1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাগরিকদের শান্ত থাকার পরামর্শ দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর

২৩ ফেব্রুয়ারি ২০২২

করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও চিন্তার কারণ নেই উল্লেখ করে নাগরিকদের শান্ত থাকার পরামর্শ দিলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী৷ অন্যদিকে ট্রামে-বাসে আর মাস্ক পরতে হবে না এমন নির্দেশনা দিয়েছে লন্ডনের কর্তৃপক্ষ৷

ছবি: Heo Ran/REUTERS

করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও চিন্তার কারণ নেই উল্লেখ করে নাগরিকদের শান্ত থাকার পরামর্শ দিলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী৷ অন্যদিকে ট্রামে-বাসে আর মাস্ক পরতে হবে না এমন নির্দেশনা দিয়েছে লন্ডনের কর্তৃপক্ষ৷

বুধবার দক্ষিণ কোরিয়াতে প্রথমবারের মতো করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে৷যদিও মৃত্যুর সংখ্যা এবং গুরুতর আক্রান্তের সংখ্যা অনেকটা আয়ত্তের মধ্যে রয়েছে৷ ওমিক্রন ও মহামারি সংক্রান্ত একটি বৈঠকের পর এমনটাই জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী৷ এই বিষয়ে তিনি নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন৷

লন্ডনের পরিস্থিতি

এদিকে ২৪ ফেব্রুয়ারি থেকে লন্ডনের কোনো পরিবহণে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়৷ শহরটির কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এমন তথ্যই জানিয়েছে৷ পাশাপাশি, এও বলা হয়েছে, যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই মাস্ক পরবেন৷

নতুন টিকা

ফরাসি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি এবং ব্রিটিশ প্রতিষ্ঠান গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে) যৌথভাবে টিকা নিয়ে গবেষণা করছে৷ তারা এবার দুই ডোজের টিকা এবং বুস্টার হিসেবে ব্যবহারের অনুমোদন চেয়েছে৷ এ বছরের শেষে তাদের পরীক্ষামূলক প্রয়োগের ফল প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে৷

উত্তর কোরিয়ায় জন্য টিকা

উত্তর কোরিয়ার জন্য ছয় কোটি টিকা পাঠানো প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ৷ উত্তর কোরিয়ায় লকডাউনের শিথিল করতে টিকাই একমাত্র ভরসা বলে উল্লেখ করেছে সংস্থাটি৷ এর ফলে দুই কোটি ৬০ লাখ মানুষের জন্য প্রয়োজনীয় টিকার ব্যবস্থা করতে বিশ্বের দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷ দেশটির মানুষকে খাদ্য সংকট থেকে মুক্তি দিতে টিকাদান জরুরি বলেও মনে করছে জাতিসংঘ৷ সিউলে এ কথা জানান জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টমাস ও কুইনটানা৷

টিকাবঞ্চিত স্বল্প আয়ের দেশগুলো

বিশ্বজুড়ে টিকার সমবণ্টনের জন্য কোভ্যাক্স (কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল অ্যাক্সেস) নামে একটি বৈশ্বিক উদ্যোগ রয়েছে৷ এই জোটে রয়েছে গাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ একাধিক সংগঠন৷ তারা বিভিন্ন দেশের জন্য ৩০ কোটি টিকা পাঠাতে গিয়ে হিমশিম খাচ্ছে৷ কারণ চাহিদার তুলনায় এখনও টিকার সরবরাহ কম৷

টিকার বড় অংশই এখনও ধনী দেশগুলির দখলে৷ এরইমধ্যে তারা জনগোষ্ঠীর ৭০ শতাংশকে টিকার আওতায় এনেছে৷ অথচ স্বল্প আয়ের দেশগুলোও এখনও এক তৃতীয়াংশ জনগোষ্ঠীর জন্যেও টিকার ব্যবস্থা করতে পারেনি

টিকা উৎপাদন বৃদ্ধিতে উদ্যোগ

স্বল্প ও মাঝারি আয়ের দেশগুলি যাতে এমআরএনএ টিকা তৈরি করতে পারে, সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)৷ যদিও প্রকল্প সম্প্রসারণে কোন দেশগুলি জড়িত, তা উল্লেখ করেননি সংস্থাটির প্রধান টেডরস অ্যাডহানম ঘেব্রেইসাস৷

টিকা সম্মেলনে কোভিডবিধি শিথিল করার কথা জানিয়েছে স্লোভাকিয়া৷ প্রথম ধাপে কোভিডবিধি শিথিল করা হবে ২৬ ফেব্রুয়ারি থেকে৷ পরবর্তী পর্যায়ে জনসমাগমের সীমা নির্ধারণ করার মতো বিষয়গুলি থাকবে৷ দ্বিতীয় পর্যায়ে কোভিড বিধিতে শিথিলতা শুরু হওয়ার কথা ২৬ মার্চ৷

হংকংয়ে রেকর্ড সংখ্যক কোভিড

কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে হংকংয়ে৷ বেড়েছে আক্রান্তের সংখ্যাও৷ বুধবার নতুন করে হংকংয়ে করোনা শনাক্ত হয়েছেন আট হাজার ৬৭৪ জন৷

কম্বোডিয়ার ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর বয়সিদের জন্য টিকা চালু হয়েছে৷ এক কোটি ষাট লাখ জনসংখ্যার দেশে প্রায় ৯০ শতাংশ মানুষ টিকা পেয়েছেন৷ দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ৷

আরকেসি/এফএস

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ