1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেলে-র আফসোস

৫ এপ্রিল ২০১৪

ফুটবলের কিংবদন্তি, ব্রাজিলের ‘ব্ল্যাক পার্ল’ পেলে নাকি স্বয়ং এককালে ‘বিউটিফুল গেম’ কথাটি উদ্ভাবন করেছিলেন, পর্তুগিজ ভাষায় যাকে বলে ‘জোগো বোনিতো’৷ এবার সেই ‘সুন্দর খেলার’ প্রয়াণে শোকার্ত পেলে নিজেই৷

Preisverleihung Weltfußballer 2013 Pele
ছবি: Olivier Morin/AFP/Getty Images

অ্যাসোশিয়েটেড প্রেসের সাক্ষাৎকারে পেলে বলেছেন, তিনি অবসর নেওয়া যাবৎ বিগত কয়েক দশকে খেলার ট্যাকটিকস ক্রমেই আরো বেশি ডিফেন্সিভ হয়ে উঠেছে৷ একটানা আক্রমণাত্মক খেলা আজকাল প্রায় দেখাই যায় না, পেলে যে ব্যাপারে আদৌ সুখী নন৷ ‘‘ইটালি চিরকালই ডিফেন্সিভ খেলতো, আমার সময়ে, আজ, চিরকালই,'' বলেছেন পেলে৷ ‘‘কিন্তু আজ – খুব সম্ভবত বিপুল পরিমাণ অর্থ, নতুন প্রযুক্তি কিংবা স্পন্সরদের কাছ থেকে টাকা পাবার আশায় – খেলায় জিতটা কীভাবে আসছে, লোকজন তা নিয়ে চিন্তাই করে না৷''

পেলে বলছেন, এখন কোচদের বার্তা হল: জিতলে কিনা সেটা প্রশ্ন নয়; না হারলেই হল৷ ‘‘ওরা আর বিউটিফুল গেমের জন্য কেয়ার করে না, ফুটবল রুচি বা আভিজাত্যের পরোয়া করে না৷ আমাদের আমলে আমরা এ সব বিষয় নিয়ে ভাবতাম, একটু ‘শো' দিতাম, মানে লোক-দেখানো খেলা খেলতাম,'' বলেছেন পেলে৷

‘সকার'-কে প্রতিষ্ঠা করার কৃতিত্ব তাঁরছবি: dapd

ব্রাজিলের পক্ষে ‘হেক্সা', অর্থাৎ ছ'নম্বর বিশ্বকাপ জেতা খুব সহজ হবে না বলে পেলে মনে করেন: ‘‘জার্মানির খুব ভালো দল আছে, তরুণ দল৷ তারপর স্পেন৷ স্পেন এমন একটি দল, যারা আট-দশ বছর ধরে একসঙ্গে খেলে৷ সুন্দর, সুসংগঠিত একটি দল৷... ইটালিও ফেলনা নয়৷ উরুগুয়ের কথা ভাবতে হবে৷... আর্জেন্টিনাও আসছে৷'' কাজেই কাজটা খুব সহজ হবে না৷

এ মূল্যায়ন কার, সেটাও মনে রাখতে হবে: ব্রাজিল প্রথম তিনবার বিশ্বকাপ জেতে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে৷ তিনবারই পেলে সেই দলে ছিলেন – শুধু ছিলেন না, ৯২টি খেলায় মোট ৭৭টি গোল করেন৷ সান্টোস ক্লাবের স্টার ছিলেন ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল অবধি৷ তারপর নিউ ইয়র্ক কসমস দলে যোগদান করে মার্কিন মুলুকে ‘সকার'-কে প্রতিষ্ঠা করার কৃতিত্বও তাঁর৷ কসমসের হয়ে খেলেন ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল অবধি৷ আজও তাঁর ম্যানহ্যাটানে একটি ফ্ল্যাট আছে৷

মারাদোনা কিংবা মেসি-র সঙ্গে তাঁকে তুলনা করে চলে না, কেননা তাদের খেলার শৈলী আলাদা বলে পেলে-র ধারণা৷ ধরা যাক পেলে কোনো বড় ক্লাবের দায়িত্বে পেলেন: আজকের প্লেযারদের মধ্যে কাকে সর্বাগ্রে সাইন করাতেন? দৃশ্যত নেইমার-কে, কেননা ‘‘সে তো আমাদের'', অর্থাৎ একে ব্রাজিলিয়ান, তায় নেইমার ঐ সান্টোস থেকেই বার্সেলোনায় গেছেন৷ কিন্তু পেলে নিজে ছিলেন ফরোয়ার্ড এবং বহু গোল স্কোর করেছেন৷ কাজেই তাঁর বাছাই হবে: ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷

এসি/এসবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ