হত্যাকাণ্ডের বিচার করতে হবে৷ এই বক্তব্যের জবাবে সরকার দলীয় সদস্য হাবিবে মিল্লাত বলেন, বিএনপি বা জিয়াউর রহমানের পরিবার চাইলে মামলাটি আবার চালু করা যেতে পারে৷ ‘‘যদি বিএনপি অফিসিয়ালি বলে, তার পরিবার বলে তাহলে এই মামলাটি আবার চালু করা সম্ভব৷ একটা মামলা যদি শেষ হয়ে যায় সেই মামলাটি নিয়ে দ্বিতীয়বার বিচার হতে পারে না৷ সুতরাং, বিএনপি বা তারেক জিয়া বা খালেদা জিয়া যদি বলে বিচার শুরু হোক তাহলে আওয়ামী লীগ সরকার অবশ্যই করবে৷ যত দ্রুত সম্ভব চালু করবে,'' বলেন তিনি৷

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যার্থ সামরিক অভ্যুত্থানে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদল সেনা সদস্যের হাতে নিহত হন৷

এফএ/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ