1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের ধারা অব্যাহত: প্রধানমন্ত্রী

২৯ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় এসেছে বলেই দীর্ঘ ১৫ বছর দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনি জনসভায় বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি৷

সিলেটের সমাবেশে শেখ হাসিনা
(সাম্প্রতিক ছবি) জনতার কাছে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান শেখ হাসিনা ছবি: Saiful Islam Kallal/AP/picture alliance

আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় এসেছে বলেই দীর্ঘ ১৫ বছর দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনি জনসভায় বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি৷

নতুন ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন ভোটার যারা প্রথমবার ভোট দিতে আসবেন, নিশ্চয়ই চাইবেন না আপনার ভোট ব্যর্থ হোক৷

তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমরা বিশ্বাস করি তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি৷ আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন৷''

আজ বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান৷ জনসভায় বরিশাল বিভাগের সব আসনে নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বারবার আওয়ামী লীগ সরকার এসেছে বলে, দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের ধারা অব্যাহত আছে৷ এজন্য আজ বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে৷ যখন জিয়া, এরশাদ, খালেদা জিয়ার আমলে বাংলাদেশের উন্নতি হয়নি৷ তাদের সময় বাংলাদেশ পেছনের দিকে চলে গেছে৷''

দেড় হাজার কোটি টাকার নির্বাচনের অর্থ কী?

01:06:51

This browser does not support the video element.

‘‘আওয়ামী লীগ এলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়'' মন্তব্য করে তিনি বলেন, ‘‘এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে৷ আমি বাংলাদেশের মানুষের জন্যই কাজ করে যাই৷ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমি গড়তে চাই৷ আমার জীবনে যত বাধাই আসুক, একে একে সব অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি৷''

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত জনতার কাছে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান৷ এর আগে, বিকেল ৩টায় প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছান৷ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন৷

গত ২০ ডিসেম্বর সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এরপর ২৬ ডিসেম্বর রংপুরে সভা করেন তিনি৷

এপিবি/এসিবি (দ্য ডেইলি স্টার বাংলা)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ