1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আকর এক জিন অন্যান্য জিন’এর নিয়ন্ত্রক

২১ মে ২০১১

ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত এক আকর জিন মেদ কোষের অন্যান্য জিন নিয়ন্ত্রণ করে বলে জানালেন ব্রিটিশ বিজ্ঞানীরা৷ নতুন এই বিশেষ করে টাইপ-টু ডায়াবেটিসের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

ছবি: picture-alliance/ dpa

সম্প্রতি ‘নেচার জেনেটিক্স' পত্রিকায় নতুন একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে মাস্টার জিনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন রোগের কথা৷ কিংস কলেজ লন্ডন এবং দ্য ইউনির্ভাসিটি অফ অক্সফোর্ড এর গবেষকরা এই গবেষণা চালিয়েছেন৷

আকর এই জিনটিকে আমরা চিনি কেএলএফ-১৪ নামে৷ বিজ্ঞানীরা বলছেন, অন্যান্য জিনগুলো ফ্যাট সেলে রূপান্তরিত হবে কিনা তা নির্ধারণ করতে ভূমিকা রাখে এই মাস্টার জিন৷ যদিও টাইপ-টু ডায়াবেটিস এবং কোলেস্টরেলের মাত্রার সঙ্গে এই মাস্টার জিন'এর সম্পর্কের কথা জানা ছিল বিজ্ঞানীদের আগেই৷ এখন বলা হচ্ছে, মুটিয়ে যাওয়া এবং টাইপ - টু ডায়াবেটিস এর মতো রোগের চিকিৎসায় কাজে আসতে পারে এই গবেষণার ফল৷

কিংস কলেজ লন্ডনের গবেষক কেরিন স্মল ডয়চে ভেলেকে জানান, আমরা আদৌ জানতামনা যে, কেএলএফ-১৪ কী কাজ করে৷ কিন্তু এখন আমরা জানি, বিশেষ করে ফ্যাট টিস্যুর অন্যান্য জিনগুলোর নিয়ন্ত্রণে এটি কীভাবে কাজ করে৷

অক্সফোর্ড এর অন্য বিজ্ঞানী এবং এই গবেষণার আরেকজন গবেষক মার্ক ম্যাককার্থি বলেন, টাইপ-২ ডায়াবেটিস এর চিকিৎসায় নতুন এই গবেষণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷

কেএলএফ-১৪ হলোএক ট্রান্সক্রিপশান ফ্যাক্টর যা মেদ কোষের ভিতর চলাচল করে৷ এবং বেশ কতগুলো জিন'কে সুইচের মত সচল বা নিষ্ক্রিয় করে৷ তবে এটি সরাসরি কোনো কাজ করেনা৷ এটি সেই জিনগুলোকে সক্রিয় এবং নিষ্ক্রিয় করে যে জিনগুলো ডায়াবেটিসের ঝুঁকির ওপর প্রভাব রাখতে সক্ষম৷

বিজ্ঞানীরা যুক্তরাজ্যের ৮০০ জন স্বেচ্ছাসেবী যমজ নারীর উপর গবেষণাটি চালান৷ ত্বকের নিচের মেদ কোষের বায়োপসি করে ২০ হাজারেরও বেশি জিন নিয়ে পরীক্ষা চালানো হয়৷ গবেষণার ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বিজ্ঞানীরা আইসল্যান্ডের আরো ৬০০ জনের ত্বকের নিচের মেদের বায়োপসি করেন৷ আবারও তাঁরা নিশ্চিত হন যে, কেএলএফ-১৪ একজন মানুষের কোলেস্টেরোল, ইনসুলিন, গ্লুকোজ ও স্থূলতার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ